রসায়নে ভর্তি ও ক্যারিয়ার সম্পর্কে জনার আগে জানতে হবে রসায়ন (Chemistry) এর পঠিতব্য বিষয় গুলি হল কি কি।
এটি মূলত বিশুদ্ধ বিজ্ঞানের একটি শাখা বিধায় রসায়নের পাঠদান একেবারে গোড়া থেকেই শুরু হয়।
উচ্চ মাধমিকের সিলেবাসগুলোর বিষয়সমূহকে বিস্তারিত পড়ানো হয়্ আর তখনই শুরু হয় রসায়নের মূর উচ্চতর শিক্ষা।
কোথায় রসায়নে ভর্তি হবেন?
ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রামসহ সাধারণ সকল সরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে এই বিষয়টি পাড়নো হয়। সেদিক থেকে এটি বেশ Common Subject । প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এ সাবজেক্টে পড়ার সুযোগ নাই বল্লেই চলে।
তবে কানাডা, আমিরিকা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আছে।
রসায়নের চাহিদা ও ভবিষ্যত
প্রকৃতপক্ষে বিশুদ্ধ রসায়নের চেয়ে বর্তমানে ফলিত রসায়ন, রাসাযনিক প্রযুক্তি বিষয়গুলোর চাহিদা অনেক বেশি। এর কারণ Pharmaceutical Industry, Chemical industry এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানসমূহ। তবে এই বিষয়ের মূল চাহিদা শিক্ষকতা, উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রেই দেখা যায়। এছাড়া BCS এ তো যেকোন বিষয় থেকেই দেয়া যায়। Rating বলতে গেলে এর স্থান মাঝামাঝি।
স্কলারশীপ সুবিধা
বৃত্তি মূলত উচ্চ শিক্ষার জন্য প্রযোজ্য যা গবেষনার জন্যই প্রদান করা হয়। মূরত বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি দেয়া হয়। Australlia, Canada, UK, USA, Japan ও Korea- তে Scholarship পাওয়া যেতে পারে যার সবই Postgraduate শিক্ষার জন্য। এছাড়া শিক্ষকদের জন্য Scholarship রয়েছে।
চাকুরি সুযোগ কেমন?
এ সাবজেক্টে পড়াশোনা শেষ করে চাকুরীর জন্য নিম্নোক্ত Option গুলো থাকতে পারে,
- শিক্ষকতায় ভালো ফলাফল করলে বিশ্ববিদ্যালয়, নয়তো স্কুল ও কলেজে, BCS সাপেক্ষে সরকারি কলেজে।
- শিল্প প্রতিষ্ঠানে মান নিয়ন্ত্রক ও অন্যান্য চাকুরি, মুলত ফরিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বা ফার্মেসীর প্রধান্য।
- সাধারণ BCS শিক্ষকতা ছাড়াও BCS -এর যেকোন অঙ্গনে চাকুরি রয়েছে যার সাথে রসায়নের কোন সম্পর্ক নেই।
- সরকারি গবেষণা প্রতিষ্ঠানসমূহ BCSIR, BSTI ও অন্যান্য সরকারি চাকুরি।
রসায়নে ভর্তি প্রস্তুতি বিষয়ক কনসালটেন্সি সেবা:
বি. এম. এস. সি. এল. ইউজিসির তালিকা ভূক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে স্টুডেন্ট ভর্তি বিষয়ে কনসালটেন্সি প্রদান করে থাকে।
এখানে ভর্তির পূর্বেই শিক্ষার্থীর যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সাবজেক্ট ও ইউনিভার্সিটি সিলেক্ট করে দেওয়া হয়।
স্টুডেন্ট ভর্তির পূর্বে বিশ্ববিদ্যালয়ের ব্যায় ও জীবন যাত্রা সম্পর্কে বিস্তারিত ধারণা ও তথ্য দিয়ে থাকে।
বি. এম. এস. সি. এল. পড়াশোনা শেষ হওয়া পযর্ন্ত নানা ধরনের সেবা প্রদান করে, এতে করে ভর্তির পর স্টুডেন্টকে ভোগান্তিতে পড়তে হয় না।