Shebaru

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাধিক পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরিতে সাত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

  • ১। পদের নাম: রেজিস্ট্রার
    পদসংখ্যা:

    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে)/ জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে), স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। উল্লেখ্য কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসার হিসেবে কমপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করার জন্য। আরও থাকতে হবে সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে অ্যাডিশনাল রেজিস্ট্রার পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা অথবা সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ডেপুটি রেজিস্ট্রার পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

    বয়স: বাহিরের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য হবে। আর অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রেও যেকোনো শর্ত শিথিলযোগ্য, তবে তা সম্পূর্ণ কতৃপক্ষের সিদ্ধান্ত।

    বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা
  • ২. পদের নাম: কম্পট্রোলার
    পদসংখ্যা:

    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে), ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিং/অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।এছাড়াও সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত /আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক এই পোস্টে আবেদন করতে হলে। সিএ ফাইনাল পাস/সিএমএ ফাইনাল পাস/সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সংশ্লিষ্ট ক্ষেত্রে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। কম্পট্রোলার অফিসে অ্যাডিশনাল কম্পট্রোলার পদে অবশ্যই কমপক্ষে ৩ বছরের অথবা কম্পট্রোলার অফিসে ডেপুটি কম্পট্রোলার পদে অবশ্যই কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদনের জন্য। বিশেষ অগ্রাধীকার পাবেন সিএ ফাইনাল পাস/সিএমএ ফাইনাল পাস/সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সংশ্লিষ্ট ক্ষেত্রে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা।
    বয়স: বাহিরের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য/অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য, যা একান্তই কতৃপক্ষের সিদ্ধান্ত।

    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৩. পদের নাম: চিফ মেডিকেল অফিসার
    পদসংখ্যা:

    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে), বিএমডিসি কর্তৃক প্রদত্ত সনদসহ কোনো সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস হতে হবে প্রার্থীদের আবেদনের জন্য। এছাড়া আরও থাকতে হবে, সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিসিনে কমপক্ষে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। এফসিপিএস/এফআরসিএস/ এমআরসিপি/এমডি/সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য যা কতৃপক্ষের একক সিদ্ধান্ত।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৪. পদের নাম: প্রধান প্রকৌশলী
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–২.৫–সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি থাকলে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে স্বাধীনভাবে নির্মাণকাজ তত্ত্বাবধান করার ক্ষেত্রে প্রথম শ্রেণির পদমর্যাদাসম্পন্ন ইঞ্জিনিয়ার হিসেবে মোট ১৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এই পদে আবেদন করার জন্য।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৫. পদের নাম: পরিচালক (জনসংযোগ)
    বিভাগ: জনসংযোগ অফিস
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে)/জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে) ও জার্নালিজম/জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রিধারী যেকেউ এই পদে আবেদন করতে পারবেন। আরও থাকতে হবে সাংবাদিকতায় জনসংযোগ কাজে কমপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৬. পদের নাম: পরিচালক (শারীরিক শিক্ষা)
    বিভাগ: শারীরিক শিক্ষা অফিস
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে) থাকা আবশ্যক এই পদে আবেদনের জন্য। অফিসার হিসেবে কমপক্ষে ১৪ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে খেলাধুলা পরিচালনা ও তত্ত্বাবধানে এবং বিভিন্ন ধরনের শারীরিক শিক্ষাবিষয়ক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে অফিসার হিসেবে।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৭. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
    বিভাগ: পরিকল্পনা ও উন্নয়ন অফিস
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে) ও অর্থনীতি/লোক প্রশাসন/পরিসংখ্যান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীগন এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পরিকল্পনা ও উন্নয়নকাজে অফিসার হিসেবে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

আরও পড়তে পারেনঃ ১। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি ও ক্যারিয়ার
২। সাংবাদিক ও আর্টিকেল রাইটার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগের আবেদন প্রক্রিয়া

রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রার্থীকে আবেদন পত্র গ্রহণ করতে হবে। রেজিস্ট্রার বরাবর ৬ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজের নাম, ঠিকানা লিখিত ১০ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের খাম পাঠিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। অফিস ছুটি ব্যতীত যেকোন দিন ফরম গ্রহন ক্রা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করার সুযোগও আছে। ফরম পূরণ করে ১০ কপি দরখাস্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সার্টিফিকেটের সত্যায়িত কপি ও প্রতি সেটের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে জমা দেয়ার কথা উল্লেখ্য আছে। আবেদনপত্রের হার্ড কপি ও সফট কপি সরাসরি ও রেজিস্ট্রারের registrar@juniv.edu এই ই–মেইল ঠিকানা বরাবর পাঠাতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগের আবেদন ফি

রেজিস্ট্রারের বরাবর অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ইস্যুকৃত ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৬০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-৬৮ নম্বর হিসাবে জমা হবে। এরপর জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৩।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top