Shebaru

মেডিকেল ভিসা- থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতে দ্রুত ও সহজ পদ্ধতি

মেডিকেল ভিসা

মেডিকেল ভিসা- থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতে দ্রুত ও সহজ পদ্ধতি

মেডিকেল ভিসা নিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার প্রবণতা বাড়ছে। অনেক রোগী ভারতের কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরে যাচ্ছেন।
এর মধ্যে ৫৫% এর বেশি বাংলাদেশী রোগী। এছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া আমেরিকাসহ নানা দেশে চিকিৎসার জন্য যাচ্ছে।
কারণ, অনেকেই মনে করেন বাংলাদেশের চেয়ে ভারতে কম খরচে উন্নত চিকিৎসা পাওয়া যায়। যারা আর একটু বিত্তশালী সে সকল রোগী
থাইল্যান্ড ও সিঙ্গাপুরের উন্নত হাসপাতাল গুলিতে ভিড় করছেন।
আর এ সকল দেশে চিকিৎসার জন্য যেতে হলে মেডিকেল ভিসা পাওয়ার বিষয়টা অনেকের জন্য কঠিন সমস্যার সৃষ্টি করে।
তাই এ সমস্যা সমাধানের জন্য সেবারু মেডিকেল ভিসা হেল্পলাইন আপনার সেবা সবসময় নিবেদিত।

ভারতের ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

আজকাল অনেকেই টুরিস্ট ভিসা নিয়ে ভারতে ভ্রমণ করে এবং সেই সাথে ডাক্তারও দেখিয়ে নেয়।
কিন্তু যদি অপারেশন কিংবা বড় ধরনের কোন চিকিৎসা করাতে হয় সে ক্ষেত্রে আর টুরিস্ট ভিসা দিয়ে কাজ হয় না।
সে ক্ষেত্রে অবশ্যই মেডিকেল ভিসা নিতে হয়। বিশেষত ক্যান্সারের চিকিৎসা কিংবা হার্ট এর চিকিৎসা্
অনেকের প্রশ্ন ভারতের ভিসা কবে খুলবে? মেডিকেল ভিসা কি চালু আছে?
নিচে আপনার সম্ভাব্য প্রশ্নের উত্তর প্রদান করা হল:

প্রশ্ন:- মেডিকেল ভিসা নিলে কি টুরিস্ট ভিসা বাতিল হবে?

উত্তর:- হাঁ, নতুন কোন টাইপের ভিসা নিলেই আগের ভিসা বাতিল হয়। বর্তমানে একই সাথে দুই টাইপের ভিসা একটিভ থাকে না।

প্রশ্ন:- ভারতের মেডিকেল ভিসা খরচ কেমন?

উত্তর:- আসলে ভারতের চিকিৎসা ভিসার জন্য কোন ফি লাগে না; কিন্তু বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ৮৫০ টাকা ফি নিয়ে থাকে।

প্রশ্ন: ভারতের মেডিকেল ভিসা পেতে সময় কত দিন লাগে?

উত্তর:- সঠিকভাবে আবেদন করলে এবং কাগজ পত্র ঠিক থাকলে ১ সপ্তাহের মধ্যেই ভিসা পেয়ে যাবেন।

প্রশ্ন: ইন্ডিয়ার মেডিকেল ভিসার মেয়াদ কত দিন?

উত্তর:- সাধারণত ৩ মাস থেকে ৬ মাসের জন্য চিকিৎসা ভিসা প্রদান করে থাকে।

ভারতীয় মেডিকেল ভিসার আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে তার তালিকা:

নিচে ভারতের ভিসার ডকুমেন্ট এর একটি তালিকা দেওয়া হল-

  • ভেলিড পাসপোর্ট
  • ১ কপি ২x২ ইঞ্চি মাপের প্রিন্টেড ছবি ও আরেকটি সফট কপি (শুধু অনলাইন আবেদনের সময় লাগবে)
  • পুরনকৃত ফর্ম (প্রিন্টেড)
  • স্মার্ট কার্ড/এনআইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি
  • ইউটিলিটি বিলের ফটোকপি (বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিল)
  • পেশার প্রমাণপত্র (বেসরকারি চাকুরিজীবি হলে NOC, সরকারি চাকুরিজীবি হলে NOC/G.O>., ছাত্র হলে আইডি কার্ড, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি, আর পেশা কৃষি হলে জমির খতিয়ানের ফটোকপি)
  • ব্যাংক স্টেটমেন্ট, ডলার এনডোর্সমেন্ট অথবা ইন্টারন্যাশনাল কার্ডের কপি
  • পাসপোর্ট এর ইনফরমেশন পেজের ফটোকপি
  • সর্বশেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি (যদি থাকে)
  • অতিরিক্ত সাপোর্টিং কাগজ যদি দিতে চান।
  • পূর্ববর্তী সকল পাসপোর্ট। যদি পুরাতন পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই দিতে হবে। আর হারিয়ে গেলে জিডি কপি ও লস্ট সার্টিফিকেট দিতে হবে।
  • সুনির্দিষ্ট তারিখসহ ইন্ডিয়ান ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার দিতে হবে।
  • সাম্প্রতিক সকল প্রেসক্রিপশন ও রিপোর্ট এর ফটোকপি ও মেইন কপি। অবশ্য পরে মূল কপি ফেরৎ দেবে।

থাইল্যান্ড ও সিঙ্গাপুর ও অন্যান্য দেশের কি কি জন্য ডকুমেন্ট লাগবে?

পূর্বেই ভারতের ভিসা লাভের জন্য যে সকল কাগজ পত্র লাগে তা উল্লেখ করা হয়েছে। নিচে অন্যান্য দেশের অর্থাৎ থাইল্যান্ডের ভিসা ও সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকার মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ উল্লেখ করা হল।

  1. আপনার আগের ট্রিটমেন্টের সমস্ত ডকুমেন্টস।
  2. ন্যাশনাল আইডিকার্ড
  3. পাসপোর্ট
  4. দুই কপি ছবি (সত্যায়িত) 
  5. বাসা-বাড়ির বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিলের ফটোকপি
  6. নতুন পাসপোর্ট হলে এর সঙ্গে পুরাতন পাসপোর্ট
  7. ব্যাংক স্টেটমেন্ট বা ১৫০ ডলারের বেশি পাসপোর্টে এনডোর্স 
  8. ভিসা ফি

মেডিকেল ভিসা সংক্রান্ত আমাদের সেবা সমূহ:

সেবারু মেডিকেল ভিসা হেল্পলাইন আপনাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বিভিন্ন দরকারী তথ্য ও পরামর্শ দেবে। এবং বিদেশী হাসপাতাল ও বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আপনার জন্য সকল কাগজপ্রত্র রেডি করে দেবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে সকল ধরনের চিকিৎসা কনসালটেন্সী প্রদানে সেবারু বদ্ধ পরিকর।বিশ্বমানের হাসপাতাল গুলোতে চিকিংসা নেওয়ার সুযোগ। বিস্তারিত নিম্নরুপ-

  • ঘরে বসেই একটি মাত্র মোবাইল কলে Doctor’s Appointments ( Bangladesh , India , Singapore ,Thailand )
  • জরুরী ক্ষেত্রে বিশ্বস্ত সুত্র থেকে রক্ত পাওয়ার সুযোগ (Blood Banking)
  • হাসপাতাল পযর্ন্ত পৌঁছার জন্য ট্রান্সপোর্টেশন এর ব্যবস্থা করা।
  • চিকিৎসা ভিসার জন্য Visa invitation / Visa Extension এর ব্যবস্থা করা।
  • বিদেশে হাসপাতাল সংলগ্ন থাকা ও খাওয়ার ব্যবস্থা করা।
  • প্রয়োজনীয় ক্ষেত্রে গাইডের ব্যবস্থা করা যাতে করে ভাষা বুঝা সহজ হয়।
  • সর্বপরি আমরা আপনার পাশে থাকব সবসময় আন্তরিক।

হাসপাতাল সমূহ:

  • যশোদা হাসপাতাল, হায়দ্রাবাদ, ইন্ডিয়া
  • চেন্নাই হাসপাতাল, ভারত
  • এপোলো হাসপাতাল চেন্নাই, ভারত
  • মাদ্রাজ হাসপাতাল, ভারত
  • বামরুনগ্রাদ হাসপাতাল, থাইল্যান্ড
  • মাউন্ট এলিজাবেথ হাসপাতাল (Mount Elizabeth hospital), সিঙ্গাপুর
  • সিঙ্গাপুর জেনারেল হসপিটাল
  • জাতীয় ক্যান্সার কেন্দ্র, সিঙ্গাপুর

এছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ইন্ডিয়ার ৫০+ সরকারী ও বেসরকারী হাসপাতাল থেকে ডাক্তার সিরিয়াল ও ভর্তির ব্যবস্থা করে থাকি।
সুতরাং সব ধরনের মেডিকেল ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top