Tourist visa from Bangladesh

মালয়েশিয়া টুরিস্ট ভিসা

মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা হল একটি অফিসিয়াল ডকুমেন্ট বা স্ট্যাম্প যা বিদেশী নাগরিকদের অবসর ও পর্যটনের উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়। ভিজিটর ভিসা ট্যুরিস্ট ভিসার অপর নাম। মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার মেয়াদ তিন মাস, এটি একটি অস্থায়ী ভিসা।

এন্ট্রি চেকপয়েন্টে ইমিগ্রেশন অফিসার দর্শনার্থীদের একটি পাস প্রদান করবেন। আপনি শহরে প্রবেশ করতে পারেন এবং মালয়েশিয়া পাস দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য সেখানে থাকতে পারেন, যা আপনার পাসপোর্টে একটি অনুমোদন।

আমরা উপরে তো জানালাম টুরিস্ট ভিসা কি এখন আমরা জানাবো এই ভিসা প্রসেসিং করতে আপনাকে কি পরিমান খরচ করতে হবে এবং কি পরিমান ফি প্রদান করতে হবে।

মূলত দেশে থাকা সময় আপনার কাগজ পাতি অর্থাৎ প্রয়োজনীয় সকল ধরনের ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট করতে এক ধরনের খরচ হয়ে থাকে সেগুলো এই ভিসার অন্তর্গত হবে না। যদিও ভিসা রিলেটেড তবে ভিসা প্রসেসিং খরচের ক্ষেত্রে এই খরচ গুলো ধরা হবে না। আপনি যদি সার্বক্ষণিক খরচ অর্থাৎ মালয়েশিয়া তে যেতে কত টাকা লাগে সেটি জানতে চান তার মধ্যে এই খরচ গুলো পড়তে পারে।

উপরে যে খরচগুলো বলা হয়েছে সেগুলো শুধুমাত্র ভিসা প্রসেসিং খরচ কিন্তু এর বাইরেও ভিসা করতে গেলে অনেক বেশি খরচ আছে যেগুলো আপনারা হয়তো অবগত আছেন।

মালয়েশিয়া টুরিস্ট ভিসা প্রসেসিং খরচ

বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট মালয়েশিয়া ভ্রমণের উদ্দেশ্যে যায় সেই জন্য মালয়েশিয়ান সরকার বাংলাদেশের জন্য খুব অল্প টাকাতে টুরিস্ট ভিসা চালু করেছে। মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে মাত্র ৫ হাজার ৮০০ টাকা লাগে। সাথে আপনার বিমানের আপ ডাউন টিকিট ক্রয় করা থাকলে আপনি খুব সহজেই তিন মাস মালয়েশিয়া টুরিস্ট হিসেবে থাকতে পারবেন।যেটা যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

মালয়েশিয়া টুরিস্ট ভিসা প্রসেসিং এর প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে )।

২। ব্যাংক ব্যালেন্স নূন্যতম ১ থেকে ২ লক্ষ টাকা(জন প্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট এবং ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট ।

৩। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি, কোম্পানীর প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে ।

৪। চাকুরীজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ।

৫। ছবি সাদা ব্যাকগ্রাউন্ড,। (৩৫*৫৪সি এম )

  • ভিসা প্রসেসিং সময়ঃ ১০ দিন।

সকল দেশের ভিসা ফি জানতে ঘুরে আসুন এখানে…

তাই দেরী না করে ঘরে বসেই আমাদের এক্সপার্ট ভিসা অ্যাসিস্ট্যান্স টিমের সাহায্যে শুরু করুন মালয়েশিয়া ভিসা প্রসেসিং।
📌 মাত্র ৩,৯৯৯ টাকায় প্রসেস করুন মালয়েশিয়ার ট্যুরিস্ট ই-ভিসা । (সিমীত সময়ের জন্য)
ভিসা অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে আমাদের জানাতে পারেন এখনি 👉

বিস্তারিত জানতে:
📞 কল করুন: 01711-981051 (সকাল ০৯:০০ টা – রাত ১০:০০ টা)
📍সেবারু, সপ্তক স্কয়ার, বাড়ী নং- ২, লেভেল- ৭, রোড- ১৬ (পুরাতন ২৭), ধানমণ্ডি, ঢাকা-১২০৫।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *