২০২১ সাল থেকে নতুন করে শুরু হচ্ছে Canada Business Immigration ভিসা ! কানাডা সরকার এর Sturt Up Business
ভিসার মাধ্যমে আপনি চাইলেই বার থেকে চৌদ্দ মাসের মধ্যেই কানাডাতে স্বপরিবারে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে নিতে পারেন।
আর এর জন্য আপনাকে কানাডায় ব্যবসায় একজন্য উদ্যোক্তা হলেই চলবে। কানাডা এমন প্রতিভাবান উদ্যোক্তাদের সন্ধান করছে যারা কানাডাতে
তার পরিবারের স্থায়ী অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি উদ্ভাবনশীল ব্যবসা আরম্ভ করবে।
কি কি ডকুমেন্ট লাগবে?
Canada Business Immigration এর জন্য শুধু প্রয়োজন Proper documentation আপনার ব্যবসায়ীক তথ্য ও ব্যবসায়ীক কাগজপত্র, সঠিক Application এর মাধ্যমে Processing Capability অনুযায়ী Program Selection এবং কানাডা গর্ভামেন্টের নির্দেশনা অনুযায়ী সঠিক পদ্ধতি অবলম্বন, এভাবেই হয়ে উঠে Successful Migration.
কি কি যোগ্যতা লাগবেঃ
কানাডার ব্যবসায়িক ভিসার জন্য নিচের যোগ্যতা গুলি আপনার থাকতে হবে।
- যে কোনো বয়সের মানুষ আবেদন করতে পারবেন
- কমপক্ষে HSC পাশ হতে হবে (ECA এর প্রয়োজন নেই )
- IELTS স্কোর CLB -৫
- বিগত ৫ বছরের ভিতর কমপক্ষে 3 বছরের Business/Job অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন- কানাডায় ২০২১ সালে জব ভিসা লাভের উপায়…
কেন Canada Business Immigration?
কানাডাতে Start up ভিসার (Business Immigration ) মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে কারণ COVID 19 এর কারনে কানাডার বিজনেস কে আরও গতিশীল করার জন্যই এই প্রোগ্রাম ।
কত জন্য লোক নেওয়া হবে?
2021-2023 সালে 12 লাখের বেশি লোক নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।
রুরাল নর্দান প্রগ্রাম সম্পর্কে আরও জানুন এখানে…
কানাডাতে স্টার্টআপ ভিসার মাদ্ধমে স্থায়ীভাবে বসবাস
স্টার্টআপ ভিসা তে কোয়ালিফাই করতে হলে আপনাকে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে উপস্থাপন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে উদ্যোক্তাদের জন্য আলাদা ভিসা ব্যবস্থা থাকলেও সেইসব পেপার ওয়ার্ক ও ডকুমেন্টেশন শেষ করতে কয়েক বছর লেগে যায়! এই দিক থেকে কানাডার উদ্যোক্তা ভিসা সম্পূর্ণ ভিন্ন।
কি কি শর্ত পূরণ করতে হবে?
আসুন এক নজরে দেখে আসি কিছু শর্ত যেটা পূরণ করে আপনিও পেতে পারেন সপরিবারে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি।
স্টার্টআপ ভিসার প্রথম শর্ত অনুসারে কানাডার ২৫টি মনোনীত ইনকিউবেটর এর যেকোনো একটি থেকে আপনাকে অফার লেটার সংগ্রহ করতে হবে। ইনকিউবেটর গুলো কেয়কটি বিষয় বিবেচনা করে আপনাকে মনোনয়ন দিবে! যেমন:
১। আপনার ব্যবসায়িক ধারণা স্বতন্ত্র অর্থাৎ আপনি একজন উদ্যোক্তা
২। আপনি কানাডা এ এসে অন্য কানাডিয়ান এর জন্য জব ক্রিয়েট করতে পারবেন।
৩। ব্যবসাটি রপ্তানিমুখী
নির্দিষ্ট অংকের টাকা ইনভেস্টমেন্ট এর মাধ্যমে আপনার ব্যবসার ধরণ ইনকিউবেটর প্রশিক্ষণ, MVP (Minimum Viable Product) প্ল্যান সম্পন্ন করে আপনার ইনকিউবেটর এর সাথে যোগাযোগ স্থাপন এবং মনোনয়ন সংগ্রহ করতে সক্ষম।
How you can make a successful application?
One of the unique things about the Canada Incubator Startup Program is that you can get permanent residency immediately if you can make a successful application within 12-16 months, unlike many other investor programs available in other countries which take several years to gain Permanent residency status.
The way it works for Canada Startup Incubator Program is you have to be accepted by one of the designated incubators in Canada. There are 25 Designated Incubators in Canada, once they accept your application, the likelihood that your application will be granted skyrockets.
The key requirements to get your application accepted by the designated incubator is to have a
• Innovative and Unique Idea
• Can Create jobs for Canadians
• Can compete on a global Scale-Export Oriented
By investing a certain amount of CAD we can help you build your business plan, Online Training,
MVP (Minimum Viable Product) Plan to secure an offer letter from the incubator.
Source: www.cic.gc.ca
আমাদের সেবাঃ-
Educational Credential Assessment (ECA) ফাইল প্রসেসিং ECA Payment Solution (Online Payment)
ECA file review and Check
Inquiry Management for Your ECA
Document Collection and Drop service
Immigration file processing (Business Migration ,Express Entry and PNP)
আরো বিস্তারিত তথ্যের জন্য সরাসরি আমাদের নির্ধারিত স্থায়ী ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের দীর্ঘ ১৮ বছরের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা
এবং আমাদের Migration Specialist এর সহযোগীতা ও পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করুন।