নিলাই ইউনিভার্সিটি (Nilai University) বর্তমানে মালয়েশিয়ার টপ বিশ্ববিদ্যালয় গুলোর ভেতর অন্যতম। নিলাই ক্যাম্পাসটি আধুনিক সব সুবিধাসহ ১০৫ একর জায়গা নিয়ে নির্মিত। নিলাই ইউনিভার্সিটির ক্যাম্পাসটি সেরেমবান নামক স্থানে অবস্থিত, যা কুয়ালালামপুরের খুবই কাছে। নিলাই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৯৯৮ সালে। প্রতিষ্ঠানটির ৮৫ শতাংশ ফ্যাকাল্টিই পিএচডি ডিগ্রিধারী। এখানে প্রকৌশল, নার্সিং, ব্যবসা এবং এ্যাকাউন্টিং, হসপিটালিটি এবং ট্যুরিজম, মাল্টিমিডিয়াসহ বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করার সুযোগ রয়েছে। সম্প্রতি নিলাই ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ ঘোষণা করেছে। ফাউন্ডেশন প্রগ্রামে ও লেভেলে কমপক্ষে ৫ সি এবং আই.ই.এল.টি. এস এ ৪ থাকতে হবে। ব্যাচেলরের জন্য IELTS- 5 থাকতে হবে। মালয়েশিয়ার নিলাই ইউনিভার্সিটি ভর্তি তথ্য বিষয়ে নিচে বিস্তারিত বর্ণনা করা হলো।
কেন পড়বেন নিলাই ইউনিভার্সিটিতে?
নিলাই বিশ্ববিদ্যালয় (নিলাই ইউ) সম্পূর্ণ \’বিশ্ববিদ্যালয়\’ মর্যাদা লাভ করেছে এবং মালয়েশিয়ার নেজেরি সেম্বিলান, নিলে, সেরেম্বান জেলাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় 1 শিক্ষার মাধ্যমটি ইংরেজি। নিলাই ইউতে ডিপ্লোমা, স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের তিনটি অনুষদ রয়েছে।
Nilai University এর গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ
- ২৪ ঘন্ট সিকিউরিটি ব্যাবস্থা।
- ১০০০ সিটের ফুড কোর্ট সাথে স্যাটেলাইট টিভি।
- ফরমাল ডাইনিং রেস্টুরেন্ট।
- ইন্টারনেট সুবিধা।
- সাটল বাস সার্ভিস।
- ওয়াইফাই সমৃদ্ধ ক্যাম্পাস।
- মসজিদ।
- বিদেশী শিক্ষার্থীদের জন্য এয়ারপোর্ট পিকাপ সুবিধা।
- জিমনেশিয়াম।
- লেকসাইট পার্ক ও জগিং প্লেস।
- সুইমিংপুল ও গলফ কোর্স।
- টেনিস কোর্ট সহ আরো অনেক সুবিধা।
ক্যাম্পাস এবং শিক্ষার্থী জনসংখ্যা
এর 105 একর (0.42 কিমি 2) ক্যাম্পাস কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 20 মিনিটের দূরে এবং রাজধানীর নগর কেন্দ্র থেকে আধ ঘন্টা দূরে। নীলাই ইউয়ের একটি সবুজ ক্যাম্পাস রয়েছে।
স্থানীয় শিক্ষার্থী এবং আন্তর্জাতিক আবেদনকারীরা এর ছাত্র জনসংখ্যার প্রায় 35%। আন্তর্জাতিক শিক্ষার্থীরা ৪০ টি দেশের, যার মধ্যে শ্রীলঙ্কা, চীন, কাজাখস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ এবং কম্বোডিয়া অন্তর্ভুক্ত।
অনুষদ সমূহ:
- ফাউন্ডেশন স্টাডিজ কেন্দ্র
- স্নাতকোত্তর স্টাডিজ জন্য কেন্দ্র
- ফলিত বিজ্ঞান অনুষদ
- ব্যবসায় অনুষদ
- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
- আতিথেয়তা এবং পর্যটন অনুষদ
- মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
নিলাই ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ লিংক:
Web sites: www.nilai.edu.my/
Scholarship: www.nilai.edu.my/scholarships-and-financial-aid
brochure: www.nilai.edu.my/programme-brochures
You Tube
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের খবর পাবেন কোথায়?
বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড (বি.এম.এস.সি.এল) বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশিপ ও ভর্তির জন্য সহযোগিতা প্রদান করে।
বি.এম.এস.সি.এল স্টুডেন্টের যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কোর্স এবং বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেয়।
এবং মালয়েশিয়ায় পড়তে চাইলে কি কি যোগ্যতা লাগে, স্কলারশিপ ২০২৪ অনলাইন আবেদন করা নিয়মসহ Study in Malaysia from Bangladesh
বিষয়ক সকল সেবা পাবেন এক ঠিকানায়। এবং ছাত্রদের জন্য মালয়েশিয়ায় পা্র্টটাইম জব সম্পর্কে ধারণা প্রদান করে থাকে।
এছাড়াও মালয়েশিয়া কলিং ভিসা সহ আপডেট মালয়েশিয়ার খবর পেতে আজই যোগাযোগ করুন বি.এম.এস.সি.এল এর নিচের ঠিকানায়।
ঠিকানা:সেবারু,২/৪ তৃতীয় তলা,ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।
ট্যাগ সমূহ: মালয়েশিয়ায় উচ্চশিক্ষা, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা ২০২৪, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ছাত্রদের জন্য মালয়েশিয়ায় পার্টটাইম জব, মালয়েশিয়া স্কলারশিপ ২০২৪, Malaysia Student Visa from Bangladesh, Study in Malaysia from Bangladesh,মালয়েশিয়ায় ডিপ্লোমা কোর্স, মালয়েশিয়ার খবর, মালয়েশিয়া কলিং ভিসা।