অ্যালার্জি চিকিৎসায় হোমিওপ্যাথি ব্যাপক ব্যবহার রয়েছে যা হয়তো আমরা জানি না। এলার্জি শব্দটি মূলত উৎপত্তি হয়েছে একটি গ্রিক শব্দ থেকে। যার বাংলা প্রতিশব্দ দাঁড়ায় অপছন্দ। সাধারণত যে জিনিস থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বা মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সেগুলো বলা হয়ে থাকে এলার্জি।
সেটা হতে পারে বিভিন্ন ধরনের খাবার অথবা বিভিন্ন কসমেটিকস বা ধুলাবালি।
এলার্জির মত সমস্যা থেকে পরিত্রান পেতে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই এলোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে থাকেন সবসময় স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে, অথবা অনেক সময় সেগুলো খুব একটা কার্যকর হয় না বা হিতে বিপরীত হয়।
বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অ্যালার্জি চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ রয়েছে।
যেমনঃ-
সাধারণত ধুলোবালি জনিত এলার্জির কারণে অ্যাল্বাম, ব্রোমিয়াম, হিপার সালফ ভালো কাজ করে। ফুলের রেণুতে যাদের অ্যালাজি হয় তাদের জন্য অ্যালিয়াম সেপা, অ্যামোন কার্ব, ন্যাট্রাম সালফ ইত্যাদি ওষুধ। দুধে যাদের অ্যালাজির্ তাদের জন্য রয়েছে, ক্যালকেরিয়া কার্ব, চায়না, ন্যাট্রাম কার্ব ইত্যাদি।
তবে হ্যাঁ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ গ্রহণ করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে।
মনে রাখবেন হোমিওপ্যাথি অত্যন্ত সেনসিটিভ একটি চিকিৎসা। এর সঠিক একটি পরিমাণ রয়েছে ।সুতরাং হাতুড়ে চিকিৎসার মাধ্যমে এ রোগ কখনো নিরাময় করা সম্ভব নয়।
তবে শুধুমাত্র ওষুধের ওপর নির্ভরশীল না থেকে কিছু নিয়মানুবর্তিতার মাধ্যমে আমরা এলার্জির মতো সমস্যা থেকে পরিত্রান পেতে পারি।
যেমনঃ-
আপনার বসবাস থেকে অবশ্যই আলো বাতাসের মতো পর্যাপ্ত জায়গা থাকতে হবে । এবং ধুলোবালিমুক্ত রাখতে হবে ঘর বাড়ি। অনেকের বেগুনে এলার্জি থাকে। চাইলে তারা বেগুনের সকল ধরনের পদ থেকে বিরত থাকতে পারে।
বেডের কভার অথবা বালিশের ওয়াড় বদলানোর সময় অবশ্যই নাকে একটি রুমাল অথবা মাস্ক ব্যবহার করবেন।
অনেকের বাড়িতে পোষা প্রাণী রয়েছে। চেষ্টা করবেন এই পোষা প্রাণী গুলো যেন আপনার বেডরুমের ঢুকতে না পারে।
অনেকের চিংড়িতে অ্যালার্জির সমস্যা থাকতে পারে। বড় আকারের চিংড়িগুলো থেকে বিরত থাকাটাই উচিত।
চাইলে নুডুলস এর মত কিছুটা কুচো চিংড়ি যোগ করে নিতে পারেন।
আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। ভালো থাকবেন,সুস্থ থাকবেন-আল্লাহ হাফেজ!
এক ওয়েবে সব কিছু!
বিদেশে চাকরি | বিদেশে উচ্চশিক্ষা | অনলাইন ট্রেনিং |
---|---|---|
কানাডায় চাকরি | চীনে উচ্চশিক্ষা | ডিজিটাল মার্কেটিং |
সৌদিআরবে চাকরি | ভারতে উচ্চশিক্ষা | বিদেশ চাকরি |
রোমানিয়ায় চাকরি | কানাডায় উচ্চশিক্ষা | ইংরেজী শিক্ষা |
আশা করি সেবারু ডটকম এর অ্যালার্জি চিকিৎসায় হোমিওপ্যাথি ব্লগ টি ভালো লেগেছে। কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন।
ও হাঁ, আপনিও কিন্তু এরকম ব্লগ লিখতে বা আমাদের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন! আগ্রহী হলে যোগাযোগ করুন।
আরও ভালো জানার জন্য ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। প্রবন্ধটি সংরক্ষণে রাখতে আপনার সোসাল মিডিয়ায় শেয়ার করে রাখুন।
যাতে প্রয়োজনে খুজে পেতে সহজ হয়। সাথে থাকার জন্য অন্তরের অন্তরস্থল থেকে এক রাশ প্রিতি ও ভালোবাসা রইল।