Shebaru

রংপুর ভ্রমণ গাইড: উল্লেখযোগ্য স্থান বিষয় ও সেবা সমূহ

রংপুর ভ্রমণ

রংপুর ভ্রমণ গাইড: উল্লেখযোগ্য স্থান বিষয় ও সেবা সমূহ

রংপুর উত্তর বঙ্গের অন্যতম একটি জেলার নাম। ৮ টি জেলা নিয়ে ২০০৬ সালে রংপুর বিভাগ গঠন করা হয়। রংপুরের দর্শনীয় অনেক স্থান রয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হল, চিকলী পার্ক, প্রয়াস, ‘প্রজন্ম’, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, তাজহাট রাজবাড়ী, ভিন্নজগত, পায়রাবন্দ, তনকা মসজিদ, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকির
মোঘল আমলের নির্মিত মসজিদ, সুড়ুং পথ, শালবনের ভিতরের মন্দির, সহ অনেক পুরাতন স্থাপনা আছে এই গ্রামে।

নিচে রংপুর অঞ্চলের পর্যটন স্থানগুলোর বর্ণনা প্রদান করা হল:-

বাংলাদেশের উত্তর জনপদ রংপুর ও এর পাশ্ববর্তী এলাকার তথ্য গুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হল। এটি নিয়মিত আপডেট করা হয়।
তথ্য গুলোতে কোন ভুল থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনার ভ্রমণ বিষয়ক তথ্য লিখতে চাইলেও নিচের নম্বরে যোগাযোগ করবেন প্লিজ।

তাজহাট রাজবাড়ী

তাজহাট রাজবাড়ী রংপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে তাজহাট নামক স্থানে অবস্থিত। মান্নলাল ছিলে তাজহটা জমিদারির প্রতিষ্ঠাতা। দেশের সুবিশাল ও অনন্য সুন্দর স্থাপনাগুলোর মধ্যে তাজহাট জমিদারবাড়ী অন্যতম । বর্তমানে রংপুর জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ জুড়ে ছরিয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে তাজহাট রাজবাড়ীতে। এর আশেপাশের সৌন্দর্য ভ্রমলপ্রিয় মানুষকে মুদ্ধ করে। তাজহাট রাজবাড়ীটি ঢাকার আহসান মঞ্জিললে সঙ্গে বেশ মিল রয়েছে। প্রসাদ চত্বরে রয়েছে বিশাল মাঠ, গাছের সারি এবং প্রাসারে দুই পাশে রয়েছে দুইটি পুকুর । রাজবাড়ীটির চার পাশে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুল ও ফলের বাগান । চার তলা বিশিষ্ট তাজহাট জমিদার বাড়ী তৈরিতে ব্যবহৃত হয়েছে লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মিত বিধায় দেখতে অতি চমৎকার লাগে। রাজবাড়ীর ভিতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা ও অতিথিদের জন্য আলাদা শয়নশালা । তাজহাট রাজবাড়ীর সর্বমোট ৩১ টি সিঁড়ি রয়েছে যার প্রতিটি সিঁড়ি ইতারীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি । রাজবাড়ীর পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে এই গুপ্ত সিঁড়ি কোন এক সুড়ংগের সাথে যুক্ত যা সারাসরি ঘাঘাট নদীর সাথে যুক্ত এমন জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়ি টা এখন নিরাপত্তার কারনে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিন্ন জগৎ

চার দিকে ফুল ফল এর বাগান ও সবুজ গাছের সমারহে ভরপুর ভিন্ন জগত । ভিন্নজগৎ পার্ক এ প্রবেশ মূল্য ৩০ টাকা । রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকায় একশো একর বিস্তৃত জায়গাজুড়ে ভিন্ন জগত পার্ক নামে বিনোদন কেন্দ্রটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রংপুর শহর থেকে এগারো কিলোমিটা দূরে পার্কটি অবস্থিত। ভিন্ন জগতে রয়েছে চমৎকার লেক । পার্কের প্রধান ফটক পার হলেই তিন দিকের বিশাল লেক চোখে পড়ে। রয়েছে লোহার ব্রীজ। পার্কের ভিতরে আছে বৃক্ষলতা, গাছ গাছালি, লতাগুণ্মও, ঝোপঝাড়, শুধু দেশী-বিদেশী গাছ । দর্শনার্থীরা সারাটা দিন গাছের ছায়ায় প্রশান্তির সাথে কাটিয়ে দিতে পারবে। বুক ভরে সবুজের ঘ্রাণ নিতে পারবে।

ঘাগট বা প্রয়াস পার্ক

দিনশেষে পশ্চিম আকাশে ডুবে যাওয়া ষূর্যের রক্তিম আভাস সাঁঝ বেলায় নদী তীরে বসে গায়ে শীতল হাওয়া লাগাতে চাইলে আসুন এই নদী আর নির্মল বাতাসের ঘাগটে। প্রায় ১১০০ একর জাযগা নিয়ে ২০১৩ সালে ঘাঘট নদীর দুপাড় ও আশে পাশের এলাককে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছে মনোরম এই ঘাগট প্রয়াস পার্ক । প্রয়াস সেনা বিনোদন পার্কের অভ্যন্তরে রয়েছে ভিভিন্ন প্রতিকৃতি, কৃত্রিম, সম্রদ্রসৈকত, নৌ ভ্রমলের সুব্যবস্থা, শিশুদের বিনোদনের সুব্যবস্থা আছে, সাজানো গোছানো প্রয়সা সেনা বিনোদন পার্কের আয়ের ৭৫ শতাংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। টিকিটের মূল্য মাত্র ২০ টাকা ।

এক নজরে রংপুরের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:-

নিচের তথ্যগুলো একটি চলমান আপডেট প্রক্রিয়া। সুতারং বর্তমানে অনেক তথ্যই নেই; যা পরে আপডেট করা হবে ইনশাআল্লাহ।

রংপুর বিভাগ

৯ মার্চ ২০১০ তারিখে বৃহত্তর বংপুর ও দিনাজপুর অঞ্চলের ৮টি জেলা অর্থাৎ- রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং পঞ্চগড় নিয়ে রংপুর বিভাগ সৃজন সংক্রান্ত সরকারী বিজ্ঞাপন জারি করা হয়।

রংপুর সিটি কর্পোরেশন

রংপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের ১০ম সিটি করপোরেশন। ২০১২ খ্রিষ্টাব্দের ২০ ডিসেম্বর জাতীয় সংসদে রংপুর পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে রংপুর সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়।

আবহাওয়া রংপুর

রংপুরে মার্চ থেকে জুন সংবেদনশীল গো‌ষ্ঠীর মানুষরা স্বা‌স্থ্যের ওপরে প্রভাবগুলি অবিলম্বে অনুভব করবেন। এ সময় ঘরের বাইরের কাজকর্ম এড়িয়ে চলা দরকার। এ সময় সু‌স্থ মানুষদের শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভোগার সম্ভাবনা থাকে। ঘরের ভিতরে থাকা এবং ঘরের বাইরের কাজকর্মগুলির সময়সূচি পরিবর্তন করার কথা বিবেচনা করতে হয় এ সময়। বিস্তারিত…

রংপুর নিউজ পেপারসমূহ

দৈনিক যুগের আলো, দৈনিক প্রথম খবর, দৈনিক বাহের সংবাদ, দৈনিক দাবানল, দৈনিক অর্জন ইত্যাদি।
আরও বিস্তারিত পড়ুন:

রংপুর এক্সপ্রেস

রংপুর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। যার নম্বর ট্রেন নং ৭৭১−৭৭২। রংপুর এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। প্রতি রবি বার এটির সাপ্তাহিক ছুটি থাকে। অর্থাৎ রবিবার রংপুর এক্সপ্রেস বন্ধ থাকে। যাত্রাপথে ট্রেনটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, গাইবান্ধা জেলা হয়ে রংপুরে প্রবেশ করে।
আরও দেখুন: রংপুর এক্সপ্রেস ফেসবুক লাইভ

রংপুর জেলার থানা সমূহ

কাউনিয়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, সদর, মিঠাপুকুর, পীরগাছা, গংগাচড়া, হারাগাছ


রংপুর বিভাগের খবর


রংপুর জেলার ইতিহাস

এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত জনপদ। আয়তন ২৩৬৭.৮৪ বর্গ কিঃ মিঃ। নির্বাচী এলাকা ৬ টি। মোট জনসংখ্যা ৩৩,৩৪,৫৬৭ জন।
রংপুর জেলা সম্পর্কে বিস্তারিত এখানে…


রংপুর জেলার বিখ্যাত ব্যক্তি

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, হুসাইন মুহাম্মদ এরশাদ, আবু সায়েম, যাদু মিয়া ইত্যাদি।


রংপুর কিসের জন্য বিখ্যাত?

রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা আম। বাংলাদেশের বিখ্যাত ও সুস্বাদু , আঁশহীন, স্বাদে, গন্ধে অতুলনীয় হাঁড়িভাঙা আম। এই আমের উৎপত্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন থেকে। রংপুরের শত শত মানুষ এই হাড়িভাঙ্গা আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। হাঁড়িভাঙা আমটির ইতিহাসের গোড়াপত্তন করেছিলেন নফল উদ্দিন।

রংপুর জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়

রংপুর ভ্রমণ গাইড আপনাকে দিতে পারে রংপুর ভ্রমণ বিষয়ক পরিপূর্ণ সহায়তা। শুধু রংপুর নয়; পুরো উত্তরবঙ্গে ঘোরা ঘুরির জন্য রংপুর ভ্রমণ গাইড হতে পার আপনার বিশ্বস্ত সঙ্গি।
ঘুরতে পারেন তাজহাট জমিদার বাড়ি, যেতে পারেন ভিন্নজগৎ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ।
এছাড়া ঘুরতে পারেন রংপুর টাউন হল, পাবলিক লাইব্রেরী, রংপুর যাদুঘরের মত ঐতিহাসিক স্থান যদি সাথে থাকে একজন দক্ষ ভ্রমণ গাইড।
আর যদি থাকে হোমমেড খাবার, বাইক সার্ভিস, দক্ষ ট্যুর গাইড, ট্যুর পাকেজসহ ও ভ্রমণ বিষয়ক প্রায় সকল সেবা; তাহলে তো কথাই নেই।
রংপুর ট্যুর বিষয়ক সকল সেবা ও তথ্য এক ঠিকানায় পেতে ভালোভাবে নিচের লেখাটি পড়ুন।

রংপুর ভ্রমণ গাইড সেবা কি?

এক বা দুই দিনের জন্য রংপুর ভ্রমণ করতে চান? রংপুররের অনেককিছুই আপনার অজানা? অথবা দোভাষি প্রয়োজন?
আর সেখানেই সমাধান হিসেবে আছে সেবারু রংপুর ভ্রমণ গাইড। আমাদের ভ্রমণ গাইডের দক্ষতা ও সুবিধা সমূহ নিচে দেওয়া হল।

