Shebaru

আল্লাহর ৯৯টি নাম : অর্থ ফজিলত আমল

আল্লাহর ৯৯টি নাম

আল্লাহর ৯৯টি নাম : অর্থ ফজিলত আমল

আল্লাহ তায়ালার সবচেয়ে কমন ও বহুল ব্যবহৃত নামটি হল- আল্লাহ। তবে এছাড়াও আল্লাহর ৯৯ টি সুন্দর ও অর্থবহ নাম আছে।
এই নাম গুলির একেকটির একেক ফজিলত ও গুরুত্ব আছে।

আল্লাহর ৯৯ নামের গুরুত্ব

আর আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে উত্তম নাম। তাই সে নাম ধরেই তাঁকে ডাক। এবং তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে।
তারা নিজেদের কৃতকর্মের ফল অচিরেই পাবে। (সূরা আরাফ, আয়াত নং ১৮০)

আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার ফজিলত

হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ এরশরদ করেন, আল্লাহর ৯৯টি নাম আছে, যে ব্যক্তি ঐ সব নাম মুখস্থ করবে সে বেহেশতে প্রবেশ করবে। (মিশকাত শরীফ)। সুতরাং আর দেরি না করে এখনই নিচের তালিকা থেকে আল্লাহর নাম গুলো মুখস্ত করে ফেলুন।

আল্লাহর ৯৯ নাম বাংলায়

বাংলাদেশ ও কলকাতার বাংলা ভাষার মানুষদের কথা বিবেচনা করে প্রমিত বাংলায় আল্লাহর নাম গুলি তুলে ধরা হয়েছে।

সুতরাং নিচে আল্লাহর ৯৯ নাম এর একটি তালিকা দেওয়া হলো। “ আসমাউল হুসনা আল্লাহর ৯৯টি সিফাতী নাম এর ফজীলত ও আমল” নমক বই
যেটি ২০০৮ সালে ছারছীনা দারুচ্ছুন্নাত লাইব্রেরী থেকে প্রকাশিত হয়। সংকলক: শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমত (হুসাইন) ছারছীনা দরবার শরীফ।
এই গ্রন্থ থেকে আল্লাহর ৯৯টি নাম নিচের তথ্যগুলো নেওয়া হয়েছে।

  নাম আরবী বাংলা অর্থ ফজিলত
আল্লাহ اللَّـهُ উপাস্য, মাবুদ যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার ইয়া আল্লাহ পড়বে ইনশাআল্লাহ তার অন্তরের সমস্ত শংসয় দূর হয়ে যাবে এবং অন্তরে একীন ও দৃঢতা সৃষ্টি হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি ইয়া আল্লাহ জিকির বেশি বেশি পড়তে থাকলে এবং আল্লাহর কাছে আরোগ্য কামনা করলে আল্লাহ পাকের ইচ্ছায় সে আরোগ্য লাভ করবে।
আর রব্ব الرَّبُّ প্রতিপালক, স্রষ্টা, পরিচালক, মালিক, অধিপতি চলবে—
আল ওয়াহিদ الْوَاحِدُ একক, অনন্য  
আল আহাদ الأَحَدُ অদ্বিতীয়,একক  
আর রাহমান الرَّحْمنُ পরম করুণাময়  
আর রাহীম الرََّحِيْمُ অসীম দয়ালু,অনুগ্রহ শীল,বড় দয়াপরবশ  
আল হাই الْحَيُّ চিরঞ্জীব,অমর  
আল কাইউম الْقَيُّومُ ধারক ও বাহক,শাশ্বত  
আল আওয়াল الْأَوَّلُ সর্বপ্রথম,অনাদি  
১০ আল আখির الْآخِرُ সর্বশেষ,অনন্ত,অবিনশ্বর  
১১ আয যাহির الظَّاهِرُ সব কিছুর ঊর্ধ্বে অবস্থানকারী,প্রকাশমান,সম্পূর্ণরূপে প্রকাশিত  
১২ আল বাতিন الْبَاطِنُ সব কিছুর সন্নিকটে অবস্থানকারী,অপ্রকাশমানদৃষ্টি হতে অদৃশ্য  
১৩ আল ওয়ারিস الْوَارِثُ চূড়ান্ত মালিকানার অধিকারী,উত্তরাধিকারী,উত্তরসূরি,ওয়ারিস  
১৪ আল কুদ্দূস الْقُدُّوسُ পূত পবিত্র,মহামহিম,মহিমাময়  
১৫ আস সুব্বূহ السُّبُّوحُ পূত পবিত্র,মহামহিম, মহিমাময়  
১৬ আস সালাম السَّلَامُ ত্রুটিমুক্ত,শান্তি দাতা  
১৭ আল মুমিন الْمُؤْمِنُ সত্যবাদী,সত্যায়নকারী,নিরাপত্তা দানকারী  
১৮ আল হাক্ক الْحَقُّ মহাসত্য  
১৯ আল মুতাকাব্বির الْمُتَكَبِّرُ অহংকারী,গর্বকারী,বড়াইকারী,দাম্ভিক,পরম গৌরবান্বিত  
২০ আল আযীম الْعَظِيمُ সুমহান  
২১ আল কাবীর الْكَبِيرُ সুবিশাল,অনেক বড়  
২২ আল আ’লী الْعَلِيُّ সুউচ্চ  
২৩ আল আ’লা الْأَعْلَى সবোর্চ্চ  
২৪ আল মুতায়া’ল الْمُتَعَالِ সুমহান,সর্বোচ্চ মর্যাদাবান,সৃষ্টি জগতের বৈশিষ্ট্যের ঊর্ধ্বে  
২৫ আল লাতীফ اللَّطِيفُ অতিসূক্ষ্ম,সুনিপুণ,অত্যন্ত সুক্ষ্মদর্শী,অতি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী  
২৬ আল হাকীম الْحَكِيمً প্রজ্ঞাবান,সুবিজ্ঞ  
২৭ আল ওয়াসি’ الوَاسِعُ সর্বব্যাপীপরিব্যাপ্ত, ব্যাপক  
২৮ আল আ’লীম العَلِيمُ মহাজ্ঞানী,সর্বজ্ঞাত,সুবিজ্ঞ  
২৯ আল আ’লিম العَالِمُ অতি জ্ঞানবান,সুপণ্ডিত  
৩০ আল্লামুল গুয়ূব عَلَّامُ الْغُيُوبِ অদৃশ্য জগত সম্পর্কে সম্যক অবগত,গুপ্ত রহস্য সম্পর্কে সুবিজ্ঞ,গোপন তত্ব বিষয়ে মহা জ্ঞানবান  
৩১ আল মালিক الْمَلِكُ রাজা,বাদশাহ,সম্রাট  
৩২ আল মালীক المَلِيكُ শাসনকর্তা,মালিক,বাদশাহ  
৩৩ আল মালিক المَالِكُ অধিপতি,কর্তা,সত্বাধিকারী  
৩৪ আল হামীদ الحَمِيدُ প্রশংসিত,প্রশংসনীয়,স্তুত  
৩৫ আল মাজীদ المَجِيدُ মহা মর্যাদাবান,মহিমান্বিত,গৌরবান্বিত  
৩৬ আল খাবীর الْخَبِيرُ যিনি সব কিছুর খবর রাখেন,সর্ব বিষয়ে ওয়াকিফহাল,মহাবিজ্ঞ,সর্বজ্ঞ,সর্বজ্ঞানী  
৩৭ আল ক্বাবী الْقَوِيّ মহা শক্তিধর,মহা ক্ষমতাবান,মহা প্রবল  
৩৮ আল মাতীন الْمَتِينُ সুদৃঢ়,অতি মজবুত,সুসংহত  
৩৯ আল আযীয العَزِيزُ মহা পরাক্রমশালী,অতি প্রভাবশালী,মহা সম্মানিত  
৪০ আল কাহির الْقَاهِرُ প্রতাপশালী,পরাক্রমশালীপ্রবল,অপ্রতিরোধ্য,পরাস্ত কারী  
৪১ আল কাহ্হার الْقَهَّارُ মহা প্রতাপশালী,মহা প্রবল,মহা পরাক্রান্ত,মহা পরাক্রমশালী  
৪২ আল কাদির الْقَادِرُ ক্ষমতাধর,শক্তিমান  
৪৩ আল কাদীর القَدِيرُ সর্বশক্তিমান,মহা ক্ষমতাধর  
৪৪ আল মুক্তাদীর المُقْتَدِرُ পরম শক্তিমান,অতি ক্ষমতাধর  
৪৫ আল জাব্বার الْجَبَّارُ মহা প্রতাপশালী,মহা পরাক্রান্ত,শক্তি সঞ্চারকারী,অভাব পূরণকারী,মেরামতকারী,আশ্রয়দাতা  
৪৬ আল খালিক الْخَالِقُ স্রষ্টা,উদ্ভাবক  
৪৭ আল খাল্লাক الْخَلَّاقُ মহান সৃষ্টিকর্তা  
৪৮ আল বারী الْبَارِئُ স্রষ্টা,সৃষ্টিকর্তা,উদ্ভাবক  
৪৯ আল মুসাব্বির الْمُصَوِّرُ আকৃতি ও অবয়ব দানকারী,কারিগর,সৃষ্টিকর্তা  
৫০ আল মুহাইমিন الْمُهَيْمِنُ তত্ত্বাবধায়ক,কর্তৃত্ব কারী,হেফাজত কারী,রক্ষক  
৫১ আল হাফিয الحَافِظُ রক্ষক,তত্ত্বাবধান কারী সংরক্ষণকারী,হেফাযত কারী,যত্নবান  
৫২ আল হাফীয الحَفِيظُ পরম হেফাযত কারী, পরম যত্নবান, অতি যত্নশীল,মহা সংরক্ষক  
৫৩ আল ওয়ালী الْوَلِيُّ সাহায্যকারী,বন্ধু,পৃষ্ঠপোষক,অভিভাবক,কার্যনির্বাহী  
৫৪ আল মাওলা الْمَوْلى অভিভাবক,দায়িত্বশীল,মনিব,প্রভু,বন্ধু  
৫৫ আন নাসির النَّصِيرُ সাহায্যকারী,সহায়ক,পৃষ্ঠপোষক  
৫৬ খাইরুন নাসিরীন خَيْرُ النَّاصِرِينَ সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী,সর্বোত্তম পৃষ্ঠপোষক  
৫৭ আল ওয়াকীল الوَكِيْلُ দায়িত্বশীল,অভিভাবককার্যসম্পাদন কারী  
৫৮ আল কাফীল الكَفِيلُ সাক্ষী, রক্ষক,জামানত দার  
৫৯ আল কাফী الكَافِي যথেষ্ট,পর্যাপ্ত  
৬০ আস সামাদ الصَّمَدُ মুখাপেক্ষী হীন,অভাব মুক্ত,স্বয়ং সম্পূর্ণ,আশ্রয়দাতা,সাহায্যকারী  
৬১ আর রাযযাক الرَّزَّاقُ মহা রিজিক দাতা,পর্যাপ্ত আহার্য সরবরাহ কারী  
৬২ আর রাযিক الرَّازِقُ রিজিক দাতা,জীবিকা দান কারী  
৬৩ আল ফাত্তাহ الْفَتَّاحُ মহাবিজয়ী,শাষক,দরজা উন্মোচন কারী  
৬৪ আল মুবীন الْمُبِينُ সত্য প্রকাশ কারী,সুস্পষ্ট  
৬৫ আল হাদী الهَادِيُ পথপ্রদর্শক,হেদায়েত কারী,পরিচালক  
৬৬ আল হাকাম الْحَكَمُ বিচার-ফয়সালা কারী,বিচারক,বিধান দাতা  
৬৭ খাইরুল হাকিমীন خَيْرُ الْحَاكِمِينَ শ্রেষ্ঠ বিচারক,সর্বোত্তম ফয়সালা কারী,সর্বোত্তম বিধানকর্তা  
৬৮ আর রাঊফ الرءُوفُ পরম মমতাময়,পরম স্নেহশীল,অসীম দয়ালু  
৬৯ আল ওয়াদূদ الوَدُوْدُ অধিক ভালবাসা দানকারী,অতি প্রিয়ভাজন,ভালবাসার পাত্র  
৭০ আল বার الْبَرُّ অনুগ্রহকারী,করুণাময়,দানশীল,সদয়,সদাশয়,পুণ্যবান  
৭১ আল হালীম الحَلِيمُ পরম সহনশীল,অতি সহিষ্ণু  
৭২ আল গাফুর الْغَفُورُ ক্ষমা পরায়ন,ক্ষমাশীল  
৭৩ আল গাফফার الْغَفَّارُ অতি ক্ষমাশীল,অতি ক্ষমতা পরায়ন  
৭৪ গাফিরুয যাম্ব غَافِرُ الذَّنبِ পাপ মোচন কারী,পাপ মার্জনা কারী,গুনাহ মাফ কারী  
৭৫ আল আফুউ العَفُوُّ মার্জনা কারী,ক্ষমাশীল  
৭৬ আত তাওয়াব التَوَّابٌ তওবা কবুল কারী,ক্ষমাশীল  
৭৭ আল কারীম الْكَرِيمُ দানশীল,মহানুভব,উদার, মর্যাদাবান,সম্মানিত,মহৎ  
৭৮ আল আকরাম الْأَكْرَمُ বড় দানশীল,অধিক সম্মানিত,মহা দয়ালু  
৭৯ আশ শাকির الشَّاكِرُ গুণগ্রাহী,কৃতজ্ঞতা প্রকাশকারী,কৃতজ্ঞ,শুকরিয়া আদায়কারী  
৮০ আশ শাকূর الشَّكُورُ বিরাট গুণগ্রাহী,অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী,কৃতজ্ঞ  
৮১ আস সামী السَّمِيعُ সর্ব শ্রোতা,যিনি সব শুনেন  
৮২ আল বাসীর الْبَصِيْرُ সর্ব দ্রষ্টা,যিনি সব দেখেন,তীক্ষ দৃষ্টি সম্পন্ন  
৮৩ আশ শাহীদ الشَّهِيدُ সাক্ষী,প্রত্যক্ষদর্শী  
৮৪ আর রাকীব الرَّقِيْبُ পর্যবেক্ষক,তত্ত্বাবধায়ক,নিয়ন্ত্রক  
৮৫ আল ক্বারীব القَرِيبُ নিকটবর্তী,কাছাকাছি,ঘনিষ্ঠ  
৮৬ আল মুজীব المُجِيبُ সাড়া দান কারী,জবাব দাতা,কবুল কারী  
৮৭ আল মুহীত الْمُحِيْطُ পরিবেষ্টনকারী,পুরোপুরি অবহিত,নিয়ন্ত্রণকারী,বিরাট  
৮৮ আল হাসীব الحَسِيبُ হিসাব গ্রহণ কারী,যথেষ্ট  
৮৯ আল গানী الْغَنِيُّ ধনী,সম্পদশালী,অমুখাপেক্ষী,অভাব মুক্ত,প্রয়োজন মুক্ত  
৯০ আল ওয়াহাব الْوَهَّابُ বড় দাতা,অধিক দানশীল,বদান্য  
৯১ আল মুকীত الْمُقِيْتُ ক্ষমতাবান,খাদ্য দাতা,পালনকর্তা,লালন-পালনকারী  
৯২ আল কাবিয الْقَابِضُ সংকীর্ণ কারী,সংকুচিত কারী,কবজা কারী  
৯৩ আল বাসিত الْبَاسِطُ প্রশস্তকারী,বিস্তারকারী,সম্প্রসারণকারী  
৯৪ আল মুকাদ্দিম الْمُقَدِّمُ অগ্রসরকারী  
৯৫ আল মুআখখির الْمُؤَخِّرُ পশ্চাদগামী কারী,অবকাশ দানকারী  
৯৬ আর রাফীক الرِّفِيْقُ নম্র,কোমল, সহজ  
৯৭ আল মান্নান الْمَنَّانُ পরম উপকারী,করুণাময়,সদয়,অনুগ্রহ শীল  
৯৮ আল জাওয়াদ الْجَوَادُ দাতা,দানশীল,উদার,বদান্য  
৯৯ আল মুহসিন المُحْسِنُ অনুগ্রহ শীল,দানশীল,পরোপকারী  
১০০ আস সিত্তীর السِّتِّيْرُ গোপন কারী,যিনি দোষ-ত্রুটি লুকিয়ে রাখেন,যিনি গুনাহ ঢেকে রাখেন  
১০১ আদ দাইয়ান الدَّيَّانُ প্রতিদান দাতা,কর্মফল প্রদানকারী  
১০২ আশ শাফী الشَّافِي আরোগ্য দান কারী,নিরামক  
১০৩ আস সাইয়েদ السَّيِّدُ মালিক,মনিব,প্রভু  
১০৪ আল বিতর الْوِتْرُ বেজোড়,একক,সঙ্গী বিহীন  
১০৫ আল হায়িঈ الْحَيِيُّ লজ্জাশীল,লাজুক  
১০৬ আত ত্বাইয়েব الطَّيِّبُ পবিত্র,পরিচ্ছন্ন,উত্তম,সেরা,সুন্দর,ভাল  
১০৭ আল মু’তী الْمُعْطِي দাতা,দানকারী  
১০৮ আল জামীল الجَمِيْلُ চিরসুন্দর,সুদর্শন,অপরূপ  

উপরে উল্লিখিত আল্লাহর ৯৯টি নাম ও এর ফজিলত জেনে আমল করার মধ্যে অসংখ্য সওয়াব রয়েছে।

আল্লাহর ৯৯টি নাম যেভাবে খুঁজবেন?

গুগল বা ইউটিউবে এই বাক্য গুলো লিখে সার্চ দিলে আল্লাহর ৯৯টি নাম খুজে পাবেন, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ ও ফজিলত,
৯৯ নাম বাংলা অর্থ ও ফজিলত, আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার ফজিলত, আল্লাহর ৯৯ নাম ও ফজিলত, আল্লাহ ৯৯ নামের ফজিলত,
আল্লাহর ৯৯ নামের ফজিলত, আল্লাহর ৯৯ নাম, আল্লাহর নাম, ৯৯ নাম, name of allah, 99 names of allah,
allah 99 name, allah name, ফজিলত, আল্লাহর, allah 99 names, আল্লাহর ৯৯ নাম বাংলায়, আল্লাহর ৯৯ নাম বাংলা,
আল্লাহর ৯৯ নামের গজল, আল্লাহর নামসমূহের ফজিলত, ইসলামিক ভিডিও, আল্লাহর ৯৯ নামের গুরুত্ব, اللہ تعالیٰ, আল্লাহর নামের জিকির

ঘরে বসে অনলাইনে ইসলামিক স্টাডিজ বেসিক কোর্স করুন ও নিয়ে নিন ১০০০+ ইসলামিক বই। রেজিস্ট্রেশ করুন এখনি…

আরও পড়ুন:

উপসংহার:

আল্লাহ তায়ালার নামসমূহের ফজিলত যেমনি রয়েছে তেমনি এর গুরুত্ব অপরিসীম। আর তাইতো প্রত্যেক মুসলমান আল্লাহর এই নাম গুলির জিকির করে থাকে।
তবে আল্লাহর ৯৯টি নাম এর ব্যাখ্যা রেফারেন্সসহ উল্লেখ করেছে হাদীস বিডি নামক একটি ওয়েবসাইট। সেখানে থেকে আরও জানতে পাবেন।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?