সুইজারল্যান্ড এ ফুলফ্রি স্কলারশিপ এর সুযোগ বাংলাদেশ থেকে

সুইজারল্যান্ড এ ফুলফ্রি স্কলারশিপ এর সুযোগ বাংলাদেশ থেকে  বাংলাদেশী শিক্ষার্থীদের করার  দিচ্ছে সুইজারল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয় ।ফুলফ্রি স্কলারশিপ নিয়ে সুইজারল্যান্ড এ যাওয়ার সুযোগ, সাথে আছে আকর্ষণীয় সুবিধা! বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন  করতে পারবেন।২০২৪–এর জন্য এখনই আবেদন করুন ।

বৃত্তি–সংক্রান্ত সিদ্ধান্ত ২০২৪ মার্চের শেষে প্রার্থীদের জানানো হবে।

২০২৩–২৪ শিক্ষাবর্ষে ৬০টি স্কলারশিপ রয়েছে।

ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।Swiss Federal Institute of Technology নামে খ্যাত এই প্রতিষ্ঠানটি সরাসরি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক, শিক্ষা ও গবেষণা অধিদপ্তরের অধিভুক্ত।এই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদেরকে এক্সিলেন্স ইন সায়েন্স এন্ড টেকনোলজির ন্যাশনাল সেন্টার হিসেবে শিক্ষা প্রদান করা।

সুযোগ-সুবিধাসমূহ:

নির্বাচিত শিক্ষার্থীরা “ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় যে সকল সুযোগ-সুবিধা পাবেন তা বিস্তারিত আলোচনা করা হল-

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান ।
  • জীবনযাপন ও অধ্যয়নের খরচ বাবদ প্রতি সেমিস্টারে CHF 12,000 সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশী টাকায় প্রায় ১৩  লাখ টাকা) ।
  • টিউশন ফি মওকুফ

স্কলারশিপ এর বিষয়সমূহ:

নিম্নলিখিত বিয়য়সমূহের উপর  স্কলারশিপ দেওয়া হয়ে থাকে

স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং [Architect and civil Engineering]

সিস্টেম ওরিয়েন্টেড ন্যাচারাল সায়েন্স [System Oriented Natural Science]

ন্যাচেরাল সায়েন্স অ্যান্ড ম্যাথ [Natural Science and Math]

ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স [Management and Social Science]

ইঞ্জিনিয়ারিং সায়েন্স [Engineering Science]

আবেদন যোগ্যতা:

এ ফুলফ্রি স্কলারশিপ পেতে  হলে আবেদনকারীর যে সকল  যোগ্যতা থাকতে হবে-

  • স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
  • ভাল একাডেমিক ফলাফল হতে হবে।
  • আবেদনকারীকে মাস্টার্সের থিসিসের বিষয়ের ওপর প্রপোজাল জমা দিতে হবে
  • ইংরেজি কিংবা জার্মান ভাষা জানতে হবে।
  • কোনো শিক্ষার্থী আগে এই অ্যাওয়ার্ড নিয়ে থাকেন কিংবা মাস্টার্স ডিগ্রিধারী হন তাহলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

প্রয়োজনীয়  ডকুমেন্টস:

আবেদন করতে  গেলে যা যা লাগবে-

অ্যাপ্লিকেশন ফরম।

সিভি, পাসপোর্টের কপি।

রিসার্চ প্রপোজাল।

মোটিভেশন লেটার।

রেফারেন্স লেটার।

ভাষা দক্ষতার সার্টিফিকেট।

বাছাই পর্ব:

আবেদনপত্রগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া কমিটি দ্বারা বাছাই করার পর ফান্ডের উপর ভিত্তি করে বার্ষিক শিক্ষাবৃত্তিগুলো দেয়া হয় ।

আবেদনকারীর সিজিপিএ, আর্থিক অবস্থাসহ সবকিছু বিবেচনা করে এক্সিলেন্স মাস্টার্স স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। প্রতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হয়।

আবেদনের শেষ সময় : 

১৫ ডিসেম্বর, ২০২৩।

আবেদন করতে এবং  বিস্তারিত জানতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *