অনলাইন পিএইচডি

অনলাইন পিএইচডি ডিগ্রী যা জানা আবশ্যক

ধরুন, কোন কারণে নিয়মিত পড়াশোনা করে আপনি বিশ্ববিদ্যালয়ের সর্বচ্চ ডিগ্রী পিএইচডি অর্জন করতে পারেননি। সেটা হতে পারে আর্থিক, পারিবারিক কিংবা অন্য কোন সমস্যার কারণে। বর্তমানে আপনার সেই সমস্যাগুলো নেই। এখন আপনি আপনার কাঙ্খিত ডিগ্রীটি অর্জন করতে চান। কিন্তু আপনার পৰে নিয়মিত ক্লাস করে ডিগ্রী অর্জন সম্ভব নয়। কিংবা ধরুন আপনি বিদেশী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করতে চান। তবে চাকরি কিংবা ব্যবসার কারণে আপনার বিদেশে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়। কিংবা আর্থিক কারণে আপনার বিদেশে যাওয়া সম্ভব নয়। তাহলে কী করবেন? আপনি ক্লাস না করেই অনলাইন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনায়াসে আপনার কাঙ্ৰিত ডিগ্রীটি অর্জন করতে পারবেন। অনলাইন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রীর মান ও বৈধতা প্রথাগত বিশ্ববিদ্যালয়ের সমান।

কখন ভর্তি হবেন ?

অনলাইন বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রী ভর্তি করা হয়ে থাকে। কোন কোন বিশ্ববিদ্যালয়ে বছরে তিনবার, আবার কোথাও ছয় বার Online PhD ছাত্রছাত্রী ভর্তি করে থাকে।

অনলাইন পিএইচ.ডি এর খরচ কেমন?

সাধারণত International University Canada, Newport University তে দুই বছরে খরচ হয় ৪৫০০ ইউএস ডলার। তবে বেশির ভাগ সময় বিভিন্ন উপলক্ষ্যে ৫০ ভাগ পর্যন্ত মূল্য ছাড় বা স্কলারশিপের সুযোগ থাকে। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতে ৪ থেকে ১৯ হাজার ডলার পর্যন্ত খরচ হয়ে থাকে।

পড়াশোনা ও পরীক্ষা পদ্ধতি

ভর্তি হওয়ার পর ই-মেইলের মাধ্যমে আপনার কাছে কোর্স ম্যাটেরিয়াল চলে আসবে। কোর্স সংক্রানত্ম অনেক তথ্য সংশিস্নষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেয়া থাকে। কোন কোন বিশ্ববিদ্যালয় ভিডিও কনফারেন্স বা অনলাইনের মাধ্যমে ক্লাসও নিয়ে থাকে। মনে রাখতে হবে আপনি আপনার নিজস্ব গতিতে পড়াশোনা করলেও বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই আপনাকে পাঠ্যক্রম শেষ করতে হবে।

ভর্তির ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ

প্রথমত, আপনাকে দেখতে হবে আপনি যে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার সিদ্ধানত্ম নিয়েছেন সেটি এ্যাক্রিডিটেশন প্রাপ্ত কি না। যদি বিশ্ববিদ্যালয়টি এ্যাক্রিডিটেড না হয়, তাহলে আপনার অর্থ ও শ্রম দুটোই পানিতে যাবে।
দ্বিতীয়ত, যে বিষয়টি আপনাকে দেখতে হবে তা হচ্ছে, আপনি যে ডিগ্রীটি নেয়ার সিদ্ধানত্ম নিয়েছেন সেটি আপনার চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ কী না। বাসত্মব জীবনে সেটি আপনার কতটুকু কাজে লাগবে। কোন একটি অনলাইন ডিগ্রী কোর্সে ভর্তি হওয়ার আগে কোর্সের সিলেবাস পরীৰা করে দেখুন।
তৃতীয়ত, Online PhD ৰেত্রে অন্যতম গুরম্নত্বপূর্ণ বিষয় হচ্ছে টিউশন ফি। কোর্সে ভর্তি হওয়ার আগে আপনাকে দেখতে হবে যে, ডিগ্রীটি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্যাঙ্ ও বইসহ আপনাকে কত টাকা ব্যয় করতে হবে। যদিও বেশিরভাগ অনলাইন বিশ্ববিদ্যালয়ই বইসহ অন্যান্য কোর্স ম্যাটেরিয়াল সরবরাহ করে থাকে।

অনলাইন বিশ্ববিদ্যালয় ডিগ্রীর সুবিধা

১. দ্রুত এবং সুবিধাজনক। আপনি আপনার সুবিধামতো সময়ে অনলাইন বিশ্ববিদ্যালয়ের লেকচার শুনতে পারবেন।
২. ইন্টারনেটের মাধ্যমে আপনি কোর্স ম্যাটেরিয়াল পাবেন।
৩. যত দ্রম্নত আপনি আপনার এ্যাসাইনমেন্ট শেষ করতে পারবেন, তত দ্রম্নত আপনি ডিগ্রী অর্জন করবেন। দুই থেকে তিন বছরের মধ্যেই আপনি আপনার অনলাইন বিশ্ববিদ্যালয় ডিগ্রী অর্জন করতে পারবেন।
৪. প্রথাগত বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম সময়ের মধ্যে আপনি স্নাতক ডিগ্রী অর্জন করতে পারবেন।
৫. প্রথাগত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রীর তুলনায় অনলাইন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রীর সিলেবাস অনেক নমনীয়।
৬. এ্যাক্রিডিটেড অনলাইন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী বিশ্বজুড়ে সমাদৃত।

যে বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে

১. অনলাইন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় প্রথাগত বিশ্ববিদ্যালয়গুলোর মতো পরিশ্রম করতে হয়। তাই এ রকম ভাবার অবকাশ নেই যে, যেহেতু সশরীরে ক্লাসে উপস্থিত থাকার বালাই নেই, সে কারণে অনলাইন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কম সময় বা শ্রম লাগবে।
২. শিক্ষকের অনুপস্থিতিতে অনলাইনে ক্লাস করার মতো দৃঢ় মানসিকতা থাকতে হবে। থাকতে হবে এ ব্যাপারে প্রবল ইচ্ছা ও শৃঙ্খলাপূর্ণ মনোভাবও।

কোন কোন বিষয়ে পিএইডি করা যায়?

নিচের বিষয়গুলোতে অনলাইনে পিএইডি করা যায়।

1. Natural Sciences

  • Physics: From quantum mechanics to cosmology, physics delves into the fundamental laws governing the universe. Research areas may include particle physics, condensed matter physics, astrophysics, and more.
  • Chemistry: Chemistry explores the composition, structure, properties, and reactions of matter. Research topics may include organic chemistry, inorganic chemistry, physical chemistry, analytical chemistry, and biochemistry.
  • Biology: Biology encompasses the study of living organisms and their interactions with the environment. Research areas may include molecular biology, genetics, ecology, evolutionary biology, and microbiology.

2. Social Sciences

  • Psychology: Psychology investigates the mind and behavior of individuals and groups. Research topics may include cognitive psychology, developmental psychology, social psychology, clinical psychology, and neuropsychology.
  • Economics: Economics analyzes the production, distribution, and consumption of goods and services. Research areas may include microeconomics, macroeconomics, econometrics, behavioral economics, and environmental economics.
  • Sociology: Sociology examines social institutions, structures, and processes. Research topics may include sociology of gender, sociology of race and ethnicity, social movements, urban sociology, and sociology of education.

3. Humanities

  • History: History studies past events, societies, and cultures. Research areas may include ancient history, medieval history, modern history, cultural history, and military history.
  • Literature: Literature explores written works and their cultural significance. Research topics may include literary theory, comparative literature, genre studies, postcolonial literature, and digital humanities.
  • Philosophy: Philosophy investigates fundamental questions about existence, knowledge, ethics, and reality. Research areas may include metaphysics, epistemology, ethics, political philosophy, and philosophy of mind.
  • English Linguistics: English linguistics examines the structure, usage, and evolution of the English language. Research topics may include phonetics, syntax, semantics, discourse analysis, sociolinguistics, and language variation.
  • English Literature: English literature encompasses literary works written in the English language, spanning various genres, periods, and cultural contexts. Research areas may include Shakespeare studies, modernist literature, postcolonial literature, feminist literary theory, and digital humanities.
  • English Language Teaching and Learning: English language education focuses on pedagogical approaches for teaching English as a second language. Research topics may include language assessment, curriculum design, teacher training, language policy, and technology integration in language education.
  • French Linguistics: French linguistics explores the structure, history, and regional variations of the French language. Research topics may include phonology, morphology, syntax, dialectology, sociolinguistics, and historical linguistics.
  • French Literature: French literature encompasses literary works written in the French language, ranging from medieval epics to contemporary fiction. Research areas may include French Renaissance literature, 19th-century French poetry, Francophone literature, literary theory, and cultural studies.
  • French Language Teaching and Learning: French language education focuses on effective methodologies for teaching French as a foreign language. Research topics may include language acquisition, immersion programs, bilingual education, language assessment, and the use of technology in language teaching.
  • Arabic Language Teaching and Learning: Arabic language education focuses on effective strategies for teaching and learning Arabic as a second language. Research topics may include curriculum development, language acquisition, pedagogical approaches, assessment methods, and technology-enhanced learning.

4. Theology

  • Christian Theology: Christian theology examines the core beliefs and teachings of Christianity, drawing from biblical, historical, and philosophical sources. Research topics may include systematic theology, biblical theology, historical theology, ethics, and theology of interfaith dialogue.
  • Islamic Theology: Islamic theology explores the beliefs, doctrines, and principles of Islam from a scholarly perspective. Research areas may include Islamic philosophy, theology of Quranic interpretation (Tafsir), Hadith studies, Islamic mysticism (Sufism), and comparative religion.
  • Comparative Religion: Comparative religion involves the study of religious traditions, beliefs, and practices across different cultures and societies. Research areas may include comparative theology, religious pluralism, religious ethics, spirituality, and religious identity.

5. Engineering and Technology

  • Computer Science: Computer science focuses on the theory, design, and application of computer systems. Research areas may include artificial intelligence, machine learning, computer vision, cybersecurity, and software engineering.
  • Electrical Engineering: Electrical engineering deals with the study and application of electricity, electronics, and electromagnetism. Research topics may include power systems, control systems, telecommunications, microelectronics, and renewable energy.
  • Civil Engineering: Civil engineering involves the design, construction, and maintenance of infrastructure and environmental systems. Research areas may include structural engineering, transportation engineering, geotechnical engineering, environmental engineering, and water resources engineering.

6. Health Sciences

  • Medicine: Medicine focuses on the diagnosis, treatment, and prevention of diseases and disorders. Research areas may include clinical medicine, biomedical research, public health, epidemiology, and healthcare policy.
  • Nursing: Nursing involves the provision of healthcare services to individuals and communities. Research topics may include nursing education, patient care outcomes, healthcare disparities, nursing informatics, and gerontology.
  • Public Health: Public health addresses the health needs of populations and communities. Research areas may include epidemiology, health policy and management, environmental health, global health, and health promotion.

Advantages of Online PhD Programs

  • Flexibility: Online PhD programs offer flexibility in scheduling, allowing students to balance academic studies with work, family, and other commitments.
  • Accessibility: Online programs remove geographical barriers, enabling students from diverse locations to access quality education without the need to relocate.
  • Interactivity: Online platforms facilitate dynamic interactions between students and faculty through virtual classrooms, discussion forums, and collaborative research projects.
  • Customization: Many online PhD programs offer customizable pathways, allowing students to tailor their studies to align with their specific research interests and career goals.

আশা করি পিএইচডি সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। আর যদি আরও জানার বা এ ডিগ্রি অর্জন করার আগ্রহ থাকে তবে নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন।


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *