ডাবের পানি সৃষ্টিকর্তার এমন এক কুদরত যা অনেক সময় আপনার জীবন বাঁচাতে ভূমিকা পালন করবে। সে কারণে এটি কার রক্তের প্লাজমা সাথে তুলনা করা হয়ে থাকে।
চলুন জেনে নেওয়া যাক ডাবের পানি খাওয়ার নিয়ম
ডাবের পানি খাওয়ার নিয়ম ও উপকারিতা-
- ডাবের পানি মূলত এক ধরনের প্রাকৃতিক স্যালাইন।এতে বিভিন্ন ধরনের উপকারী উৎসেচক অর্থাৎ এনজাইম পাওয়া যায় জামাতের হজমে সহায়তা করে থাকে।
- আমাদের শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে আর সে কারণেই ক্ষতিকর খাবারের বদলে ডায়েটের রাখতে পারেন ডাব।
- ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং সোডিয়াম যা আমাদের শরীরের খনিজের অভাবে দিতে সহায়তা করে।
- ডাবের পানিতে বিভিন্ন ধরনের মূত্রবর্ধক উপাদান থাকে।যেটি আমাদের শরীরের শক্তি জোগাতে সহায়তা করে এবং থাইরয়েড হরমোন উৎপাদন বাড়ায়।
- এটি আমাদের হজমে সহায়তা করে। আর সে কারণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে ডাবের পানি খেয়ে দেখতে পারেন।এছাড়াও এটি ইউরিনারি ট্র্যাক্ট এ সংক্রমণকারী ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- এটি আমাদের ত্বকের আদ্রতা কমাতে সহায়তা করে।
- ফলে ব্রণের সমস্যা কম দেখা দেয়।তার পাশাপাশি নিঃসন্দেহে এটি দেহের পানির ভারসাম্য বজায় রাখে। তখনো শুষ্ক হতে দেয় না।
- সাধারণত সমুদ্র উপকূলে যে সকল মানুষ বসবাস করে তারা দিনে দুই থেকে তিনটি ডাব খেয়ে থাকে।এর ফলে তাদের শরীরে সার্বিকভাবে এক ধরনের ইমিউন সিস্টেম ডেভলপ হয়।আমাদের দেশের দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বলতে গেলে সারা দেশের প্রত্যেকটি অঞ্চলে পাওয়া যায়।
- সাধারণত শরীর চর্চা বা বিভিন্ন ধরনের পরিশ্রমের পর এটি আপনার শরীরের শক্তি পুনরুদ্ধার করতে সহায়তা করে। এর ফলে আপনি পুনরায় শারীরিকভাবে ফিট হয়ে ওঠেন।
- বিভিন্ন ধরনের মানসিক স্ট্রেস থেকে পরিত্রাণ পেতে ডাবের পানি বেশ কার্যকর ভূমিকা পালন করে। কাজেই চাইলে অফিসে কাজের ফাঁকে ডাবের পানি পান করুন। এটি আপনাকে শারীরিকভাবে চাঙ্গা রাখবে।
- রোজার মাসে অথবা যেকোনো ফাস্টিংয়ের সময় ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার না রেখে ডাবের পানি রাখতে পারেন। এটি সারাদিনের ক্লান্তি দূর করে, কাজ করার শক্তি কে পুনরুদ্ধার করবে।
এক ওয়েবে সব কিছু!
স্বাস্থ্য-সেবা | শিক্ষা-সেবা | চাকরি-সেবা |
---|---|---|
ডাক্তারের তালিকা | বিদেশে উচ্চশিক্ষা | চাকরির ভিসা |
হারবাল চিকিৎসা | মালয়েশিয়ায় উচ্চশিক্ষা | চাকরির আবেদন |
ফিজিও থেরাপি | স্কলারশিপ-সেমিনার | চাকরির খবর |
আশা করি সেবারু ডটকম এর ডাবের পানি খাওয়ার নিয়ম ব্লগ টি ভালো লেগেছে। কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন।
ও হাঁ, আপনিও কিন্তু এরকম ব্লগ লিখতে বা আমাদের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন! আগ্রহী হলে যোগাযোগ করুন।
আরও ভালো জানার জন্য ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। প্রবন্ধটি সংরক্ষণে রাখতে আপনার সোসাল মিডিয়ায় শেয়ার করে রাখুন।
যাতে প্রয়োজনে খুজে পেতে সহজ হয়। সাথে থাকার জন্য অন্তরের অন্তরস্থল থেকে এক রাশ প্রিতি ও ভালোবাসা রইল।