Shebaru

চা পাতার পাইকারী ব্যবসা ও ডিলার চুক্তি নমুনা

চা পাতার ব্যবসা

চা পাতার পাইকারী ব্যবসা ও ডিলার চুক্তি নমুনা

চা পাতা ক্রয় বিক্রয়ের জন্য একটি নমুনা চুক্তি প্রত্র যা black tea and green tea এর ডিলার ও ডিপো এর জন্য কার্যকরী হবে।
তবে আপনি যদি চা পাতার ব্যবসা আইডিয়া বা কোয়ালিটি চা পাতা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ওয়েব সাইটেই পেয়ে যাবেন।
যাই হোক কথা না বড়িয়ে নিচে চা পাতার জন্য ডিলার চুক্তিপত্র টি উপস্থাপন করা হল:

ব্যবসা আইডিয়া সম্পর্কে আরো পড়ুন:


বিসমিল্লাহির রাহমানির রাহিম

ডিলার চুক্তিপত্র

অত্র চুক্তি নামা অদ্য ০২/১০/২০২০ইংতারিখে নিম্নলিখিত পক্ষদ্বয়ের মধ্যে সম্পাদিত হইল।
মো: আব্দুল জলিল, জন্মতারিখ-০১/০২/১৯৮০ইং, পিতা: মৃত আবরতুল্ল্যা মিয়া, মাতা: লায়লা বেগম,
বর্তমান ঠিকানা- বাসা নং-০০, ৮নং ঢাকাহাউজিং আদাবর শ্যামলী, মোহাম্মদপুর ঢাকা-১২০৮। (স্যাম্পল)

স্থায়ী ঠিকানা: গ্রাম- মশেরপুর, পোস্ট- ললিতারহাট, থানা- পাটগ্রাম, জেলা-লালমনিরহাট, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম (সুন্নি), পেশা-ব্যবসা।(১ম পক্ষ)

(২য় পক্ষ)

মো. আবু আব্দুল্লাহ, জন্মতারিখ-০১/০৩/১৯৮৮ইং,পিতা: মুহাম্মদ আব্দুল জলিল, মাতা: সায়েমা বেগম, বর্তমানঠিকানা- বাসা নং-০৩, দ্বিতীয়তলা,মধ্যেরচর, শাক্তা, কেরানীগঞ্জ, ঢাকা-১২০৫।
স্থায়ীঠিকানা: গ্রাম ও পোস্ট- গঞ্জ, থানা- সদর, জেলা- ঢাকা, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম (সুন্নি), পেশা-ব্যবসা। (২য় পক্ষ)

জনাব,
আসসালামু আলাইকুম। অন্ত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রমোটেক লিমিটেড “কোয়ালিটি ব্লাক টি” কোয়ালিটি গোল্ড টি, স্বর্ণালী ব্লাক টি, পাতা কুঁড়ি নামে চা পাতা বাজারজাত করে আসছে। এছাড়াও স্বাদে-গন্ধে অতুলনীয় খোলা চা পাতা পাইকারি বিক্রি করা হয় ।
আমাদের চা পাতা স্বাদে ও রঙ্গে চমৎকার, সেরা বাগানের চা পাতা সরবরাহ করে আসছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের সরবরাহকৃত কোয়ালিটি টি। যারা ফ্লেভার (ঘ্রাণ) পছন্দ করেন; আবার স্ট্রং লিকারের (কড়া রং) চা-ও চান, তাদের কাছে এ চা খুবই পছন্দের।
আমাদের চায়ের মূল্য অন্যান্য নামকরা প্রতিষ্ঠান গুলির চেয়েও কম কিন্তু মান তুলনা করার মতোই। একবার খেলে এই চা আবার খেতে মন চায়।

প্রমোটেক লিমিটেড কর্তৃক সরবরাহকৃত চা পাতা পাঁচশত গ্রামের প্যাকেট নিম্নোক্ত শর্ত সাপেক্ষে বাজারজাতকরণের জন্য ক্রেতা ও
পরিবেশক/ ডিলার হিসেবে অনুমতি প্রদান করা হল।

চুক্তির শর্তসমূহ:-


১. আপনার বর্তমান ঠিকানার থানায আপনি কার্যক্রম পরিচালনা করবেন। সেখানে কোম্পানির পক্ষ থেকে অন্য কোনো পরিবেশক অথবা এস আর নিয়োগ দেওয়াা হবে না।
২. কমপক্ষে ৫০ কেজি চা পাতা গ্রহণ করতে হবে।
৩. আপনাকে কোম্পানির ব্যাংক একাউন্টে অর্ডারকৃত চা পাতার মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে।
৪. বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। তবে পণ্য প্যাকেট জাত করার সময় যদি কোন ত্রুটি থাকে অথবা চা পাতায় কোন সমস্যা থাকে এবং
সেটা যদি প্রমাণিত হয় তাহলে তিনদিনের মধ্যেই ফেরত দিতে হবে।
৫. বিক্রয় লক্ষ্যের ২৫ ভাগ পণ্য মজুদ থাকা অবস্থায় নতুন পণ্যের অর্ডার করবেন।
৬. কোম্পানীর নির্ধারিত মূল্যের অধিক বা কমে পণ্য বিক্রয় করবেন না এবং কোন অনৈতিক কাজে লিপ্ত হবেন না।
৭. যে পরিবহন কোম্পানির মাধ্যমে পণ্য প্রেরণ করা হবে সেই পরিবহন কোম্পানির গুদাম হতে নিজ দায়িত্বে ও খরচে আপনি পণ্য গ্রহণ করবেন।
৮. জরুরী প্রয়োজন ছাড়া সাধারণত সপ্তাহে এক দিন অর্থাৎ- বৃহস্পতিবার পণ্য ডেলিভারি দেওয়া হয়।
৯. কোম্পানির কোন প্রতিনিধির সাথে নগদ অর্থ লেনদেন করা যাবে না। সকল প্রকার আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করবেন।
১০. উপরে উল্লেখিত যে কোন শর্ত ভঙ্গ করলে কোন প্রকার অগ্রিম নোটিশ ছাড়াই চুক্তি বাতিল করা হবে এবং কোন প্রকার ক্ষতিপূরণের
দাবি গ্রহণযোগ্য হবে না।

(সমাপনী অংশ)

এতদ্বার্থে স্বেচ্ছায় স্বজ্ঞানে,সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় আমরা উল্লিখিত পক্ষগণ নিম্মে উল্লিখিত স্বাক্ষীগণের সম্মুখে নিজ নজ স্বাক্ষর করিয়া
অত্র চুক্তি সম্পাদন করিলাম ।

১ম পক্ষের স্বাক্ষর

২য় পক্ষের স্বাক্ষর

স্বাক্ষীগণের স্বাক্ষর ও ঠিকানাঃ-

১।

২।

৩।

Bank Details

A/C Name: Promotech Limited
A/C No.: 0414020003
Rupali Bank Limited
Green Road branch, Dhaka, Bangladesh.

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top