ব্লগিং করে কত টাকা আয় করা যায় তা নিয়ে চিন্তা আমাদের সবার। আমরা ভাবি ব্লগিং করে ক্যারিয়ার গঠন একেবারেই সম্ভব
নয়। অথচ আজকের ২০২২ এ এসে আপনি যদি ব্লগিং পেশায় থাকেন তবে নিশ্চিত জেনে নিন আপনার আগামী অনেক সুন্দর।
কারন ডিজিটাল এই যুগে মানুষের যেমন পণ্যের চাহিদার শেষ নেই, তেমনই লেখার কোন শেষ নেই। আর তাই ব্লগিং নিয়ে চিন্তার
কিছু নেই। আজকের এই আর্টিকেলে চলুন সবার আগে জেনে নেই ব্লগিং বলতে কি বুঝানো হয়। আর তারপরে জানব ব্লগিং করে
কত টাকা আয় করা যায় তা নিয়ে।
Blogging বা ব্লগিং কি কিভাবে ব্লগিং করবেন ?
অনলাইনে লেখালেখি করাকে ব্লগিং বলে। আর এই অনলাইনের লেখার মাধ্যমে আপনার লেখা পৌঁছে যায় বিশ্বব্যাপী সবার কাছে ।
লেখক তার লেখাকে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগিং সাইটে লিখতে পারে। এটিকে ব্লগিং বলে। আপনার পছন্দের বিষয়ের উপর ব্লগ
লিখতে পারবেন। এছাড়া চাইলে লেখক নিজের ওয়েবসাইট থেকেও তার ব্লগ প্রকাশ করতে পারে। যারা ব্লগ লিখে তাদের ব্লগার
বলা হয়।
কিভাবে বানাব ব্লগ সাইট?
ব্লগ সাইট এ লেখার সময় প্রায়ই সবার মনে প্রশ্ন জাগে কিভাবে ব্লগ সাইট বানায় বা কিভাবে বানাব তা সম্পর্কে। আসলে
ব্লগসাইট বানানো খুবই সোজা। যে কেউ চাইলে টাকার বিনিময়ে ব্লগ সাইট খুলতে পারবেন। তবে আপনি যদি একেবারেই নতুন
হন এই পেশায় তবে শুরুতেই আপনি ব্লগ সাইট খুলবেন না। তার চেয়ে আগে কিছুদিন বিভিন্ন জনপ্রিয় ব্লগ সাইটে কাজ করে
নিজের দক্ষতা বৃদ্ধি করুন। জনপ্রিয় চারটি মাধ্যম আছে যার সাহায্যে আপনি আপনার ব্লগ সাইট খুলতে পারেন। আর সেই মাধ্যম
গুলো হলঃ
১। ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট
জনপ্রিয় এই ব্লগ সাইটটি ব্যবহার একেবারেই সোজা। আর তাই এটি ব্যাপক ব্যবহৃত অনলাইন বিশ্বে। আপনি ব্লগ লিখার জন্য ফ্রিতেই
এখানে এখনই একটি ওয়েবসাইট খুলে আপনার ব্লগ লিখা শুরু করতে পারেন। তবে ফ্রি সাইট বলে আপনি লিখে এর থেকে আয়
করতে পারবেন না। আর তারজন্য আপনাকে নিতে হবে হোস্টিং আর এটি কিছু টাকার বিনিময়ে আপনাকে কিনে নিতে হবে। আর
প্রতি বছর টাকা দিয়ে তা রিনিউ করাতে হবে। এছাড়া এইখানে আপনি যেকোন ট্যাম্পলেট ব্যবহার করে লিখতে পারবেন ইচ্ছে মত।
২। ব্লগার সাইট
এটি সবচেয়ে জনপ্রিয় ব্লগাদের মধ্যে। কারন এর মাধ্যমেই সকল ব্লগার তার আত্মপ্রকাশ ঘটিয়েছে বলা যায়। আপনি চাইলে একাউন্ট
খুলে আপনার লেখা লেখি চালু করতে পারেন এই সাইট থেকে। এর জন্য তেমন একটা টাকা ব্যয় করতে হয় না। আর সবার
পরিচিত বিধায় এতে লিখে আলাদা মজা পাওয়া যায়। এই সাইটগুলোতে বিভিন্ন ফোরাম থাকে চাইলে সেখানে আপনি লিখতে পারেন।
আর আয় করতে পারেন।
৩। ওয়েব্লি সাইট
এই প্ল্যাটফর্মে আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে একাউন্ট করে আপনার ব্যবসা বা লেখা লেখি করতে পারেন। আর একটি ইউনিক