  • রংপুরের ভ্রমণ স্থান সম্পর্কে ধারণা: আমরা জানি একজন ভ্রমন গাইডকে অবশ্যই ভ্রমনের এলাকা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হয়। রংপুর এলাকার প্রতি বিষয় পরিচিতি করণে আমাদের রয়েছে অনন্য দক্ষতা। কারণ আমরা আগে থেকেই রংপুরের সকল ভ্রমণ স্থান সম্পর্কে অভিজ্ঞ।
  • ভাষা সহায়তা: বর্তমানে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা থেকে প্রচুর ডেলিগেট রংপুর এলাকায় আসছে। তাই ভাষাগত দক্ষতার প্রয়োজনও অধিক। সে দিক বিবেচনা করে আমাদের ভ্রমণ গাইডদের শুদ্ধ বাংলা, ইংরেজী, আরবী, কোরিয়ান, জাপানিজ, মান্দারিনসহ বিভিন্ন ভাষার মানুষের ভ্রমণ স্থান সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
  • দায়িত্ববোধ ও সময়ানবর্তীতা: একজন ভ্রমন গাইডের অবশ্যই প্রচন্ড পরিশ্রমের মানসিকতা থাকতে হয়। ভ্রমনের ক্ষেত্রে সে দলের অভিভাবকের ভূমিকা পালন করে থাকে। তাই তার ভেতর দায়িত্ববোধ থাকতে হবে। পুরো ভ্রমনের ভাল খারাপ অনেকটাই তার উপর নির্ভর করবে। তাই এ বিষয়টি বিবেচনা করে আমরা ভ্রমণ গাইড নিয়োগ করে থাকি।
  • সততা ও বিশ্বাস: ভ্রমন গাইডকে কেবল মাত্র বিশ্বাসের দরুনই একজন ভ্রমণকারী সাথে নিয়ে থাকে। তাই ভ্রমন গাইডকেও সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এ বিষয়টিকে মাথায় রেখেই সেবারু ট্যুর গাইডের পথচলা।
  • ট্রান্সপোর্ট সুবিধা: ঢাকা থেকে যদি একটি গ্রুপ নিয়ে আসতে চান তবে মিনি বাসসহ প্যাকেজ সুবিধা রয়েছে।
  • অন্যান্য সুবিধাসমূহ: আমাদের ভ্রমণ গাইডের ভাল ছবি তোলার দক্ষতা রয়েছে, সাখে ক্যানোন ডিজিটাল ক্যামেরাও রয়েছে। যে কোন অবস্থা, বিপদ আপদের বিষয়ে সচেতনতাও রয়েছে। এবং কোন বিরুপ পরিস্থিতির সম্মুখিন হলে আল্লাহর রহমতে তা কাটিয়ে উঠার দক্ষতাও রয়েছে।

আমাদের অন্যান্য সেবা সমূহ:

শুধু ভ্রমণ গাইড-ই নয়, আমাদের সেবার পরিধি আর ব্যাপক। নিচে সে সম্পর্কে উল্লেখ করা হল-নিজস্ব হোটেল ব্যবস্থাপনা থেকে শুরু হলিডে প্যাকেজ, টিকেট সার্ভিস, হোটেল বুকিংসহ নানাবিধ।

টিকেটিং সেবা: রংপুরে আসা পর্যটকদের অনলাইনে বিমানের টিকেট প্রদানের সেবা। বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশসহ বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা, রিজেন্ট ও নভো এয়ার যাত্রী পরিবহন করছে।
এ সকল বিমানের বুকিং কনফার্ম করতে কল করুন (মোবাইল ও হোয়াটসআ্যাপ) 01711981051 (১০-১০ পিএম)।

হোটেল ও গেস্ট হাউজ বুকিং: পর্যটকদের জন্য হোটেল বুকিং এর সুবিধা রয়েছে। সে ক্ষেত্রে ভ্রমণ তারিখে যত আগে বুকিং করা যায় তত কম মূল্য ও বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে।

হলিডে ভ্রমণ প্যাকেজ:

ভ্রমণ প্যাকেজ ০১: রংপুর ও এর পাশ্ববর্তী এলাকা/ ১ দিন/ ১ রাত।
তাজহাট জমিদার বাড়ি, রংপুর কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর টাউন হল, রংপুর চিরিয়া খানা। চিকলির বিল, সেনাবাহীনির ভ্রমণ কেন্দ্র প্রয়াস, ঘাঘট, শতরঞ্জী পল্লি।
ফ্রি: ভ্রমণকারী ১ জন হলে বাইকসহ বাইকার। দুপুরের হোমমেড খাবার। বিকেলের হালকা নাস্তা।

অন্যান্য ভ্রমণ সেবাসমূহ:

  • বান্দরবান ভ্রমণ
  • কক্সবাজার ভ্রমণ
  • সিলেট ভ্রমণ
  • সাজেক ভ্রমণ
  • রাঙ্গামাটি ভ্রমণ
  • রাঙামাটি ভ্রমণ
  • খাগড়াছড়ি ভ্রমণ

কোন পরামর্শ বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন বা খুব প্রয়োজনে মোবাইল করতে পারেন।
রংপুর ভ্রমণ গাইড ও প্যাকেজ সম্পর্কে বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন
মোবাইল: 01711981051 (হোয়াটসঅ্যাপ) (সকাল ১০ টা থেকে রাত ১০টা)
বি:দ্র: লেখাটি কপি না করার জন্য অনুরোধ করছি, তবে পোস্টের লিংক দিলে বৈধ হবে।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top