Shebaru

চট্টগ্রামে বিদেশে উচ্চশিক্ষা মেলা ২০২৪

চট্টগ্রামে শিক্ষা মেলা

চট্টগ্রামে বিদেশে উচ্চশিক্ষা মেলা ২০২৪

প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ তথ্য নিয়ে বিশাল শিক্ষামেলা ২০২৪ (চট্টগ্রামে) এ আপনাকে সাদর আমন্ত্রণ। ইন্ডিয়ার নামকরা ৩৫ টির ও বেশি বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিনিধিদের সাথে ভারতের বিশ্ববিদ্যালয়ে ডিপ্লমা থেকে পিএইচডি পর্যন্ত ভিসা ও ভর্তি সংক্রান্ত সরাসরি কথা বলতে আগামী ২৮ ও ২৯ জুলাই চট্টগ্রামের হোটেল পেনিনসুলাা মেলায় আসার জন্য আহবান করছি।

কি কি সুবিধা পাবেন?

  • প্রবেশ সম্পূর্ণ ফ্রি।
  • শিক্ষার্থীকে ঢাকা টু ভারত ফ্রী এয়ার টিকেট । (শর্ত প্রযোজ্য)
  • স্কুল, ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর বা অনার্স, মাস্টার ও পিএইচডি লেভেল পর্যন্ত যেকোনো বিষয়ে ভর্তির নানা তথ্য।

চট্টগ্রামে উচ্চশিক্ষা সেমিনার এ যা শিখবেন?

ইন্ডিয়ায় উচ্চ শিক্ষার ব্যাপারে সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।
এখানে কি কি কোর্স, কি কি বিষয় পড়তে পারবেন? ফি কেমন? নুন্যতম যোগ্যতা কি?
Scholarship, Discount, Facilities, Credit Transfer,
Research Assistantship, Part-time Job, Post Study Job Facilities, Processing Steps, সবকিছু নিয়ে আলোচনা করা হয়।

সার্ভিস সমূহ:

বিদেশে উচ্চশিক্ষা সেমিনার, স্কলারশিপ ও বিদেশে ক্যারিয়ার বিষয়ক কাউন্সেলিং সেশন ।
এ সেশনে মালয়েশিয়া, ইন্ডিয়া, চায়না, কানাডা, ইউকে ইত্যাদি দেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক নানা প্রশ্নের জবাব দেওয়া হবে।
সেই সাথে স্টুডেন্টকে এটুজেড গাইডলাইন ও ক্যারিয়ার কাউন্সিলিং করা হবে। যাতে করে উচ্চশিক্ষার বিষয় নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

  • কোর্স এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন।
  • বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার ব্যবস্থা গ্রহণ।
  • ভর্তি আবেদনপত্র জমাদান ও ফি প্রদানে সহযোগিতা করা।
  • স্কলারশিপ পেতে সাহায্য করা।
  • ভিসা আবেদন প্রস্তুতির সব প্রয়োজনীয় পদক্ষেপ ও ডকুমেন্টেশন প্রস্তুতি ।
  • টিউশন ফি পেমেন্ট ।
  • যাতায়ত ও আবাসন এর সাশ্রয়ী ও ঝামেলা মুক্ত ব্যাবস্থা করা।

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক যেকোনো প্রয়োজনে-

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?