আমিরিকার ‘নিউজ এন্ড রিপোর্ট’ এর গবেষণায় র্যাংকিং এ বর্তমান বিশ্বের সবচাইতে উন্নত জীবন যাপনের দেশ হল কানাডা। পড়াশুনা, জব ভিসা ও স্থায়ী বসবাসের জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ। কানাডায় বর্তমানে মাত্র ৩ কোটি ৭০ লাখের মতো মানুষের বসবাস। যাদের মাথাপিছু আয় ৫০ হাজার ডলার প্রায়। অথচ পৃথিবীর অন্যতম বৃহৎ ও সুন্দর দেশ এটি। তাই বহু মানুষ কানাডায় চাকুরী নিয়ে স্থায়ী বসবাসের সুযোগ খোঁজে। আর কানাডার সরকার খুব আন্তরিক হওয়ার কারণে বর্তমানে অনেক মানুষের কানাডায় জবের ও স্থায়ী বসবাসের সুযোগ হচ্ছে। বাংলাদেশিরাও পিছেয়ে নাই এ দৌড়ে। অনেকেই ইতিমধ্যে কানাডায় ইমিগ্রান্ড হয়েছেন। আবার সযোগও তৈরি হচ্ছে অনেকের জন্য। বাংঙ্গালীদের জন্য কানাডায় জব ও স্থায়ী বসবাসের বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হল:-
কানাডা জব ভিসার ধরনঃ
রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট RNIP (Rural and Northern Immigration Pilot) প্রোগ্রাম:
কানাডা সরকার IELTS 4.0 ও HSC বা সমমানের পাস দিয়ে কানাডা যাওয়ার নতুন রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট RNIP (Rural and Northern Immigration Pilot) প্রোগ্রাম চালু করেছে। RNIP এর আওতায় বাংলাদেশের বিভিন্ন পেশাজীবীর আবেদন করার সুযোগ তৈরি হয়েছে। পরীক্ষামূলকভাবে ৫ বছর চালানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। মোট ৫ টি প্রদেশের ১১টি কমিউনিটি এই প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছে। কমিউনিটি গুলো হচ্ছে, অন্টারিও প্রদেশের নর্থ বে কমিউনিটি, সাডবারি কমিউনিটি, টিমিন্স কমিউনিটি, সল্ট স্টি মারি কমিউনিটি এবং থান্ডার বে কমিউনিটি। মানিটোবা প্রদেশের ব্রেন্ডন এবং আলটোনা/রাইনল্যান্ড। সাসকাচুয়ান প্রদেশের মোস জো কমিউনিটি। অ্যালবার্টা প্রদেশের ক্লেয়ারশলম কমিউনিটি। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভারনন কমিউনিটি এবং ওয়েস্ট কুটনে কমিউনিটি। গত ১ নভেম্বর ২০১৯ থেকে ৫টি কমিউনিটি আবেদন গ্রহণ শুরু করেছে।
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখুন!!!
যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং/ফ্রি ল্যান্সিং করে প্রতি মাসে নিশ্চিত আয় করতে চান তাদের জন্যই মূলত এ কোর্সটি।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
ফেসবুক গ্রুপ:
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে নানা প্রশ্নের সামাধান পেতে মেম্বার হতে পারেন “ডিজিটাল মার্কেটিং হেল্পলাইন” ফেসবুক গ্রুপটিতে।
গ্রুপ লিংক https://www.facebook.com/groups/digitalhelp
কানাডায় জব ভিসা জন্য যোগ্যতা কি?
ক) কমপক্ষে HSC বা সমমানের পাস।
খ) IELTS 4.0
গ) ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা।
ঘ) পর্যাপ্ত ব্যাংক সলভেন্সি।
কি কি ডকুমেন্টস্ লাগবে?
- পাসপোর্ট এর Information Page এর স্কান কপি।
- ফটোগ্রাফ (8 কপি ব্যাকগ্রাউন্ড সাদা (Size 35″x 45″) অথবা সফট্ কপি।
- সার্টিফিকেট: সকল শিক্ষা সনদের স্কান কপি।
- অভিজ্ঞতার সনদ পত্র।
সেবারু জব ভিসা হেল্পলাইন কেন?
- ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং ।
- সঠিকভাবে ভিসা প্রসেসিং ।
- প্রি-ডিপার্চার ট্রেনিং।
- অভিজ্ঞ কাউন্সেলরের জব ভিসা প্রসেস করা হয়।
- আমাদের কোন প্রকার হিডেন চার্জ নেই।
- দ্রুত সময়ে অফার লেটার প্রদান ।
কানাডা ভিসা আবেদন কেন্দ্র (ভিএফএস): ওয়েবসাইট:
ঢাকা অফিস : ৫ম তলা, ডেল্টা টাওয়ার, প্লট-৩৭, রোড-৯০, গুলশান নর্থ, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ।
চট্টগ্রাম অফিস : বাড়ী নং-৩৮, চেম্বার হাউজ, ৫ম তলা আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০, বাংলাদেশ।
সিলেট অফিস : ৮ম তলা, নির্বাণ ইন, মির্জা জঙ্গল রোড, রামের দীঘির পাড়, সিলেট-৩১০০, বাংলাদেশ।
কানাডা সরকার বর্তমানে ৩৪৭টি পেশায় জনবল নিচ্ছে। এ ছাড়াও এখানে নানা ধরনের ভিসা রয়েছে যেমন, কানাডা স্কুলিং ভিসা, ইউকুন কমিউনিটি প্রোগ্রাম, ইকোনমিক প্রোগ্রাম, ব্যবসা উদ্যক্তা প্রোগ্রাম, স্পাউজ, পার্টনার ও চিলড্রেন প্রোগ্রাম, প্যারেন্টস ও গ্রান্ড প্যারেন্টস, রিফিউজি অ্যান্ড প্রোটেক্টেড পারসন প্রোগ্রাম, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম, এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম, ইত্যাদি।
আপনি যদি বিদেশে যাওয়ার জন্য ১০০ ভাগ সিদ্ধান্ত নিয়ে থাকেন , যোগ্যতাগুলো থাকে তবে কল করুন-হোয়াটসঅ্যাপ ও মোবাইল (এখানে…)।
বিঃদ্রঃ আগে শেষ পর্যন্ত লেখাটি পড়ুন; তার পর ফোন দিন। অযথা ফোন করে আপনার সময় ও অর্থ নষ্ট করবেন না।
বিঃদ্রঃ আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিয়ে যে কোন প্রশ্ন করতে পারেন এখানে https://web.facebook.com/groups/WorkVisaHelpline