Shebaru

Study Abroad From Bangladesh

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ তথ্য সেবা

কেন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন? কিভাবে যাবেন এবং কোন দেশে পড়তে গেলে আপনার জন্য ভালো হবে?
এই সকল বিষয়ে সঠিক ও সহজ পরামর্শ পাওয়া খুব জরুরী। আর এজন্যই আমরা বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসার জন্য শিক্ষার্থীদের
বিদেশী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ বা ছাড়া ভর্তির অনলানই আবেদন সেবা প্রদান করছি। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ স্টুডেন্ট এ্যাডভাইজার।

বিদেশে উচ্চশিক্ষার জন্য কি কি জানা দরকার?

  • কেন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করবেন?
  • কিভাবে বিদেশে স্টুডেন্ট ভিসা পাবেন?
  • স্কলারশিপ পাওয়ার জন্য করণীয় কি?
  • ভাষা দক্ষতা কেমন লাগে?
  • বিদেশে পড়াশোনার খরচ কেমন?
  • সঠিক কোর্স নির্বাচন করবেন কিভাবে?
  • কোন দেশে বিনা বেতনে পড়াশোনার সুযোগ আছে?
  • বিদেশে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজের সুযোগ আছে কি?

যে সকল দেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ লাভের সুযোগ আছে

বাংলাদেশে শিক্ষার্থীরা যেসকল দেশে সবচেয়ে বেশি যায় তার একটি তালিকা দেওয়া হল। তবে এর বাইরেও যায়, কিন্তু কম ।
যাইহোক নিচের ক্রমঅনুসারে সাজানো দেশ গুলো উপরে ক্লিক করে সংশ্লিষ্ঠ দেশ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  1. আমেরিকায় উচ্চশিক্ষা
  2. কানাডায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ
  3. ইংল্যান্ডে উচ্চশিক্ষা (ইউকে)
  4. অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা
  5. মালয়েশিয়ায় উচ্চশিক্ষা
  6. ইন্ডিয়া উচ্চশিক্ষা
  7. চায়না স্কলারশীপ ও উচ্চশিক্ষা
  8. বেলজিয়ামে স্কলারশিপ
  9. তুরস্কে উচ্চশিক্ষা
  10. নেদারল্যান্ডে উচ্চশিক্ষা ও স্কলারশিপ
  11. জার্মানীতে উচ্চশিক্ষা
  12. হাঙ্গেরীতে উচ্চশিক্ষা
  13. পোল্যান্ডে উচ্চশিক্ষা
  14. সুইডেনে উচ্চশিক্ষা ও স্কলারশিপ
  15. নিউজিল্যান্ডে স্কলারশিপ
  16. দুবাইতে উচ্চশিক্ষা ও স্কলারশিপ
  17. সৌদি আরবে স্কলারশিপ
  18. মধ্যপ্রাচ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ
  19. ইতালিতে উচ্চশিক্ষা
  20. স্পেনে উচ্চশিক্ষা ও স্কলারশিপ
  21. ডেনমার্কে উচ্চশিক্ষা ও স্কলারশিপ
  22. রাশিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ
  23. সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা
  24. মাল্টায় উচ্চশিক্ষা
  25. জাপানে উচ্চশিক্ষা
  26. দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা

যা আগে জানা জরুরী!

বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আগে নিচের বিষয় গুলো সম্পন্ন করেছেন কিনা, মিলিয়ে নিন। আর তা না হলে বিপদেও পড়তে পারেন।
সুতরাং মনোযোগ সহকারে নিচের অংশটি পড়ুন।

  • ইংরেজীতে দক্ষতা অর্জন করা। তবে চীন, জাপান, জার্মানী, ফ্রান্স এসব দেশে যেতে চাইলে ঐ দেশের ভাষাটা শিখে নেয়া ভালো। প্রয়োজনে GRE, SAT, GMAT বা TOFEL প্রস্তুতি গ্রহণ করা।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইংরেজীতে করিয়ে নিতে হবে।
  • পাসপোর্টে যাতে কোন সমস্যা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেশিন রিডেবল পাসপোর্ট হওয়া দরকার।
  • যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তার খরচ জোগার করা। যদি কর্তৃপক্ষ মনে করে ব্যয়ভার বহন করা শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়,
    তাহলে ভিসা মিলবে না।
  • কোন এডুকেশন কনসালটেন্সি ফার্মের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে চাইলে আগে তাদের সম্পর্কে খোঁজ খবর নেয়া।

