Shebaru

বাংলাদেশের সেরা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা ২০২৩

বাংলাদেশের সেরা বক্ষব্যাধি বিশেষজ্ঞ

বাংলাদেশের সেরা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা ২০২৩

বক্ষ বা বুক হচ্ছে মানুষের উদরের মাঝখানে অবস্থিত একটি শারীরবৃত্তীয় অঞ্চল। আজকাল বক্ষ ব্যধি ব্যপক আকার ধারণ করেছে। ধরুন রাতের বেলা শ্বাসকষ্ট বা কাশি হচ্ছে। জানেন এর কারণ কি? হাঁপানি বা ব্রংকাইটিস এর জন্য এ সমস্যা হতে পারে আবার হৃদ্‌রোগের কারণেও এমন হতে পারে। তবে প্রশ্ন হল এ ধরনের সমস্যা হলে রোগী কোন বিশেষঙ্গের কাছে যাবে? হাঁ, এধরনের সমস্যার জন্যই রোগী বক্ষব্যাধির বিশেষজ্ঞের কাছে যাবেন। এখন প্রশ্ন হল কোন বক্ষব্যাধি ডাক্তার ভালো? কার কাছে যাবেন? আপনর সুবির্ধার্থে নিচে বাংলাদেশের সেরা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের একটি তালিকা দেওয়া হল। তবে এ তালিকাটিই চুড়ান্ত বলে বিবেচিত নয় কিন্তু!

অধ্যাপক ডা. এস. এম. লুৎফর রহমান-বক্ষব্যাধি বিশেষজ্ঞ

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (পালমোনোলজী), ক্লিনিক্যাল ফেলো, রেসপিরেটরি মেডিসিন ( কানাডা ),
অ্যাজমা, অ্যালার্জি, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ,
অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
চেম্বার: পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ২৪৫/২, নিউ সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা- ১২১৭, বাংলাদেশ।
যোগাযোগ: ০১৭২০১২২৯৯৫,

অধ্যাপক ডাক্তার আলী হোসেন- বক্ষব্যাধি বিশেষজ্ঞ

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (চেস্ট), পালমনোলজি।
অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা, বাংলাদেশ।
চেম্বার:- হাউস নামবার ৬, রোড নাম্বার ৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫, বাংলাদেশ।
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:-০২৫৮৬১০৭৯৩-৮ ।

অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহমদ

এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (বক্ষব্যাধি), গোল্ড মেডেলিস্ট, সহকারী।  অধ্যাপক, বক্ষব্যাধি জাতীয় ইনস্টিটিউট, মহাখালী,
চেম্বার: কমফোর্ট টাওয়ার, 167/বি, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা – 1205, বাংলাদেশ

ডাঃ এফ.এম.  সিদ্দিকী 
অধ্যাপক, DMCH, চেম্বার ল্যাব এইড বিশেষায়িত হাসপাতাল, বাড়ি # 6, রোড # 4, ধানমন্ডি, ঢাকা – 1205, বাংলাদেশ। ফোন  +880-2-8610793-8 

ডাঃ আব্দুল্লাহ-আল-মাহমুদ

সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি # 14/ই, রোড # 6, ধানমন্ডি, ঢাকা- ১২০৫ বাংলাদেশ  +880-2-861720

এছাড়াও স্কয়ার হাসপাতালে বক্ষব্যাধি ডাক্তার পাওয়া যায়।

বাংলাদেশের সেরা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের আরও কিছু নাম

  • ডাঃ আবদুল হামিদ 
  • ডাঃ একেএম মোশাররফ হোসেন, অধ্যাপক
  • অধ্যাপক ডাঃ একেএম মুসা ,অধ্যাপক 
  • ডাঃ একেএম মোস্তফা হোসেন,অধ্যাপক
  • প্রফেসর ডাঃ মির্জা মোহাম্মদ হিরণ,
  • ডাঃ মোঃ আতিকুর রহমান, অধ্যাপক
  • ডাঃ গোলাম মহিউদ্দিন আকবর চৌধুরী, অধ্যাপক
  • অধ্যাপক ডাঃ মহাবুব আনোয়ার
  • ডাঃ মোহাম্মদ এনামুল হক
  • ডাঃ কেসি গাঙ্গুলি 

আরও পড়ুন:

ভারতে মেডিকেল ভিসা তথ্য

বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার ল্যাবএইড
বাংলাদেশের সেরা বক্ষব্যাধি বিশেষজ্ঞ চট্টগ্রাম
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার পপুলার
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার ইবনে সিনা
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার উত্তরা
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার লিস্ট মহাখালী

কেন দেখাবেন বক্ষব্যাধি ডাক্তার?

যক্ষ্মা কিংবা ফুসফুসের সমস্যায় ভুগছেন এমন মানুষের চিকিৎসা করেন বক্ষব্যাধি (Chest Diseases) বিশেষজ্ঞগণ। ফুসফুসের যে কোন সমস্যা কিংবা শ্বাসকষ্টের সমস্যার সমাধানের জন্য আপনাকে বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরী। মেডিকেলের পরিভাষায় একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞকে পালমোনলজিস্ট বলা হয়।

আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারে তালিকা সম্পর্কে আপনার মতামত ও পরামর্শ জানাতে বিনীত আহবান করছি।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top