এক নজরে ইউসিএসআই বিশ্ববিদ্যালয়
অবস্থান: Kuala Lumpur Campus, Sarawak Campus, Terengganu Campus.
ধরন: বেসরকারি
উল্লেখযোগ্য বিষয়: প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, অর্থনীতি, আইন, ইংলিশ, ফ্যাশন, গ্রাফিক ডিজাইন, স্থাপত্যবিদ্যা, হেলথ সাইন্স, Optometry (Hons) ইত্যাদি।
ইনটেক: জানুয়ারি ও জুলাই, সেপ্টেম্বর।
ল্যাঙ্গুয়েজ সেন্টার:
এ বিশ্ববিদ্যালয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আসেসমেন্ট ইংলিশ টেস্ট সেন্টার রয়েছে। যেটি শিক্ষা মন্ত্রণালয় কতৃক স্বীকৃত।
বিদেশি শিক্ষার্থীরা চাইলে সেখান থেকেই ইংলিশ কোর্স করতে পারে।
ইউসিএসআই ইউনিভার্সিটি এর কিছু ওয়েব লিংক:
- ওয়েবসাইট: www.ucsiuniversity.edu.my
- উইকিপিডিয়া লিংক: https://en.wikipedia.org/wiki/UCSI_University
- Intake Calendar: https://www.ucsiuniversity.edu.my/intakes-and-calendar
পড়ালেখার খরচ ও সাবজেক্ট সমূহ:
এ বিশ্ববিদ্যালয়ের সুবিধা সমূহ
একাডেমিক বছরে শিক্ষার্থীরা দুই মাসের জন্য একটি স্বনামধন্য কোম্পানিতে ইর্ন্টানের সুযোগ পাবে। ইউসিএসআই ইউনিভার্সিটর শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি চাকুরীর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে।
পৃথিবীর নামি-দামী প্রায় ৪ হাজার শিল্প প্রতিষ্ঠানের সাথে এই বিশ্ববিদ্যালয়ের কর্ম সহায়ক নেটওয়ার্ক রয়েছে।
শিক্ষার্থীদের মালয়েশিয়ায় ও বিদেশী প্রতিষ্ঠানে অভিজ্ঞতা প্রদানের জন্য সংস্থাগুলোতে প্লেসমেন্ট বা কো-অপারেটিভ প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে একজন স্টুডেন্ট ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে অংশ নিতে পারবে। ব্যবসা, চিকিৎসা, কম্পিউটার, কলা, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য এবং আরও অনেক বিষয়ে ভর্তি হতে পারবে।
ইউসিএসআই বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর সহ প্রায় সারা বছরেই কোন না কোন সাবজেক্টের ভর্তি বিজ্ঞপ্তি থাকে।