হালাল বিনিয়োগ কোর্স
হালাল বিনিয়োগ: নীতিমালা, সুযোগ ও চ্যালেঞ্জ : বর্তমানে পৃথিবীর জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মুসলিম, এবং এই বিশাল জনগোষ্ঠীর জন্য শরিয়াহসম্মত আর্থিক পণ্য ও বিনিয়োগের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে।
ইন্সট্রাকটর পরিচিতি

আবু জাফর রাজু (পিএইচ.ডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়)
তিনি প্রায় ১৫ বছর ধরে ইসলামিক অর্থনীতি, Islamic Banking and Finance, Islamic Investment tools, Halal Investment নিয়ে কাজ করছেন। এ বিষয়ে রকমারিতে তার বেশ কয়েকটি বই পাওয়া যাচ্ছে।
কোর্স সম্পর্কে বিস্তারিত
এই কোর্সে আমরা আলোচনা করব কিভাবে ইসলামিক শরিয়াহ অনুযায়ী বিনিয়োগ করা যায় এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কেন এটি গুরুত্বপূর্ণ। ইসলামী অর্থনীতি যে গতিতে বৈশ্বিক বাজারে বিকাশ লাভ করছে, তার প্রেক্ষিতে একজন সচেতন মুসলিম হিসেবে হালাল বিনিয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। অনেক মুসলমান বিনিয়োগ করতে চান, কিন্তু হালাল ও হারামের পার্থক্য না জানার কারণে তারা বিনিয়োগ থেকে পিছিয়ে থাকেন অথবা অনিচ্ছাকৃতভাবে হারাম খাতে বিনিয়োগ করেন। এই প্রেক্ষাপটে, এই কোর্সটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।
এই কোর্স থেকে ৭ টি দারুন বিষয় শিখতে পারবেন:
- শরিয়াহসম্মত উপায়ে ব্যবসা বা বিনিয়োগ কৌশল।
- শরিয়াহ ভিত্তিক আর্থিক ব্যবস্থাপনায় ক্যারিয়ার।
- আপনার টাকা কোথায় এবং কীভাবে ব্যবহৃত হচ্ছে তা জনা।
- সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা সম্পন্ন বিনিয়োগ কৌশল।
- হালাল ও হারামের পার্থক্য বুঝে নৈতিক ভিত্তিতে বিনিয়োগ ।
- সোসাল মিডিয়া বিনিয়োগ হালাল নাকি হারাম তা জানা।
- ইসলামী ব্যাংক গুলোর বিনেয়োগ কৌশল ।
এছাড়াও আপনার ব্যবসায় বিনিয়োগে হেল্প করতে পারে তা নিয়ে কোর্সটিতে বিস্তারিত প্রক্টিক্যাল আলোচনা করা হবে।
আরও পাচ্ছেন...
- ফেসবুক সিক্রেট গ্রুপে জয়েন হওয়ার সুযোগ।
- সম্পূর্ণ ফ্রিতেই বর্তমান সময়ে সারাজাগানো দারুন কিছু পিডিএফ বই।
- ২০২৫ সালের ফেসবুক মার্কেটিং চেকলিস্ট।
- ইসলামিক বিনিয়োগ স্যাম্পল প্রোপজাল।
কেন আমাদের অনলাইন কোর্স করবেন?
- হালাল ব্যবসা শুরু করার জন্য ফ্রি পরামর্শ প্রদান।
- কোর্স শেষে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট।
- কোন অবাস্তব প্রমিজ করা হয় না।
- ১৫ বছরের বেশি অভিজ্ঞাতা সম্পন্ন প্রশিক্ষক।
- কুইজ এর আয়োজন।
- কোর্স ফিডব্যাক কালেকশন।
এই কোর্স এ এখুনি এনরোল হলে ৯০% ডিসকাউন্টে ৩৯৯ টাকায় এনরোল করতে পারবেন।
কোর্সটির কিভাবে ও কেন করবেন?
এই কোর্সটি অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই পরিচালিত হবে। এতে অংশগ্রহণকারীরা সরাসরি বা ভার্চুয়ালি যুক্ত হয়ে সেশনগুলোতে অংশ নিতে পারবেন। কোর্সে থাকবে লাইভ লেকচার, প্রশ্নোত্তর পর্ব, কেস স্টাডি এবং রিয়েল-ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট মডেল বিশ্লেষণ।
- বিশ্বব্যাপী ইসলামিক অর্থনীতির বাজার অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা যায়, ২০১৫ সালে এই বাজারের আকার ছিল ৩.২ ট্রিলিয়ন ডলার, যা ২০২১ সালে দাঁড়ায় ৫.৭ ট্রিলিয়নে এবং ২০২৫ সালের মধ্যে এটি ৭.৭ ট্রিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
- জেনারেল কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর এক গবেষণায় বলা হয়েছে, গত এক দশকে ইসলামিক ফান্ড ও শরিয়াহভিত্তিক বিনিয়োগ ৩০০% এরও বেশি বৃদ্ধি পেয়েছে।
- গবেষণায় দেখা গেছে, গ্লোবাল মুসলিম মিলেনিয়াল ও তরুণ প্রজন্ম এখন শুধু হালাল নয়, বরং সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও বিনিয়োগের প্রতি আগ্রহী। তারা তাদের অর্থ কোন কোম্পানিতে এবং কোন প্রোডাক্টে ব্যয় হচ্ছে, সেটি নিয়েও যথেষ্ট সচেতন।

৳ ৩৯৯ /-
এই কোর্সে যা থাকছে
- সীমিত সংখ্যক শিক্ষার্থী
- সময় ২ ঘন্টা প্রায়
- লাইভ ক্লাশ
- ১ সেট কুইজ
- প্রয়োজনীয় লেকচার শিট
- ঘরে বসে সম্পন্ন করার সুযোগ
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে
- ফোন করুন (০১৭১১৯৮১০৫১)
কবে হবে?
- তারিখ: ২৫ আগস্ট ২০২৫ (সম্ভাব্য)
- রাত ০৮ঃ০০ – রাত ১০:৩০
- স্থান: দেশের যেকোন প্রান্ত থেকে গুগল মিটে জয়েন করতে পারবেন
- ক্লাশের আগেই ম্যাসেজের মাধ্যমে লিংক পাবেন।
আরও জানতে চান: ?
প্রশ্নাবলি (FAQ)
আমরা জানি হালাল বিনিয়োগ ও হালাল ব্যবসা সম্পর্কে এর পরও আপনার প্রশ্ন থাকবে। সেজন্যই এ কোর্সটি নিয়ে এসেছি, তার পরও কিছু মৌলিক প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল।
হালাল বিনিয়োগ বলতে কী বোঝায়?
হালাল বিনিয়োগ বলতে বোঝানো হয় এমন সকল বিনিয়োগ কার্যক্রম যা ইসলামিক শরিয়াহ অনুযায়ী বৈধ। এর মধ্যে সুদ, অনিশ্চয়তা (ঘারার) এবং হারাম পণ্য বা খাতে বিনিয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এই কোর্সে কারা অংশ নিতে পারবেন?
এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন — শিক্ষার্থী, উদ্যোক্তা, চাকরিজীবী, গবেষক কিংবা যেকোনো ব্যক্তি যিনি শরিয়াহসম্মত আর্থিক জ্ঞান অর্জনে আগ্রহী।
কি ধরণের বিনিয়োগ সম্পর্কে আলোচনা করা হবে?
শরিয়াহভিত্তিক বিনিয়োগ মডেল যেমন মুদারাবা, মুশারাকা, ইজারা, তাকাফুল, সুকুক এবং ইসলামিক ফান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
অনলাইন অংশগ্রহণের ব্যবস্থা কেমন?
জুম বা অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে লাইভ সেশনে অংশ নেওয়ার সুযোগ থাকবে। রেকর্ড করা লেকচারও পরবর্তীতে পাওয়া যাবে।
সার্টিফিকেট কি প্রদান করা হবে?
হ্যাঁ, প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারীদের একটি অংশগ্রহণ সনদপত্র প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন কীভাবে করব?
নিচের ‘নিবন্ধন’ অংশে দেওয়া নম্বরে ফোন করে অথবা সরাসরি আমাদের অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এই কোর্স শেষে কোনো ফলোআপ বা সাপোর্ট থাকবে কি?
হ্যাঁ, অংশগ্রহণকারীদের জন্য একটি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে যেখানে অতিরিক্ত রিসোর্স, প্রশ্নোত্তর ও নেটওয়ার্কিং সুবিধা থাকবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য পরবর্তীতে অ্যাডভান্স সেশন আয়োজন করা হতে পারে।
বিদেশ থেকে কি অংশ নিতে পারব?
অবশ্যই। যেহেতু কোর্সটি অনলাইনেও হবে, তাই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কেউ অংশ নিতে পারবেন। তবে অংশগ্রহণের সময় বাংলাদেশ সময় (GMT+6) অনুযায়ী নির্ধারিত হবে।