নামাজের মৌলিক ধারণা
অর্থ: সালাত অর্থ দোয়া, আর শরিয়তের পরিভাষায় সালাত হলো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট নিয়মে আল্লাহর উদ্দেশ্যে দাড়ানো, রুকু ও সিজদা করা।
নামাজের আগে শর্ত (নামাজ শুরু করার পূর্বশর্ত)
১. পবিত্রতা অর্জন করা
-
ওযু করা
-
প্রয়োজন হলে গোসল করা
-
পোশাক ও দেহ পবিত্র রাখা
-
নামাজের জায়গা পবিত্র রাখা
২. সতর (শরীরের আচ্ছাদন)
-
পুরুষ: নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত
-
মহিলা: মুখমণ্ডল ও হাত ছাড়া পুরো দেহ
৩. কিবলামুখী হওয়া
৪. সময় প্রবেশ করা
৫. নিয়ত করা
-
মনে স্থিরভাবে বলা: “আমি (অমুক) নামাজ পড়ছি, আল্লাহর উদ্দেশ্যে।”
নামাজের রুকন (মূল স্তম্ভ)
নামাজের ১৩টি রুকন আছে। এর যে কোনোটি বাদ পড়লে নামাজ বাতিল হয়।
১. নিয়ত
২. তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার বলা)
৩. দাঁড়িয়ে কিরাত পড়া (ফরজ নামাজে সক্ষম ব্যক্তির জন্য)
৪. সূরা ফাতিহা পড়া
৫. অন্য সূরা বা আয়াত পড়া (প্রথম দুই রাকাআতে)
৬. রুকু
৭. রুকু থেকে উঠা
৮. সিজদা
৯. সিজদা থেকে বসা
১০. দ্বিতীয় সিজদা
১১. তাশাহহুদের জন্য বসা
১২. দরুদ ও দোয়া পড়া
১৩. সালাম ফিরানো
সকাল সন্ধ্যার দোয়া ও জিকির
ফজরের নামাজের সময়
তাহাজ্জুদ নামাজের নিয়ম
তাহাজ্জুদ নামাজের নিয়ত
এশার নামাজ কয় রাকাত
জানাজার নামাজের দোয়া
শবে বরাতের নামাজের নিয়ম
সালাতুল তাসবিহ নামাজের নিয়ম
তারাবির নামাজের নিয়ম
জানাজার নামাজের নিয়ম
নামাজ শিক্ষা
নামাজের সময়
আসরের নামাজের সময়
যোহরের নামাজ কয় রাকাত
নামাজের নিয়ম
ফজরের নামাজ কয় রাকাত
তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ
এশার নামাজের সময়
মাগরিবের নামাজ কয় রাকাত
সালাতুল হাজত নামাজের নিয়ম
বেতের নামাজের নিয়ম
নামাজের সময় তালিকা
নামাজ পড়ার নিয়ম
নামাজের নিয়ত
জুমার নামাজের নিয়ত
বিতর নামাজ পড়ার নিয়ম
ফজরের নামাজের শেষ সময়
তাহাজ্জুদ নামাজের সময়
আসরের নামাজ কত রাকাত
সালাতুল তাসবিহ নামাজের নিয়ত
ফজরের নামাজের উত্তম সময়
জোহরের নামাজ কত রাকাত
কোন নামাজ কত রাকাত
কাজা নামাজের নিয়ত
জুম্মার নামাজ কয় রাকাত
নামাজের ওয়াক্ত
আসরের নামাজের শেষ সময়
পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম
ইস্তেখারা নামাজের নিয়ম
বিতর নামাজে দোয়া কুনুত না পারলে
চাশতের নামাজের নিয়ম
তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম
তাহাজ্জুদ নামাজ
ফজরের আযানের সময়
ফজরের শেষ সময়
পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত
নামাজের সূরা পড়ার সিরিয়াল
নামাজের পর মোনাজাত
এশার নামাজের সময় শুরু ও শেষ
নামাজের গুরুত্ব
ঘরে বসে অনলাইনে ইসলামিক স্টাডিজ বেসিক কোর্স করুন ও নিয়ে নিন ১০০০+ ইসলামিক বই। রেজিস্ট্রেশ করুন এখনি…
আরও পড়ুন:
দোয়া ও আমল সূচিপত্র: সকল দরকারী দোয়া পড়ুন এক ঠিকানায়
প্রিয় পাঠক, এই পেজটি আপডেট চলেছে আপনার কোন লেখা, মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট করে জানান বা আমাদের সাথে যোগাযোগ করে জানান।
পাশে থাকার জন্য ধন্যবাদ।