Shebaru

ইংরেজি রিডিং পড়ার নিয়ম

ইংরেজি রিডিং পড়ার নিয়ম শেখা কিন্তু খুব সহজ নয়! আবার, কিছুই অসম্ভব নয়। সবই সম্ভব যদি আপনার শেখার ইচ্ছা থাকে।
তবে ইংরেজি যেহেতু বিদেশী ভাষা, অর্থাৎ বাঙ্গালীদের মায়ের মুখের ভাষা নয়। তাই এটি শিখে চাই আলাদা পরিকল্পনা।
পরিকল্পনার সাথে সাথে চাই কিছু ছকবাধা নিয়ম মেনে চলা। আর সাথে থাকা চাই পরিশ্রম করার মানষিকতা।
সব কিছু ঠিক ঠাক থাকলে ইংরেজি রিডিং পড়ার মাধ্যমে অবশ্যই তিন মাসের মধ্যে ইংরেজীতে কথা বলতে পারবেন।
কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কি কি উপায়ে ইংরেজি ভালো ভাবে রিডিং পড়তে পারবেন।

কেন ইংরেজি রিডিং পড়ার নিয়ম শিখা জরুরী?

আপনি নিশ্চয়ই জানেন বিদেশে উচ্চশিক্ষা করতে হলে পাঠ্যপুস্তক ইংরেজিতে পড়তে হয়। শুধু তাই নয় ওখানে ভর্তির জন্য
আইইএলটিএস পরিক্ষা দিতে হয়। এ জন্য রিডিং এর একটি আলাদা পার্ট পরিক্ষা দিয়ে পাশ করতে হয়।
সুতরাং বিদেশে পড়াশোনা কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইংরেজি রিডিং পড়তে পাড়ার বিকল্প নেই।

ইংরেজি পত্রিকা পড়ুন

দেশে ডেইলি স্টার, নিউ এজ সহ বেশ কয়েকটি ইংরেজি পত্রিকা ছাপা হয়। এগুলো পড়তে পারেন।
আবার অনলাইনে বিডি নিউজ ২৪, ডেইলি স্টার অনলাইনসহ অনেক ইংরেজি অনলাইন পত্রিকা রয়েছে।
শুধু দেশ কেন? বিদেশী অনেক বড় বড় অনলাইন পত্রিকা থেকেও রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।

ইংরেজি গল্পের বই পড়ুন

শুরুতে ছোটদের সুন্দর সুন্দর ইংরেজি গল্পের বই পড়ুন। সেগুলো আয়ত্ব হলে বড়দের বিভিন্ন গল্প ও উপন্যাসের
ইংরেজি বই পড়তে পারেন। আর এর জন্য নিকস্থ্য পাবলিক লাইব্রেরী বা বিশ্ব সাহিত্য কেন্দ্রে যোগাযোগ করুন।

হাতের কাছে যা পাবেন তাই পড়ুন

চলতে ফিরতে অনেক ইংরেজি বিলবোর্ড পাবেন। আগ্রহ নিয়ে সেগুলো পড়ুন। অথবা দোকানে গেলে
পণ্যের গায়ে ইংরেজিতে লেখা বর্ণনা পাবেন। সেগুলোও পড়ুন। দেখবেন আপনার ইংরেজি পড়ার
অভ্যাস তৈরি হয়ে গেছে। এভাবেই আস্তে আস্তে ইংরেজি পড়ায় গতি চলে আসবে। গতি আসলেই
ভালো ইংরেজি বলতে পারবেন। বুঝতেই পারবেন সহজেই।

সবশেষ কথা হল, ইংরেজি রিডিং পড়া হল একটি নিয়মিত চর্চার বিষয়। যথনই বাদ দেবেন, আস্তে আস্তে
দ্রুত পড়ার অভ্যাসও হারিয়ে যাবে। তাই ভালো ইংরেজি বলতে, লিখতে, পড়তে ও শুনতে
নিয়মিত ইংরেজি রিডিং পড়ার বিকল্প নেই।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top