ডিজিটাল মার্কেটিং কোর্স করে দক্ষ হলে দেশে-বিদেশে যেখানেই হোকনা কেন আউটসোর্সিং করে মাসে ৫ লক্ষ টাকার বেশি অনলাইন ইনকাম করার উদাহরণ আজকাল বাংলাদেশেও প্রচুর। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে বেশি মানুষের কাছে দ্রুত পণ্যের প্রচার করা যায়, এবং বেশি বেশি ও দ্রুত ব্যবসায়িক সফলতা পাওয়া যায়।
আর তাইতো প্রচুর মানুষ ডিজিটাল মার্কেটিং শিখছে ও সেবা নিচ্ছে। চলুন নিচে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি।
ডিজিটাল মার্কেটিং কি?
এক কথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ডিজিটাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি কে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবার বিক্রয় করা।
অথবা আমরা মার্কেটিং করার জন্য অনলাইন মাধ্যমে যতো ধরনের পদ্ধতি ব্যবহার করি সেগুলোই হল- ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং কোর্স এ কি কি বিষয় পড়ানো হয়?
ডিজিটাল মার্কেটিং কোর্স এর মধ্যে রয়েছে, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি।
এছাড়াও ফেসবুক, গুগলে, ইউটিউবে বিজ্ঞাপন প্রদান, ওয়েবসাইটের জন্য কনটেন্ট লেখা, ওয়েবসাইট ভিজিটর বাড়ানোর উপায় ইত্যাদি।
কী কী উপায়ে ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে আয় করতে পারেন?
বর্তমানে অনেক ধরণের লাভজনক ব্যবসা আছে যে গুলো গড়েই উঠেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে কেন্দ্র করেই।
অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ব্লগ ইত্যাদি মাধ্যমে নিজের ব্যবসায়ীক নামে একটি ঠিকানা ব্যবহারের মাধ্যমে।
আবার অনেকেই দ্বারাজ কিংবা আজকের ডিলের মত মাল্টিভেন্ডর ওয়েব সাইটে নিজের ব্যবসা বা পণ্যে বিক্রি করছে।
মূলত ৪ টি উপায়ে ডিজিটাল মার্কেটার আয় করে থাকে। যেমন,
১. ফ্রিল্যান্সিং করে আয়
২. ডিজিটাল মার্কেটার হিসেবে চাকুরি করে আয় করা যায়।
৩. ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে আয় করা যায়।
৪. নিজের প্রতিষ্ঠান তৈরি করে সেটার জন্য নিজেই ডিজিটাল মার্কেটিং করে আয় করা যায়।
ডিজিটাল মার্কেটিং কোর্স যে সকল বিষয় পড়ানো হয়
এ ধরনের মার্কেটিং এর পরিসর দিন দিন বাড়ছে। খুব সংক্ষেপে এর পড়ার বিষয় গুলি বর্ণনা করছি।
- অনলাইন মার্কেটিং সম্পূর্ণ গাইডলাইন, কি এবং কেন ?
- ডিজিটাল মার্কেটিং শিখে আয় করার উপায় এবং মাধ্যম ?
- ইন্টারনেট মার্কেটিং এ এসইও এর প্রভাব এবং বিস্তারিত।
- ফেসবুক পোস্ট টেকনিক ও বুস্ট করার সঠিক পদ্ধতি।
- গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে আয় করার নিয়ম।
- ইউটিউব (youtube)মার্কেটিং পদ্ধতি।
ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স !
ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স করে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সযোগ দিচ্ছে সেবারু ডট কম।
থাকছে প্রতি সপ্তাহে নিয়মিত লাইভ ক্লাশে প্রশ্ন করার সুযোগ। এছাড়াও প্রয়োজনমত প্রচুর ভিডিও লেকচার ও ক্লাস নোট বা পিডিএফ বই।
কুইজ ইত্যাদি। নিচের লিংক এ দেওয়া গুগল ফরমটি ক্লিক করুন এবং পুরণ করুন।
আমাদের টিমমেম্বাররা আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাশের লিংক দিয়ে দেবে ইনশাআল্লাহ।
সাধারণত কি কি শেখানো হয়?
বর্তমানে বাংলাদেশে ও ইন্টারন্যাশনাল অনলাইন প্লাটফর্ম গুলোতে অনেক কোর্স রয়েছে ডিজিটাল মার্কেটিং এর উপর।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেন মিনিট স্কূল, ই-শিখন, মুক্ত পাঠ, কোডারট্রাস্ট ইত্যাদি। তবে এদের অনেকে কোর্স গুলো ভিডিও রেকোর্ডেড হয়ে থাকে
যে গুলো শিক্ষার্থীদের জন্য একটু অসুবিধাজনক হয়ে উঠে। আবার কারো কারো লাইভ ক্লাশের ব্যবস্থা আছে। এটি অবশ্যই অনেক ক্ষেত্রে ভালো ফলাফল
প্রদান করে।
যাই হোক নিচে একটি কমন তালিকা দেওযা হল যা সাধারণত প্রতিষ্ঠান গুলো শিখিয়ে থাকে বা আপনার যা জানা উচিৎ।
- How Can We Earn as a Digital Marketer?
- Marketplace Analysis
- Fiverr Marketplace Class
Introduction of Digital Marketing
- What is digital marketing
- How to structure your marketing plan
- How to segment your audience
- Important Digital Marketing Terms
Facebook Marketing
- Introduction to Facebook Marketing
- Group Marketing
- Fan Page Customization
- Page for Local Business
- Marketing Strategies Through Fan Page
- Business Manager Creation & Page Set Up
- Billing Options
- Engagement Post Creation
- Facebook Ad Set Up & Promotions
- Define Your Targeted Customer
- Facebook Event Marketing Facebook Retargeting
Search Engine Optimization (SEO)
- On-Page SEO
- Off-Page SEO
Google Analytics & Webmaster
- Data Analysis
- Analytics and Webmaster Tool Basic
- Goal and Event Tracking
Google AdWords
- Why AdWords
- Google AdWords Basic
- Live Campaign Setup
অন্যান্য Social Media Marketing
- Tumbler Marketing
- Instagram Marketing
- LinkedIn Marketing
- Pinterest Marketing
- Twitter Marketing
Google Adsense and Content Marketing
- What Type of Contents Should You Write While Starting
- A New Blog?
- Content Writing Formula
- What Contents Are Missing on Your Niche Site Than
- Competitors?
- Importance of Quality Content
- How to Write Quality Content?
- Doing Content Optimization
পরিশেষে বলা যায় বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।
তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হবে।