আপনি কি ইউএসএ তে কেরিয়ার উচ্চশিক্ষা ও বসবাসের জন্য আগ্রহী? সেবারু ডট কম আছে আপনার পাশে। its সহ আইএলটিএস ছাড়া ডুয়েল ইঙ্গো অথবা এম ও আই দিয়ে এপ্লাই ও এডমিশনের ব্যবস্থা করে থাকি। ভিসা প্রসেসিং ও অ্যাডমিশনের জন্য নিচের দেওয়া লিংকে যোগাযোগ করুন।

আমাদের অন্যন্য সেবাসমূহ-

  • বৃত্তির ব্যবস্থা,
  • ফাইল প্রস্তুত, এসওপি লেখা,
  • হলফনামা, সম্পদ মূল্যায়ন,
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা,
  • দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট সেট,
  • ইন্টারভিউ প্রশিক্ষণ,
  • প্রি-ডিপারচার প্রক্রিয়া নিশ্চিত করা ও প্রশিক্ষণ,
  • বিমানবন্দর পিকআপ পরিষেবা,
  • হোস্টেলে থাকার ব্যবস্থা,
  • আগমনের পরে সহায়তা।

সেই সাথে নিম্নক্ত সেবা গুলোও পাবেন

১. ফ্রি মূল্যায়ন ও কাউন্সিলিং সেবা

প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সঠিক কোর্স এবং প্রতিষ্ঠান বেছে নিতে গাইড করে। যা তাদের লক্ষ্য এবং কর্মজীবন পরিকল্পনার সাথে
মেলে। অধিকিন্তু, প্রত্যেক শিক্ষার্থীর একটি পৃথক মূল্যায়ন টেস্ট তারা নেয়। যাতে সেই শিক্ষার্থী কোর্সটির জন্য যোগ্য কিনা, তা
নির্ধারণ করা সম্ভব হয়। শিক্ষার মান ও শিক্ষার্থীর দ্বায়িত্ব তাদের মূল মন্ত্র। তাই তা সঠিকভাবে করতে এই পদ্ধতি অনুসরন করা
হয়। যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা।

২. ভর্তি ও অফার লেটার সেবা

সংস্থাটি স্টুডেন্ট এর জন্য নির্ভুলভাবে আবেদন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। যাতে শিক্ষার্থীরা দ্রুত ভর্তি ও অফার লেটার পেতে
পারে।বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে থেকে তারা বিনামূল্যে অফার লেটার নিয়ে আসে। তারা আপনাকে 3 কার্যদিবসের মধ্যেও অফার
লেটার এনে দিতে সক্ষম। আর এই বিশ্বস্ত পরিসেবাই তাদের করেছে অন্যন্য অন্যান্য সংস্থা থেকে।

৩. ভিসা প্রসেসিং সেবা

নতুন ভিসা ব্যবস্থায় শিক্ষার্থীরা যেন ২ সপ্তাহের মধ্যে ভিসার অনুমোদন পেতে পারে, সেই সেবা প্রদান করে সংস্থাটি বিশ্বস্ততার
সাথে। মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় এবং অভিবাসন বিভাগ ভিসা অনুমোদনের সম্পূর্ণ প্রক্রিয়া প্রক্রিয়া করার জন্য ইএমজিএস
সিস্টেম চালু করেছে। আর এর ফলে মালয়েশিয়াতে ভিসা প্রসেসিং এখন আরো সহজতর আর উন্নত হয়েছে। যা শিক্ষা ব্যবস্থাকে
অন্য পর্যায়ে নিয়ে গেছে।

৪. বিমানের টিকেট সেবা

একজন স্টুডেন্ট এর সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষে, শিক্ষার্থীদের বিমানের টিকিট কিনতে সাহায্য করে ট্রাস্ট গ্লোবাল স্টাডি। মূলত
একটি তৃতীয় পক্ষের সহযোগীয়, তারা সস্তা মূল্যের পাশাপাশি ভাল ডিসকাউন্ট দিয়ে বিমানের টিকিট প্রদান করে। আর তাদের
বিদেশ যাত্রার পথ সুগোম করে এই পরিষেবা দান করে।

৫. বিমানবন্দর পিকআপ ও বাসস্থান সেবা

বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া শিক্ষার্থীরা মালয়েশিয়ার বিমানবন্দরে অভিবাসন ছাড়পত্র পেতে পারে না। আর সে জন্য সংস্থাটি
আপনার জন্য সমস্ত প্রয়োজনীয় কাগজের ব্যবস্থা করে দিবে। যাতে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি শিক্ষা জীবন শুরু
করতে পারেন।