নাম বাছাই করে ডোমেইন আর হোস্টিং নিয়ে খুলে ফেলুন আপনার একাউন্ট এই সাইটে আজই। আর আয় করুন নিজের লেখনির
দিয়ে। আর এই মাধ্যমগুলোতে অবশ্যই ওয়েবসাইট বানাতে আগে চেক করবেন কি নাম এভেইলেবেল। কারন নামের উপরও নির্ভর
করে আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা। তাই বেছে নিবেন নিস আপনার কাজ অনুযায়ী।
৪। জুমলা সাইট
এই নতুন ইন্টারনেট দুনিয়ায় জুমলা একটি নতুন ক্রেজ। যদিও নামে ততটা লোকপ্রিয় না হলেও কাজে তা লোক সমাদৃত। আর সে
জন্যই দিন দিন সবার কাছের প্রিয় ওয়েবসাইট হয়ে উঠেছে এই জুমলা। বাকি সাইট গুলোর মতই টাকা দিয়ে কিনতে হবে এখানেও।
তবে আরও কিছু অত্যাধুনিক ফিচার যোগে জুমলা আগামী নেট সেনসেশনে পরিনত হবে তা সহজেই অনুমেয়।
সত্যি কি ব্লগিং করে টাকা আয় করা যায়?
আপনি আপনার লেখার বিনিময়ে আয় করবেন। বিভিন্ন সাইটে যখন আপনার লেখা যাবে তার উপর ভিত্তি করে আপনি পেতে পারেন
নির্দিষ্ট টাকা। এটি লেখার মানের উপরও নির্ভর করে। একজন লেখক লেখা সরাসরি বিক্রি করতে পারে। বা চাইলে সে তার
ওয়েবসাইটে প্রকাশ করে গুগল এড সন্স এর দিয়ে আয় হবে যা আপনার লেখার উপর ভিত্তি করে পাওয়া যায়। আপনি কি
পরিমান ট্রাফিক আনতে পারবেন তার উপর ভিত্তি করে আপনি আয় করতে পারবেন। আর যেকেউ মিনিমাম ২০,০০ হাজার
থেকে প্রায় ৮০,০০০ বা ১ লক্ষ টাকা ইনকাম করতে পারে তার কাজের উপর। এছাড়া সিটিয়ার দিয়েও আয় করা যায়। তবে তার নিয়ম
ভিন্ন।
আরও পড়ুন: সাংবাদিকতা করে টাকা আয়…
ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স !
২০২৩ সালের নতুন বছর উপলক্ষ্যে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স করে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সযোগ দিচ্ছে সেবারু ডট কম।
নিচের লিংক এ দেওয়া গুগল ফরমটি ক্লিক করুন এবং পুরণ করুন। আমাদের টিমমেম্বাররা আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাশের লিংক দিয়ে দেবে ইনশাআল্লাহ।
এছাড়া প্রায় সবার মনে প্রশ্ন ব্লগিং করে কত টাকা আয় করা যায় বা ওয়েবসাইট গুলো খুলে কিভাবে। আসলে সব কিছু
জানা সম্ভব যদি আপনি তা সম্পর্কে সম্পূর্ন তথ্য জানার চেষ্টা করেন। এর জন্য চাইলে আপনি অনলাইনে পড়ে জানতে পারেন বা
ইউটিউবে সব তথ্য জেনে নিন। হোস্টিং আর ইউনিক ডোমেইন নিয়ে যেকোন প্ল্যাটফর্মে আজই খুলুন আপনার ওয়েবসাইট আর ব্লগিং
শুরু করে টাকা ইনকাম করুন সহজেই। আর দূর করুন দুঃশ্চিন্তা ব্লগিং করে কত টাকা আয় করা যায় এই মিথ্যে ভয়কে।
আপনার মুল্যবান মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। তাছাড়া আপনি আর কি বিষয়ে জানতে চান সে সম্পর্কেও জানাতে পারেন আমাদের।
আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।
যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।