Shebaru

India Study Center

ভারতে পড়তে যাওয়ার আগে এই লেখাটি অনেক কাজে দেবে। ভালোভাবে বার বার পড়ুন। আরও জানতে নিচের নম্বরে কল করুন।
সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ ভারতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
প্রতি বছর একটি বড় সংখ্যার শিক্ষার্থী ভারতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপসহ স্বল্প খরচে পড়াশোনা করার দারুন সুযোগ।

ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন?

আর্যভট্ট থেকে শুরু করে রামানুজন এবং জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে অমর্ত্য সেন সবার জন্ম ভারতে।
তারা বিশ্ব দরবারে জ্ঞান-বিজ্ঞানের দ্বার উন্মোচন করেছেন। এখনও পৃথিবীর বেশিরভাগ বিজ্ঞানী, প্রকৌশলী, ডাক্তার এবং অন্য সৃজনশীল
সেক্টরে কর্মরত ব্যক্তিরা মূলত ভারতীয় লোক।

বর্তমানে বিশ্বব্যাপী বেশ কয়েকটি শীর্ষ সংস্থার প্রধান নির্বাহী ভারতীয়। মাইক্রোসফটের প্রধান নির্বাহী হিসেবে সত্য নাদেলা ও গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই দুজনই ভারতীয় বংশোদ্ভূত। ভারতের শিক্ষাব্যবস্থা প্রতিযোগিতামূলক বিশ্বে আপনাকে সমবয়সীদের চেয়ে এগিয়ে রাখবে এটা নিশ্চিত।

বাংলাদেশ থেকে ভারতে পড়াশোনা করবেন কেন?

ভারতে এখন ৫০ হাজারের বেশি বিদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী পড়াশোনা করছেন। যুক্তরাষ্ট্র, নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ, আইসল্যান্ডসহ বিশ্বের ১৭০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন দেশটিতে। নেপাল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভারতে পড়াশোনা করছেন। নেপালের পরেই আছে আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ। বিদেশী শিক্ষার্থদের জন্য আসিসিআর, আইএসএসসহ অনেক বৃত্তির ব্যবস্থা আছে। এমনকি বৃত্তি ছাড়া জীবনযাত্রার খরচ এবং পড়াশোনা অনেক পশ্চিমা দেশের তুলনায় যথেষ্ট কম। তাই ভারতে পড়তে যাওয়া শীক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র‌্যাংকিং

ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব রাঙ্কিংয়ে স্থান দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং খুব শিগগির তারা বিশ্বের শীর্ষস্থানীয় কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মেলাতে পারবে।
ভারতীয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে ভারতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রদানের ক্ষেত্রে উচ্চমান নিশ্চিত করেছে।
ভারতে ৩৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং ১৭ হাজার ০০০ গ্র্যাজুয়েশন পর্যায়ের কলেজ রয়েছে, যা বিশ্বমানের স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

কোর্সসমূহ

ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা শুধু আকারে বিশাল নয়, একাডেমিক কোর্সসমূহের দিক থেকেও বিস্তৃত। সেখানকার বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি, শিক্ষার্থীরা আয়ুর্বেদ, সংস্কৃত এবং হিন্দি বিষয়েও পড়াশোনা করার জন্য আন্তর্জাতিক মানের কোর্স অফার করে থাকে।

স্কলারশিপ

ভারতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করে। শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাওয়ার পর তারা ভারতে বিনামূল্যে পড়াশোনা করতে পারেন। সাধারণত শিক্ষার্থীরা দুই ধরনের স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পান।

স্কলারশিপগুলো হলো আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ। আইসিসিআর স্কলারশিপ বিশেষভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য এই বৃত্তির জন্য আবেদন করতে পারে। তারা পিএইচডির জন্যও আবেদন করতে পারেন।

ভর্তির যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রতি বছর উচ্চশিক্ষা গ্রহণ করতে ভারতে আসছে। এইচএসসি অথবা এ লেভেল উত্তীর্ণ যেকোনো বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। স্নাতক ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা মাস্টার্সের জন্য আবেদন করতে পারেন। যারা ডিপ্লোমা গ্র্যাজুয়েট তারাও আবেদন করতে পারেন। তাছাড়া যেসব শিক্ষার্থী পিএইচডি করতে চান, তারাও আবেদন করতে পারেন।

পড়াশোনার খরচ

ভারতে শিক্ষার খরচ অন্য দেশের তুলনায় বেশ সস্তা। এ দেশে জীবনযাপন এবং অন্য জিনিসের খরচ কম। যে কেউ সহজেই কম খরচে ভারতে ভালো জীবন যাপন করতে পারে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় তিনগুণ কম। যেসব শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অর্জন করে না এবং আর্থিক সমস্যার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। তারা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আবেদন করতে পারে এবং বাংলাদেশের চেয়ে কম খরচে সেখানে পড়াশোনা করতে পারে। তাছাড়া তারা ভারতীয় সরকার এবং বিশ্ববিদ্যালয় এর বৃত্তির জন্য আবেদন করতে পারে। যদি তারা বৃত্তি পায় তবে তারা ভারতে বিনামূল্যে পড়াশোনা করতে পারে।

যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে

১. আইআইটিএম

২. এডামাস বিশ্ববিদ্যালয়

৩. চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

৪. ডিআইটি বিশ্ববিদ্যালয়

৫. ডিকেটিই টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

৬. জৈন বিশ্ববিদ্যালয়

৭. মানব রচনা শিক্ষাপ্রতিষ্ঠান

৮. রাজারামবাবু ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং

৯. আসাম ডাউন টাউন।

ইন্ডিয়ার সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ঘরে বসে স্কলারশিপসহ/ছাড়া অনলােইন আবেদন সেবা দিচ্ছে সেবারু। আলাপন: +8801711981051

এছাড়াও India Student Visa’র জন্য Shebaru নিশ্চিত করছে,

  • ১৩ বছরে অভিজ্ঞ কনসালটেন্ট।
  • সঠিক তথ্য প্রদান।
  • ক্ষেত্র বিশেষে ভিসার পর টাকা দেওয়ার সুযোগ।
  • পড়াশোনাকলীন প্রয়োজনীয় জরুরী সহযোগিতা।
  • প্রায় ১৮ বছরের অভিজ্ঞ ইন্ডিয়া স্টাডি সেন্টারের যৌথ পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ স্টাডি এ্যাব্রড আ্যাডভাইজার বৃন্দ আপনাকে ভারতে উচ্চশিক্ষার যাবতীয় তথ্য ও সেবা প্রদান করবে ।
  • এছাড়াও শিক্ষার্থীদের বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলানই আবেদন সেবা প্রদান করে থাকি আমরা।

সুতরাং আজই নিশ্চিত করুন ফ্রি পরামর্শ সেবা। যোগাযোগ: ০১৭১১৯৮১০৫১

Scroll to Top