৬. ক্রেডিট ট্রান্সফার সেবা

সাধারনত একজন শিক্ষার্থী হয় এইএসসি এর সমইয়, বা তার পরে উচ্চশিক্ষার জন্য বাহিরে যায়। তবে কিছু ছাত্র-ছাত্রী শিক্ষা
জীবনের মাঝেই বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে। আর তাদের জন্য বিশেষ সেবা এই ক্রেডিট স্থানান্তর। যদি কোন শিক্ষার্থী
মালয়েশিয়া থেকে অন্য দেশে ক্রেডিট ঘন্টা স্থানান্তর করতে চায় তবে তারা এই বিষয়ে সম্পূর্ণ সহায়তা প্রদান করে। যাতে
তার শিক্ষাজীবন বিঘ্নিত না হয়।

৭. বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া

বিদেশে তো বটেই দেশেও প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও কলেজেও ভর্তির জন্য জন্য আজকাল অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। তাই দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য অনলাইন আবেদনের নিয়ম জানা আবশ্যক। সামনেই আসছে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট লেভেলের ভর্তি আজকের আলোচনায় দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অনলাইন আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপের জন্য বিস্তারিত বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া…

যে চারটি বিষয় জেনে আমরা পরামর্শ প্রদান করি

বাংলাদেশে বেশ কিছু স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে অবশ্যই ভালো-খারাপ আছে। যদি আপনি সত্যিই প্রতারণার হাত থেকে বাঁচতে চান,
এবং দৃঢ় সিন্ধান্ত নেন পড়াশোনার জন্য বিদেশে যাবেন তাহলে আগে ভেবে দেখুন আপনার
১. একাডেমিক যোগ্যতা,
২. অর্থনৈতিক সামর্থ্য,
৩. ভাষা দক্ষতা
৪. উদ্দেশ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা কি।

এই চারটি বিষয় অনুসারে কোর্স ও ইউনিভার্সিটি ঠিক আছে কিনা। অন্যথায় কারো প্ররোচনায় পড়ে আপনার যে যোগ্যতা নেই সেই অফার নিয়ে
বিদেশে পড়তে গেলে কিন্তু সমস্যা হওয়ার আশঙ্কা অনেক বেশি!
এ বিষয়ে সঠিক গাইডলাইন পেতে অনলাইন কাউন্সিলিং এর মাধ্যমে ফ্লাই করার পূর্বে বিদেশী বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট দেশের জীবন যাত্রা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রি তেই এ সেবাটি প্রদান করা হয় যাতে করে বিদেশ যাওয়ার পর স্টুডেন্টকে কোনো ভোগান্তিতে পড়তে হয় না।

নিচের লিংক এ ক্লিক করে ফ্রি অনলাইন কাউন্সিলিং সেবা নিন এখনি-

যে সকল প্রশের উত্তর পাবেন

✅ কেন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করবেন?

✅ স্টুডেন্ট ভিসার ধাপ সমূহ?

✅ স্কলারশিপ পাওয়ার জন্য করণীয় কি?

✅ ভাষা দক্ষতা কেমন লাগে?

✅ বিদেশে পড়াশোনার খরচ কেমন?

✅ সঠিক কোর্স নির্বাচন করবেন কিভাবে?

✅ বিদেশে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজের সুযোগ আছে কি?

✅ IELTS ছাড়াই এপ্লাই করা যায় কিনা?

✅ স্ট্যাডি গ্যাপ এক্সেপ্টেড কি না?

✅ Bank Statement লাগে কি না?

✅ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডায় ক্রেডিট ট্রান্সফারের সুযোগ আছে কি না?

বিস্তারিত জানতে:

 কল করুন: 01897984423, 01897984422 (হোয়াটস এ্যাপ আছে)

ধানমণ্ডি: সেবারু, সপ্তক স্কয়ার, বাড়ী নং- ২, লেভেল- ৭, রোড- ১৬ (পুরাতন ২৭), ধানমণ্ডি, ঢাকা-১২০৫।

মোহাম্মদপুর : বসিলা রোড, ঘাটারচর বাসস্ট্যান্ট, ঢাকা।

#malaysiastudy #studymalaysia #scholarshipinmalaysia #studyinmalaysia #mbbsinmalaysia studyabroad #StudyinIndia #studyinusa #studyinaustralia #studentvisaexpert #studyineurope #studyinchina #studyinuk #studyinmalaysia #studentvisaconsultant #studentvisa #studyincanada


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What\’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top