অনলাইন আবেদন

বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া

বিদেশে তো বটেই দেশেও প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও কলেজেও ভর্তির জন্য জন্য আজকাল অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। তাই দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য অনলাইন আবেদনের নিয়ম জানা আবশ্যক। সামনেই আসছে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট লেভেলের ভর্তি আজকের আলোচনায় দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অনলাইন আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপের জন্য অনলাইন আবদনের নিয়ম সম্পর্কে আলোচনা করার প্রয়াস পাব।

দেশের বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবারে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে সমন্বন্বিত ভর্তি পরিক্ষা নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন, আর্থিক সাশ্রয়, পরীক্ষা দিতে গিয়ে আবাসনের সমস্যা নিরসন এরকম বহুবিধ কারণে দীর্ঘদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ বিষয়ে একমত হয়েছেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য, মহামান্য রাষ্ট্রপতিও সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে তার অভিপ্রায় স্পষ্ট করে ব্যক্ত করেছেন।

এবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিপূল সংখ্যক ভর্তীচ্ছু শিক্ষার্থীর ভর্তির জন্য গণপরিবহনে ব্যাপক যাতায়াতের ফলে করোনার প্রকোপ বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে। ফলে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা গ্রহণ করার বিষয়টি আরও অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেটি যদি অনলাইনে করা যায় সে বিষয়ে আলোচনাও চলছে। চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাদে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ করে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এর মধ্যেই বেশ কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন গ্রহণ করছে। পযাক্রমে সেগুলো উল্লেখ করছি।

স্টুডেন্ট ভিসার পরামর্শ চান?

তাহলে গুগল ফরম টি পুরন করুন এখনি… এখানে ক্লিক করুন

অথবা যোগাযোগ করুন এখানে…

আমাদের ফেসবুক গ্রূপ এ যুক্ত হোন:
স্টুডেন্ট ভিসা সম্পর্কে যোগাযোগ করতে “স্টূডেন্ট ভিসা হেল্পলাইন” ফেসবুক গ্রুপ এ জয়েন করুন।
এই গ্রুপে পাবেন সকল দেশের স্কলারশিপ তথ্য। আবার মতামত ও প্রশ্ন করতে পারবেন যে কোন সময়।
গ্রূপ লিংক: www.facebook.com/groups/studentvisahelpline

ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। এখন থেকে সকল বর্ষের শিক্ষার্থীরাই এই ব্যবস্থার মাধ্যমে অনলাইনে নিজ নিজ ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবে। এবং প্রয়োজনীয় ফিসমূহ বিকাশ, রকেট অথবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবে। এতে করে ভর্তির জন্য তাদের অফিসে বা ব্যাংকে যেতে হবে না।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের জন্য লিংকটি হল- admission.eis.du.ac.bd
  • জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের জন্য লিংকটি হল, ju-admission.org।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের জন্য লিংকটি হল admission.ru.ac.bd/regform/formdown.php
  • উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের জন্য লিংকটি হল https://osaps.bou.edu.bd/
  • চিটাগাং বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের জন্য লিংকটি হল https://admission.cu.ac.bd/

মেডিকেল ও ডেন্টল কলেজে ২০২০-২০২১ অনলাইন ভর্তি:

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২০ প্রকাশ করেছে। এটি মেডিকেল-ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২০ নামে অভিহিত। এই নীতিমালা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস-বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কার্যকর হবে। অনলাইন আবেদনের জন্য তথ্য পাওয়া যাবে mefwd.gov.bd নামক এই ওয়েবসাইটে।

বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন:

আলোচিত করোনা ভাইরাসের কারণে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশন (ইউজিসি)। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন ইউজিসি ওয়েবসাইট: www.ugc.gov.bd

স্কালারশিপের জন্য অনলাইন আবেদন:

কিছু দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে কাগজের ফরমে আবেদনপত্র পূরণ করতে বলবে। কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ও কলেজের স্কালারশিপের জন্য অনলাইনেই আবেদন করতে হয়। যেমন, জাপানের আর্থিক সহয়তায় Project for Human Resource Development Scholarship চালু রয়েছে। যেটি অনলাইনে আবেদন করতে হয়। এখানে এ্যাপ্লাই করার ওয়েব লিংকটি হল, jds-scholarship.org । অর্থাৎ প্রতিটি স্কলারশিপের একটি নিজস্ব আবেদন প্রক্রিয়া রয়েছে। যে যেই বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপের জন্য আবেদন করতে চান সেটির ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়অ বা স্কলারশিপের জন্য যোগ্যতা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সাধারণত একাডেমিক রেজাল্টের ভিত্তিক স্কলারশিপগুলো প্রদান করা হয়। অনেক সময় প্রযোজ্য বিষয়ের উপর ভিত্তি করে একটি প্রবন্ধও জমা দিতে হয়। এছাড়াও অভিনয়, ক্রীড়া, গান এবং বিশেষ প্রতিভা ভিত্তিক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। সে ক্ষেত্রে অবশ্যই যৌক্তিক প্রমাণ উপস্থাপন করতে হবে।

বিদেশে কখন ভর্তির আবেদন করবেন?

আমাদের দেশে যেমন এমএ ডিগ্রী অর্জনের পর চাকুরিতে প্রবেশ করে, বিদেশে কিন্তু তেমনটি নয়। বিদেশে অনার্স কিংবা আন্ডারগ্রাডুয়েট লেভেলের পড়াশোনা শেষ করেই চাকুরীতে প্রবেশ করে। পোস্ট গ্রাজুয়েট তারাই করবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবে। সুতরাং এইচএসসি পাশের পরই বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করা বুদ্ধিমানের কাজ।

সুইডেনে অনলাইনে আবেদন:

সুইডেনে ভর্তি ও স্কলারশিপের জন্য অনলাইন আবেদনের একমাত্র সরকারী লিংকটি হল, www.universityadmissions.se। এ দেশে বছরে দুইবার ভর্তির জন্য আবেদন গ্রহণ করে। জানুয়ারি (অটাম সেশন)। এর আবেদনকাল ১৬ অক্টোবর-১৫ জানুয়ারি পর্যন্ত। অন্যটি আগস্ট (স্প্রিং সেশন)। এর অনলাইনে আবেদনের সময়: জুন মাসের ১ তারিখ থেকে ১৫ আগস্ট পর্যন্ত।

কানাডায় অনলাইনে আবেদন:

কানাডার বিশ্ববিদ্যায়লসমূহ তাদের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি ও স্কলারশিপের যাবতীয় তথ্য প্রকাশ করে থাকে। সুতরাং আপনার লক্ষ্য যদি হয় কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়া, তা হলে অবশ্যই ওয়েবসাইট গুলো নিয়মিত ভিজিট করুন। কারণ, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলিতে ভর্তির সময় ও স্কলারশিপ সংক্রান্ত সকল তথ্য আপডেট থাকে।

মালয়েশিয়ায় স্কলারশিপ লাভের সূযোগ:

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা আছে। তবে স্কলারশিপ লাভের জন্য খুব ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হয়। এবং ইংরেজিতে ভালো দক্ষতার প্রমাণ দিতে হয়। খারাপ রেজাল্ট নিয়ে স্কলারশিপের জন্য শুধু শুধু প্রচেষ্টা করে লাভ নেই। তবে ফুল স্কলারশিপ না পেলেও আংশিক স্কলারশিপের সুযোগ আছে। নিচে মালয়েশিয়ায় পড়ালেখার জন্য যে সকল প্রতিষ্ঠান বৃত্তি দিয়ে থাকে তার একটি তালিকা দেওয়া হল-

  • মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল বৃত্তি: (Malaysian International Scholarship (MIS)
    ওয়েব সাইট: biasiswa.mohe.gov.my/INT/,
  • কমোনওয়েল্থ শিক্ষা বৃত্তি: (COMMONWEALTH Scholarship and Fellowship plan (CSFP)।
  • বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ট: Example: Nilai University Offering 50% scholarship
  • UCSI University offering 45% scholarship, Xiamen University70%, Manipal university, Mahsa University, KDU offering 30% এছাড়াও গবেষণা সহযোগী (Research Assistance ship) লাভ করা যায়।

সর্বপরি কথা হল অনলাইনে আবেদন করতে নিজেকে কম্পিউটার ব্যবহারে একটু দক্ষ হতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখায় পারদর্শী হতে হবে। নিজের কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও সাইবার ক্যাফেতে গিয়ে নিজেই নিজের আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে ল্যাবে ছবি তুলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সাইজ অনুসারে ছবিটি তৈরি করে পেন ড্রাইভে নিয়ে নিতে হবে। আর সকল সার্টিফিকেট, মার্কসিট, ও সিগনেচারের স্কান কপিও পেনড্রাইভে নিয়ে নিতে হবে। যে কেন বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদনের জন্য এগুলো জরুরী। আশা করি উপরে উল্লিখিত নিয়মে নিজের অনলাইন আবেদন নিজেই করতে পারবেন। এতেও কোন সমস্যা হলে সেবারু ডট কম নামক ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। আশা করি এ আলোচনাটি আপনার জন্য উচ্চশিক্ষার স্বপ্নপূরনে সহায়ক হবে। আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *