রাশিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া, অর্থনীতির দিক থেকেও যার অবস্থান রয়েছে শীর্ষে। ১৪০ মিলিয়নেরও অধিক জনসংখ্যা নিয়ে নবম স্থানে অবস্থান করছে দেশটি। এর ভূমি হিসেব করলে ১৭ মিলিয়ন কিলোমিটারেরও বেশি জায়গা নিয়ে এর বিস্তৃতি। ইতিহাসবহুল, ঐতিহ্যতে ভরপুর, বৈচিত্র্যময় সংস্কৃতিতে পরিপূর্ণ দেশটি। সাম্প্রতিক কিছু বছর ধরে রাশিয়া শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের সেরা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের সবচেয়ে শিক্ষিত জনসংখ্যা রয়েছে দেশটিতে; যেখানে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ উচ্চশিক্ষা পায়। তাই প্রতিবছরই সারা বিশ্ব থেকে ২ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রাশিয়াকে অধ্যয়নের গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে। এছাড়াও জেনে নেওয়া ভালো যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং এ শীর্ষ ৫০০ এর তালিকায় দেশটির ১৭ টি বিশ্ববিদ্যালয় অবস্থান করছে। এত অধিক সংখ্যক শিক্ষার্থী আকর্ষনের পিছনে দেশটির রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং স্বল্প সময়ে ভাষা শেখারও দারুণ সুযোগ। রয়েছে পর্যাপ্ত স্কলারশিপের সুযোগ তাই একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য রয়েছে অপার সম্ভবনা। স্কলারশিপের জন্য বিশ্ববিদ্যালয় গুলোতে সাধারণত তিনটি প্রোগ্রামে তাদের কোর্সগুলো অফার করে-স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল।

বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন

দেশটিতে ১১৮১ টি বিশ্ববিদ্যালয় রয়েছে। টপ কিছু বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না করলেই নয়। Lomonosov Moscow state University, Novosibirsk State University,Saint Petersburg State University, Tomsk State University, Moscow Institute of physics and technology state University. আপনি আপনার কোর্স বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘেটে বেছে নিতে পারেন কোন কোর্সটি আপনি করতে চান। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো দুইশোরও অধিক কোর্স প্রদান করে থাকে। উল্লেখযোগ্য কোর্স সমূহের মধ্যে রয়েছে মেডিসিন, ডেন্টিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ইত্যাদি। শুধু আপনাকে আপনার পছন্দ অনুযায়ী কোর্সটি বেছে নিতে হবে। এছাড়াও প্রফেশনাল কাজের সুবিধার্তে যেকোনো কোর্সে অধ্যয়নেরও রয়েছে পর্যাপ্ত সুযোগ।
ভাষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত রাশিয়ান ভাষায় তাদের বেশিরভাগ কোর্সগুলো প্রদান করে। কিছু কিছু কোর্সে আবার ইংরেজি ভাষাও চালু রয়েছে। তবে ভয় পাবার কিছু নেই রাশিয়ান ভাষা শেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে এবং ভাষা শেখার আলাদা কোর্সও বহাল থাকে। ভাষা নিয়ে আরেকটি কথা না বললেই নয় কোর্স গুলিতে ভাষা দক্ষতার কোনো সার্টিফিকেট খুব একটা চায় না (আইএলটিএস/ টোফেলের খুব একটা প্রয়োজন পরেনা)। তবে মাস্টার্সের ক্ষেত্রে MOI (medium of instruction) সার্টিফিকেট দিয়ে আবেদন করা সম্ভব।
টিউশন ফি ও অন্যান্য খরচ
অন্যান্য দেশের থেকে তুলনামুলক কম খরচে একজন শিক্ষার্থী তার শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে। ইউরোপ, আমেরিকা, সুইডেন ইত্যাদি দেশ গুলোতে পড়াশোনা করতে আপনার যে টিউশন ফি যাবে তার চার ভাগের এক ভাগ দিয়ে একই মানের শিক্ষা গ্রহণ করতে পারবেন এই রাশিয়াতেই।
ব্যাচেলর অথবা মাস্টার্সের ক্ষেত্রে সাধারণত বছরে ৫০০০ ইউরোর কম পরবে এবং অনেকক্ষেত্রে বছরে ২০০০ ইউরোরও কম হতে পারে।
আবাসন ব্যবস্থার কথা বললে বিশ্ববিদ্যালয় ডর্মেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থাকার পর্যাপ্ত সুব্যবস্থা রয়েছে।
আর আবাসন খরচ সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি ধরনের শহরের থাকবেন। বড় শহরগুলোতে অবশ্যই ছোট শহর/ রিমোট এরিয়াতে যেসব বিশ্ববিদ্যালয় তার থেকে খরচ একটু বেশিই পরবে। আনুমানিক হিসাব ধরা যায় ২৫০০ থেকে ৪৫০০ ইউরো বছরে।

