বাংলাদেশী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয় (আরইউসি)। বাংলাদেশি শিক্ষার্থীসহ নন-ইউরোপিয়ান শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
ছয়টি বিষয়ে স্নাতকোত্তরে এই স্কলারশিপ দেওয়া হচ্ছে
মাস্টার্স ইন নর্ডিক আরবান প্ল্যানিং স্টাডিজ[ Nordic Urban planning Studies]
মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স [Computer science]
মাস্টার্স ইন গ্লোবাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ [Global & Development Studies]
মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড গভর্ন্যান্স [International Politics & Governance]
মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন [Media & Communication]
মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। [Environmental Science]
সুযোগ-সুবিধাসমূহ:
নিম্নলিখিত সুযোগ-সুবিধাসমূহ এই স্কলারশিপ দিচ্ছে
- টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
- প্রতি মাসে ৭ হাজার ৮০০ ডেনিশ ক্রোন (প্রায় ১ লাখ ৫ হাজার টাকা) প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
- আবেদনকারীকে নন-ইউরোপিয়ান দেশের নাগরিক হতে হবে।
- আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- আবেদনকারীর ইংরেজিতে দক্ষতার সনদ জমা দিতে হবে। IELTS–এ ন্যূনতম ৬.৫পেতে হবে। অথবা TOEFL আইবিটিতে ন্যূনতম ৮৩ স্কোর থাকতেহবে। IELTS ও TOEFL স্কোর পাওয়ার মেয়াদ দুই বছরের বেশি হওয়া যাবে না।
- আবেদনকারীকে ডেনিশ ভাষায় দক্ষতা প্রদর্শন করতে হবে।
আবেদনের শেষ সময়:আগামী ১৫ জানুয়ারি
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন