Shebaru

ড্রাইভিং শিখুন ক্যারিয়ার গড়ুন

সেবারুর মানবসম্পদ উন্নয়ন বিষয়ক প্রজেক্টের উদ্যোগে সেবারু একাডেমীর পরিচালনায় একটি বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র
এটি বাংলাদেশের বেকার সমস্যা ও দারিদ্র দূরিকরণে কাজ করে যাচ্ছে। সেবারুর আয়োজনে দরিদ্র ও কোরআনের হাফেজদের জন্য বিশেষ সুবিধায় ড্রাইভিং প্রশিক্ষণ
ব্যবস্থা রয়েছে। সেই সাথে সচ্ছলদের জন্য তুলনামূলক কম খরচে ভালো মানের ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগও আছে।
নারী ও পুরুষ উভয়ের জন্য ট্রেনিং এর ব্যবস্থা আছে।

আমাদের লক্ষ্য

  • দক্ষ চালক তৈরি করে সড়ক দূর্ঘটনা রোধে ভূমিকা রাখা।
  • মহিলা এবং পুরুষদের জন্য আলাদাভাবে স্কুটি এবং মোটরসাইকেল প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে স্বনির্ভর করে তোলা।
  • বিদেশে স্কিল ওয়ার্কার পাঠানোতে অবদান রাখা।

প্রাইভেট কার

নন এসি কার মেনুয়াল + অটো, (এসি ৫%+)


  • প্র্যাক্টিকেল ক্লাস-২৫ (প্রতিটি ক্লাস ৩০ মি.)
  • থিউরি ক্লাস -০৩
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-৩০

মটর সাইকেল

পুরুষদের জন্য


  • প্র্যাক্টিকেল ক্লাস-২৫ (প্রতিটি ক্লাস ৩০ মি.)
  • থিউরি ক্লাস -০৩
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-৩০

স্কুটি

মহীলা প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ হবে


  • প্র্যাক্টিকেল ক্লাস-১৭ (প্রতিটি ক্লাস ৩০ মি.)
  • থিউরি ক্লাস -০২
  • অটোমোবাইল -০১
  • মোট ক্লাস-২০

৫০% ছাড়ে ড্রাইভিং কোর্স এ ভর্তি হওয়ার সুযোগ!

ড্রাইভিং শিখুন, বেকারত্ব দূর করুন এই শ্লোগানকে সামনে রেখে কোরআনে হাফেজ দরিদ্র শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা আছে।
(অন্যান্যদের জন্য ২০% ছাড়ে ভর্তি চলছে । এ সুযোগ ১৫ জুন ২০২৩ পর্যন্ত)।

আমাদের প্রশিক্ষণের সুবিধা সমূহ:

  • ড্রাইভিং এর পাশাপাশি গাড়ি সম্পর্কে বেসিক ধারনা প্রদান।
  • অভিজ্ঞ ও দক্ষ ট্রেইনার।
  • নতুন এবং দূর্বল শিক্ষার্থীদের বিশেষভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি।
  • অটো ও ম্যানুয়াল গিয়ার দুই পদ্ধতিতেই ড্রাইভিং কোর্স করানো হয়।
  • বাইক ড্রাইভিং শিখানোর ব্যবস্থা রয়েছে।
  • মহিলাদের জন্যে ও রয়েছে সু-ব্যবস্থা।
  • প্রশিক্ষণ শেষে লাইসেন্সের জন্য প্রায়োজনীয় ব্যবস্থা।
  • দূরের শিক্ষার্থীদের জন্য রয়েছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা।

ড্রাইভিং শিখতে চান?

মাত্র ৩০ দিনে পরিপূর্ণভাবে ড্রাইভিং শেখার সহজ সমাধান দিচ্ছে সেবারু (shebaru) ডট কম।
ড্রাইভিং শিখে, বেকারত্ব দূর করতে সেবারু নিশ্চিত করছে,
✅ অভিজ্ঞ ও দক্ষ ট্রেইনার।
✅ দূর্বল শিক্ষার্থীদের বিশেষভাবে ড্রাইভিং প্রশিক্ষণ।
✅ অটো ও ম্যানুয়াল গিয়ার দুই পদ্ধতিতেই ড্রাইভিং কোর্স ।
✅ বেসিক মেকানিক ধারণা প্রদান।
✅ বাইক ড্রাইভিং শিখানোর ব্যবস্থা রয়েছে।
✅ মহিলাদের জন্যে ও রয়েছে সু-ব্যবস্থা।
✅ প্রশিক্ষণ শেষে লাইসেন্সের জন্য প্রায়োজনীয় ব্যবস্থা।
✅ দূরের শিক্ষার্থীদের জন্য রয়েছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা।

আমরা জানি এর পরও আপনার অনেক প্রশ্ন থাকবে, তাই দয়া করে পড়ুন

❓ প্রশ্ন: কত টাকা লাগবে?
উত্তর: ৮০০০ টাকার কোর্স ফি ২০% ছাড়ে ৬৪০০ টাকা মাত্র।
❓ প্রশ্ন: থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে কি?
উত্তর: ফ্রি থাকার ব্যবস্থা আছে, কিন্তু নিজ খরচে খাওয়ার ব্যবস্থা করতে হবে।
❓ প্রশ্ন: কোথায় শেখাবেন?
উত্তর: ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ ও বসিলা রোড এলাকায়।
❓ প্রশ্ন: কখন শেখাবেন?
উত্তর: ফজরের পর থেকে সকাল ১১ টা। আবার বিকেলেও শেখানো হয়। প্রয়োজনে
অন্য সময়ও শেখানো হয়।

ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোথায় পাবেন?

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ ২০২২ এর আওতায় দেশে বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারদের চাহিদা পূরণের লক্ষ্যে
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে “দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ
বিনা খরচে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স NTVQF Level এ পরিচালিত ৩৬০ ঘন্টার ড্রাইভিং কোর্স এ ভর্তি করে থাকে।
যদিও সেখানে মাত্র ৪০ জনকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়। অথচ অনেক পরিক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশ নেয়। সবচেয়ে বড় কথা হল আবেদনের সময়
৩০ সেপ্টেম্বর ২০২২ শেষ হয়েছে। যার ক্লাশ শুরু হবে ১০ অক্টোবর ২০২২ তারিখ হতে।

আমরা কি ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ দেই?

আমরাও যে ফ্রি ড্রাইভিং শেখাইনা তা নয়; কিন্তু তার পরিমাণ এত কম যে ঘোষণা করার মত নয়। কারণ এ বিজ্ঞপ্তি দিলে অনেকেই আসবে যাদের
সকলকেই এই ফ্রি সুবিধা দেওয়া সম্ভব নয়। ফলে মনক্ষুন্ন হয়ে ফিরে যাবে। এতে সামান্য কিছু হলেও অর্থ ও সময় ব্যায় হবে তাই আমরা তা ফলাও করে
প্রচার করি না। যাই হোক ফ্রি কোর্স বা কোর্স ফি, সময় ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে অনলাইন সেমিনারে রেজিস্ট্রেশন করুন এখানে

সর্বোপরি সড়ক দুর্ঘটনা রোধ এবং দক্ষ জনশক্তি তৈরি করে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার মানষিকতা নিয়েই এ যাত্রা সেবারুর।
সেবারু-নজরুল ড্রাইভিং ট্রেনিং কেন্দ্র অত্যান্ত সুনামের সাথে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের অসংখ্য বেকার ও কর্মজীবি নারী ও পুরুষদের স্বাবলম্বী করা চেষ্টা করছে।
আপনার সহযোগিতা ও পরামর্শ আমাদের উদ্যেশেকে সফল করবে বলে বিশ্বাস করি।

https://www.youtube.com/watch?v=93gW3f1Dfto

ড্রাইভিং প্রশিক্ষণ যোগাযোগ

নিচের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ড্রাইভিং শিখার জন্য পোস্ট করুন। সংশ্লিষ্ঠ প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন।

https://www.facebook.com/groups/shebaru

Scroll to Top