স্কলারশিপ ও ফান্ডিং

রাশিয়ান সরকার ছাড়াও বেসরকারি কিছু শিক্ষা প্রতিষ্ঠান (বলা যায় প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ই) আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে। স্কলারশিপগুলোর উল্লেখযোগ্য সুবিধা গুলোর মধ্যে রয়েছে যেমন- আপনার সম্পূর্ণ টিউশন ফি তারা বহন করবে, মাসিক স্টাইপেন্ড দিবে (যেটার পরিমান অবশ্য অন্যান্য দেশের তুলনায় কম), লিভিং খরচেও থাকবে ডিসকাউন্ট, এছাড়াও সবচেয়ে বড় সুবিধা আইএলটিএস এর তেমন বাধ্যবাধকতা নেই, যেই কোর্স নিয়ে আপনি পড়বেন বিশ্ববিদ্যালয়ই সেই কোর্স সম্পর্কিত বই প্রদান করবে এবং কোর্স শেষে আপনি সেগুলো ফেরত দিয়ে আসবেন।
আরেকটি স্কলারশিপের কথা না বললেই নয় “রাশিয়ান ওপেনডোর স্কলারশিপ” যেটা গ্লোবাল ইউনিভার্সিটি সমিতি এবং রাশিয়ান শিক্ষা ও মন্ত্রণালয়ের সহযোগিতায় মাস্টার্স ও পিএইচডির জন্য বৃত্তি প্রদান করছে। যা অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা এই বৃত্তি অর্জন করে নিয়ে থাকে।
এছাড়াও উল্লেখযোগ্য কিছু স্কলারশিপঃ
MIPT Russia Government and Other Scholarship
Skoltech Russia Masters and Phd Financial aid for international students
Russian Federation Masters Scholarship in Strategic Corporate Finance Programme
Master’s Scholarships at HSE University, Russia

আবেদনের সময়কাল

বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি আবেদনের সময়কাল বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হয়৷ সাধারণত বছরে দুটো সেমিস্টার থাকে। প্রথম সেমিস্টারের আবেদনের সময়কাল জানুয়ারি থেকে জুলাই। অনেকসময় এটা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্তও হয়ে থাকে। দ্বিতীয় সেমিস্টারের আবেদনের সময়কাল সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। আরেকটি সাধারণ বিষয় যে এখানে ব্যাচেলর প্রোগ্রাম ৪ বছরের, মাস্টার্স ২ বছর এবং পিএইচডির ক্ষেত্রে ৩ থেকে ৫ বছর।

স্টুডেন্ট ভিসার পরামর্শ চান?

তাহলে গুগল ফরম টি পুরন করুন এখনি… এখানে ক্লিক করুন

অথবা যোগাযোগ করুন এখানে…

আমাদের ফেসবুক গ্রূপ এ যুক্ত হোন:
স্টুডেন্ট ভিসা সম্পর্কে যোগাযোগ করতে “স্টূডেন্ট ভিসা হেল্পলাইন” ফেসবুক গ্রুপ এ জয়েন করুন।
এই গ্রুপে পাবেন সকল দেশের স্কলারশিপ তথ্য। আবার মতামত ও প্রশ্ন করতে পারবেন যে কোন সময়।
গ্রূপ লিংক: www.facebook.com/groups/studentvisahelpline

প্রয়োজনীয় ডুকমেন্টস ও যোগ্যতা

প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়তে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে এবং সেটা বিশ্ববিদ্যালয়ভেদেও ভিন্ন হয়। তবুও কমন কিছু বিষয় তুলে ধরছি।

রাশিয়ান বিশ্ববিদ্যালয় গুলো জিপিএ এর ক্ষেত্রে ৫০% নাম্বার আপনার ঝুলিতে থাকলে আপনি অবশ্যই আবেদন করার যোগ্য
পূর্বেই বলে নিয়েছি আইএলটিএস/ টোফেলের কোনো প্রয়োজন নেই। রুশ ভাষার কোর্সগুলোর জন্য অবশ্যই ভাষা শিখে নিতে হবে। তবে কিছু ইংরেজি ভাষার কোর্সে সরাসরি আবেদন করার সুযোগও রয়েছে।
যেসব ডকুমেন্টস সমূহ যেগুলো সফট কপি হিসেবে পাঠানো হয় (হার্ডকপিও ক্ষেত্র বিশেষে পাঠানোর প্রয়োজন পরতে পারে)। ডকুমেন্টস গুলো যেমন পাসপোর্ট, একাডেমিক ডকুমেন্টস (সত্যয়িত করা থাকতে হবে), মেডিকেল সার্টিফিকেট, অনলাইন এপ্লিকেশন, পাসপোর্ট সাইজের ছবি, রাশিয়ান ভাষা দক্ষতার সনদ (যদি থাকে), ইংরেজি ভাষা দক্ষতার প্রমান, দুটো রিকমেন্ডেশন লেটার, যেকোনো ধরনের এক্সট্রা কারিকুলার কার্যক্রমের সনদ, সিভি, SOP, মোটিভেশনাল লেটার, রিসার্চ প্রপোজাল (মাস্টার্স অথবা পিএইচডির জন্য) ইত্যাদি।

এপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে আরেকটি বিষয় একডেমিক ডকুমেন্টস গুলো অনেকসময় তারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হিসেবে চায়। অর্থাৎ সেক্ষেত্রে রাশিয়ান ভাষায় অনুবাদ করে পাঠাতে হবে।

ভিসার জন্য আবেদনের নিয়মাবলি এবং প্রয়োজনীয় কাগজপত্রঃ

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় কতৃক যখন আপনি যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ অফার লেটারটি হাতে আসলেই রাশিয়া দূতাবাসে ওয়েবসাইট পোর্টালে ভিসার জন্য আবেদন করতে হবে। অবশ্যই আবেদনের জন্য একটা ফি প্রয়োজন সেটাও মাথায় রাখতে হবে। সব ডকুমেন্ট সমূহ সঠিক ভাবে জমা দিতে পারলে ভিসা পেতে খুব একটা বেগ পেতে হবে না আপনাকে। জেনে নেওয়া যাক ডকুমেন্টস গুলো কি কি-
ভিসা ফর্ম
একাডেমিক ডকুমেন্টস
অফার লেটার
আবাসন তথ্য (কোথায় থাকা হবে সে ব্যাপারে বিস্তারিত)
বিশ্ববিদ্যালয় কতৃক ইনভাইটেশন লেটার
পাসপোর্ট
ছবি
ভাষা দক্ষতার প্রমান (আইএলটিএস/টোফেল)
৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
মেডিকেল সার্টিফিকেট (সাথে এইচআইভি টেস্ট এর রিপোর্টও সাধারণত এরা চেয়ে থাকে)
পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট

রাশিয়ান দূতাবাস ওয়েবসাইটটিতে ঢু মারলেই কতদিন সময় লাগে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আরো বিস্তারিত জানতে পারবেন।

কাজের সুবিধা ও স্থায়ী বসবাস

রাশিয়াতেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জবের সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে ভাষা জানা থাকলে বেশ উপকার পাওয়া যাবে। নতুবা কাজ পাওয়া একটু কঠিনই হয়ে যাবে। সামার সিজনে কোনোরকম অনুমতি ছাড়াই জব করা যাবে। কিন্তু অন্যান্য সময়ে ফেডারেল মাইগ্রেশন অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করে আবেদন করতে হবে এবং অনুমতি পেলেই আপনি কাজে যোগদান করতে পারবেন।

স্থানী হওয়ার ক্ষেত্রে দেখা যায় অবশ্যই রাশিয়ান ডিগ্রি এবং বাস্তবিক অভিজ্ঞতা যদি ১ বছর হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। আবার আপনি যদি গ্রাজুয়েশন সম্পন্ন করার পর রাশিয়াতে কোনো জবে ঢুকে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ক ভিসা পেতে হবে এবং আপনার কর্মক্ষেত্র থেকে অফার লেটারটি ভিসা এপ্লিকেশনের সাথে প্রদান করতে হবে। তাহলেই থাকার অনুমতি মিলবে একজন রাশিয়ান প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে। যখনই আপনি তা পরিবর্তন করতে চাবেন সাথে সাথেই আপনাকে রাশিয়া ত্যাগ করতে হবে।

পরিশেষে,
আমরা ইতোমধ্যেই জেনেছি যে, উচ্চশিক্ষার জন্য অন্যতম মানসম্পন্ন দেশগুলোর মধ্যে একটি রাশিয়া। পড়াশোনার মান, জীবনযাত্রার মান সহ নানাবিধ বিষয় মিলিয়ে রাশিয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুকূল। তাই পরিশ্রম করুন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘাটুন। এবং নিজের জন্য একটি স্কলারশিপ যোগাড় করুন। এছাড়াও আপনার মনে যদি এ সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থেকে থাকে তবে এক্ষুণি তা কমেন্ট বক্সে করে ফেলুন। আর বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *