Shebaru

নাম মাত্র মূল্যে অনলাইন আয়ের কোর্স করুন!

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে চিন্তিত ? কিভাবে পাবো এমন সুযোগ যাতে করে ঘরে বসেই অনলাইন ইনকাম নিশ্চিত করতে পারবো ? শুনেছি অনেকেই ঘরে বসে হাজার হাজার
ডলার অনলাইনে আয় করছে ফ্রিল্যান্সিং করে। আমি কি পারব না! সুযোগ তো আছেই, কিন্তু শুরুটা করব কোথায় থেকে? কার হাত ধরে খুঁজে পাব অনলাইন আয়ের পথে?
ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতে চাওয়া নতুনদের মাথায় আসে এমন হাজারটা প্রশ্ন।ফ্রিল্যান্সিং নিয়ে আপনার এ সব চিন্তার অবসান ঘটাতে সেবারু হেল্পলাইন নিয়ে এসেছে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সুযোগ। যারা জানেন না তাদের জন্য শেখার সুযোগ তো থাকছেই। বিস্তারিত জানতে পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন।

অনলাইন ইনকাম? শুরুটা করবেন কোথায় থেকে?

বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি বহুল পরিচিত শব্দ। ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে যেকোনো ব্যক্তি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে পারে। বাংলাদেশে বর্তমানে সফল ফ্রিল্যান্সারের সংখ্যা ৬ লাখেরও বেশি। আর নতুন অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সার হয়ে আয় করতে চান। তবে কিভাবে তা করতে হয়, এর শুরুটা কোথায়, তা অধিকাংশেরই অজানা।\"🤔\"

ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই স্বাধীনভাবে উপার্জন করতে আগ্রহী সকলের জন্য

সেবারু একাডেমী নিয়ে এসেছে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সুযোগ। অনলাইন ইনকাম এর জন্য এই কোর্সটিতে থাকছে,

\"✅\" ফ্রিল্যান্সিং সম্পর্কিত সব সমস্যার সমাধান

\"✅\" ক্লায়েন্ট হ্যান্ডলিং নিয়ে আলোচনা

\"✅\" সহজে প্র্যাকটিস করার উপায়

\"✅\" মার্কেটিং ও অ্যাডভারটাইজিং সম্পর্কিত ধারণা

\"✅\" পোর্টফোলিও মেকিং এর ধারণা

গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম কাদের জন্য?

আজকাল ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরশীল হতে চায়। অনেক নারী ঘরের কাজের পাশাপাশি একটি বাড়তি আয়ের মাধ্যম খোঁজেন।
গ্রাজুয়েশন শেষ করার পর চাকরীর জন্য ঘুষ নিয়ে অন্যের দ্বারে দ্বারে না ঘুরে অনেকেই চান স্বাধীনভাবে উপার্জন করতে। সেনাবাহিনী বা নৌবাহিনী থেকে অনেকেই
অবসর নেওয়ার পর বেকার বসে না থেকে কোন কাজে নিজেকে নিয়োজিত করতে চান। এসকল মানুষের সহজ সমাধান হতে পারে অনলাইন ইনকাম
ঘরে বসেই শুধুমাত্র একটি কম্পিউটার/ স্মার্ট ফোন এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তারাই ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” প্রোজেক্ট এ জয়েন করতে পারেন।

কি কি শিখবেন এখানে?

আপনাকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে বেসিক থেকে অ্যাডভান্সড, ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি বিষয় হাতে কলমে শিখতে পারবেন এই গ্রুপের মাধ্যমে

  • অনলাইন মার্কেটিং সম্পূর্ণ গাইডলাইন, কি এবং কেন ?
  • ডিজিটাল মার্কেটিং শিখে আয় করার উপায় এবং মাধ্যম ?
  • ইন্টারনেট মার্কেটিং এ এসইও এর প্রভাব এবং বিস্তারিত।
  • ফেসবুক পোস্ট টেকনিক ও বুস্ট করার সঠিক পদ্ধতি।
  • গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে আয় করার নিয়ম।
  • ইউটিউব (youtube)মার্কেটিং পদ্ধতি।
  • স্বল্প সময়ে ধাপে ধাপে ফ্রিল্যান্সিংয়ের খুঁটিনাটি আয়ত্ত করার উপায়
  • একদম বেসিক থেকে শুরু করার সুযোগ
  • অভিজ্ঞ ইন্সট্রাক্টরের তত্ত্বাবধানে শেখার সুযোগ
  • ভিডিও লেকচার, কুইজ ও টাস্ক
  • ফ্রিল্যান্সিং সম্পর্কিত সব সমস্যার সমাধান
  • সহজে প্র্যাকটিস করার উপায়
  • মার্কেটিং ও অ্যাডভারটাইজিং সম্পর্কিত ধারণা
  • পোর্টফোলিও মেকিং এর ধারণা
  • ফ্রিল্যান্সিং এর বেসিক সম্পর্কে ধারণা
  • ফ্রিল্যান্সার প্রোফাইল বিল্ডিং এর ধারণা
  • মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং সম্পর্কিত ধারণা

যা যা অর্জন করতে পারবেন

  • আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান
  • ইর্ন্টানশিপ করার সুযোগ
  • আধুনিক ও বাস্তবধর্মী লেকচারশিট
  • দক্ষ, অভিজ্ঞ মেন্টর
  • বিদেশে জব প্লেসমেন্ট ও স্টুডেন্ট ভিসার সহযোগিতা
  • জব প্লেসমেন্ট সহযোগিতা

ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স !

ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স করে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সযোগ দিচ্ছে সেবারু ডট কম।
থাকছে প্রতি সপ্তাহে নিয়মিত লাইভ ক্লাশে প্রশ্ন করার সুযোগ। এছাড়াও প্রয়োজনমত প্রচুর ভিডিও লেকচার ও ক্লাস নোট বা পিডিএফ বই।
কুইজ ইত্যাদি। নিচের লিংক এ দেওয়া গুগল ফরমটি ক্লিক করুন এবং পুরণ করুন।
আমাদের টিমমেম্বাররা আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাশের লিংক দিয়ে দেবে ইনশাআল্লাহ।

ফেসবুক গ্রুপে জয়েন করুন:
বিনামূল্যে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে উপরের লিংকএ ক্লিক করে ফরম পুরণ হলে নিচের ফেসবুক গ্রুপটিতে মেম্বার হ।
https://www.facebook.com/groups/shebaru

প্রিয় শিক্ষার্থী, উপরের তথ্য গুলো পুরণ করলে আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অনলাইন ক্লাশ ও রিসোর্স হাব
এর সকল তথ্য ও সোর্স প্রদান করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top