Shebaru

গাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র: কার বা বাস-ট্রাক ভাড়ার চুক্তিপত্র

গাড়ি ভাড়া

গাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র: কার বা বাস-ট্রাক ভাড়ার চুক্তিপত্র

কোম্পানিতে মাসিক ভিত্তিতে হাইস, প্রাইভেট কার বা বাস-ট্রাক ভাড়া নেওয়ার চুক্তিপত্র নমুনা দেওয়া হল। মাসিক গাড়ি ভাড়া চুক্তিপত্র বা
চুক্তিনামার নমুনা ফরমেট এম এস ওয়ার্ড, পিডিএফ ফরমেট ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তাই মনোযোগ দিয়ে পড়ুন।
ডাউনলোড লিংক খুজে পাবেন। অন্যথায় কোন লাভ হবে না ভাই।

কোম্পানীর বা ব্যবসায়ের জন্য যখন গাড়ী থাকে না বা গাড়ী কম থাকে তখন অন্যের কাছ থেকে মাসিক চুক্তিতে গাড়ী ভাড়া করা হয়।
অন্যের কাছ থেকে গাড়ী ভাড়া নিলে গাড়ীটির মাসে ভাড়া কত? কত তারিখে টাকা দেওয়া হবে? গাড়ীটি চলার জন্য তেল বা গ্যাস কে বহন করবে?
ড্রাইভারের বেতন কে দিবেন ও এরকম আরো শর্তাবলী নিয়ে গাড়ীটি ভাড়া নিতে একটি চুক্তিপত্র তৈরি করে রাখতে হয়।
এই লেখার মাধ্যমে জানতে পারবেন গাড়ি ভাড়া নেওয়ার বা ভাড়া দেওয়ার চুক্তিপত্র এর নিয়ম।

নিচে গাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র এর নমুনা দেওয়া হল,

মোঃ আবু জাফর, ও মোহর আলি, ঠিকানা-ঘাটারচর মেইন রোড, কেরানীগঞ্জ, ঢাকা, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।

———প্রথম পক্ষ।

এবং

প্রইম … হেড অফিস- রোড-১০, বাসা-১৯, মোহাম্মদপুর, ঢাকা।

———— দ্বিতীয় পক্ষ।

দ্বিতীয় পক্ষ ১ টন করে পণ্য ধারণ ক্ষমতা বিশিষ্ট ১টা গাড়ি ভাড়া নিচ্ছে যার চুক্তিপত্র উপর্যুক্ত প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের মধ্যে অদ্য ০৫-১১-২০২২খ্রি. তারিখে সম্পাদিত হলো।

চলমান পাতা-০২

পাতা নং-০২

গাড়ি ভাড়া চুক্তির বিবরণী এবং শর্তসমূহ নিম্নে উল্লেখ করা হইলঃ

  1. প্রথম পক্ষ ১ টি গাড়ি, গাড়ি নাম্বার, ঢাকা মেট্রো- প্রতিমাসে বডি ভাড়া বাবদ মোট টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা মাত্র)।
    দ্বিতীয় পক্ষের নিকট ভাড়া দেওয়া হবে।
  2. প্রতি মাসের গাড়ি ভাড়া এবং অন্যান্য পাওনা (যদি থেকে থাকে) তা পরবর্তী মাসের সাত (০৭) তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
    মাসের ভাড়া ও অন্যান্য বিল (যদি থেকে থাকে) পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিনের (পনের) দিনের নোটিশ প্রদান সাপেক্ষে চুক্তি বাতিল করা হবে।
  3. গাড়ির তেল ও ড্রাইভারের বেতন ২য় পক্ষ বহন করবে।
  4. গাড়ির ছোটো খাটো মেরামত ২য় পক্ষ বহন করবে। আর গাড়ির বড় ধরনের সমস্যা হলে ১ম পক্ষ বহন করবে। এছাড়াও এর বহিঃভুত কারনে যে সমস্যা গুলো হবে তা ১ম পক্ষ ও ২য় পক্ষ এক সাথে বসে তা সমাধান করবে।
  5. যে ব্যবসার জন্য গাড়ি বরাদ্দ করা হবে উহা ছাড়া অন্য কোন ব্যবসা করা যাবে না।
  6. গাড়িতে কোন অবৈধ পণ্য বহন করা যাবে না। সে ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ এর দায়ভার বহন করবে।
  7. প্রথম পক্ষ বরাদ্দকৃত গাড়ি ভাড়া বৃদ্ধি বা পুনঃনির্ধারণ করতে পারবেন এক মাস পর।

চলমান পাতা-০৩

পাতা নং-০৩

৭) দ্বিতীয় পক্ষ চুক্তিপত্রের কোন শর্ত ভঙ্গ করলে কিংবা কোন অবৈধ অথবা প্রথম পক্ষের জন্য ক্ষতিকর, কোন কার্যকলাপে লিপ্ত থাকলে
সরকারী কোন আইন সঙ্গত আদেশ বা নির্দেশ অমান্য করলে প্রথম পক্ষ পনের দিনের নোটিশ প্রদান স্বাপেক্ষে সংশ্লিষ্ট গাড়ি ভাড়ার চুক্তি বাতিল করতে পারবেন।
৮) প্রথম পক্ষ যে কোন প্রয়োজনে ৩০ (ত্রিশ) দিনের নোটিশে অত্র চুক্তিপত্র বাতিল করতে পারবেন।
৯) এ চুক্তিপত্রের মেয়াদ ০২-১১-২০২২ খ্রিঃ তারিখ হতে ০২-১১-২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
তবে দ্বিতীয় পক্ষের আগ্রহ এবং আলোচনা সাপেক্ষে নির্ধারিত ভাড়ায় চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে।

প্রথম পক্ষের স্বাক্ষরঃ

১। সাক্ষীর স্বাক্ষর

২। সাক্ষীর স্বাক্ষর

দ্বিতীয় পক্ষের স্বাক্ষরঃ

১। সাক্ষীর স্বাক্ষর

২। সাক্ষীর স্বাক্ষর

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?