Shebaru

সেহরির দোয়া: সেহরীর সঠিক নিয়ম

সেহরির দোয়া

সেহরির দোয়া: সেহরীর সঠিক নিয়ম

মাহে রমজানে মুসলমানরা ফরয রোযা পালন করে। রোযা ইসলামের তৃতীয় স্তম্ভ। আর এই রোযা রাখার জন্য সেহরি খাওয়ার প্রয়োজন হয়।
সে কারণে সেহরির দোয়া বা সেহরির নিয়ত জানার জন্য মুসলামানদের বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। যদিও এটি ফরজ নয়।
সেহরি কেউ বলেন সেহেরি আবার কেউ বলেন সাহরী।এটি আরবী শব্দ। শাব্দিক অর্থ, ঊষার পূর্বের খাবার।
পারিভাষায় সেহরির অর্থ হল, ”মুসলিমদের দ্বারা গৃহীত ধর্মীয় ও ঐতিহ্যবাহী খাবার, যা রমজান মাসে বা অন্য কোন দিন সাওম রোজা পালনের উদ্দেশ্যে ফজরের নামাজ বা ঊষার পূর্বে গ্রহণ করা হয়।
হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত। রাসূল সা. বলেছেন, তোমরা সেহরী খাও। কারণ, সেহরিতে বরকত নিহিত।- সহিহ বুখারী
আল্লাহ তায়ালা সেহরির সময় সম্পর্কে বলেন, “আর রাত্রি বেলা খানা-পিনা কর যতক্ষণ পর্যন্ত না তোমাদের সম্মুখে রাত্রির বুক হতে প্রভাতের শেষ আভা সুস্পষ্ট হয়ে উছে। তখন এসব কাজ পরিত্যাগ করে রাত্রি পর্যন্ত তোমরা রোযা পূর্ণ করে নাও। সূরা বাকারা-১৮৫

সেহরির দোয়া

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

মাহে রমজান সম্পর্কে আরও পড়ুন:

  1. ইফতারের দোয়া…
  2. সেহরি ও ইফতারের সময়সূচী ২০২২ (ইসলামিক ফাউন্ডেশন)…

সেহরির সময় সম্পর্কে হাদিস

হযরত সাহল ইবনে সা’দ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আর তোমরা “খাও এবং পান কর যে পর্যন্ত না কাল রেখা দূর হয়ে সাদা রেখা স্পষ্ট হয়”।
(আয়াতটি) নাযিল হলো তখনও ”ফজরের” কথাটি নাযিল হয় নি। এমতাবস্থায় লোকেরা রোযা রাখতে চাইলে প্রত্যেকেই দু’পায়ে সাদা ও কাল সুতা
বেঁধে নিত এবং (সেহরির সময়) সাদা ও কাল বর্ণ স্পষ্ট দেখা না যাওয়া পর্যন্ত পানাহার করত। পরবর্তী সময়ে আল্লাহ তা’য়ালা “ফজরের” কথাটি নাযিল করলেন।
তখন সকলেই জানতে পারল যে, সাদা ও কাল রেখার অর্থ হল রাত (এর অন্ধকার) ও দিন (এর আলো)। সহীহ বোখারী শরিফ।

ট্যাগ: আরাফাতের রোজার নিয়ত, ইফতার শেষের দোয়া, ইফতারের দোয়া ছবি, ইফতারের পূর্বের দোয়া, ইফতারের সময়, ইফতারের সময়সূচি ২০২১, কাযা রোজা রাখার নিয়ম, জিলহজ্ব মাসের রোজার নিয়ত, তারাবির নামাজের দোয়া, নফল রোজা রাখার নিয়ম, নফল রোযার নিয়ত, মানত রোজার নিয়ত, রমজানের ইতিহাস, রমজানের নিয়ত, রমজানের রোজা ফরজ হয় কত হিজরীতে, রোজার নিয়ত করতে ভুলে গেলে, রোজার নিয়ম, রোজার ফজিলত হাদীস, রোজার ফরজ কয়টি, শবে মেরাজের রোজার নিয়ত, সাওম কত প্রকার, সাওমের গুরুত্ব, সেহরির দোয়া

ঘরে বসে অনলাইনে ইসলামিক স্টাডিজ বেসিক কোর্স করুন ও নিয়ে নিন ১০০০+ ইসলামিক বই। রেজিস্ট্রেশ করুন এখনি…

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top