উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর এশিয়ার কেন্দ্র হিসেবে বিবেচিত। প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় বিশ হাজার রোগী সিংগাপুরে চিকিৎসা সেবা নেয়ার জন্য যান।
সিঙ্গাপুরে চিকিৎসার মান উন্নত বিশ্বের মতই অথচ খরচ তুলনামূলক কম। অথচ তথ্য না জানার কারণে ব্যয়ের পরিমান অনেক বেড়ে যায়।
নিচে সিঙ্গাপুরের চিকিৎসা সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
সিঙ্গাপুরে চিকিৎসা সেবার ধরণ:
সিঙ্গাপুরে সরকারী ও বেসরকারী এই দুই ধরণের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ রয়েছে। সিঙ্গাপুরের কয়েকটি উল্লখেযোগ্য সরকারী হসপিটাল গুলো হচ্ছে- National University Hospital, Alexandra Hospital , Changi General Hospital, Khoo Teck Puat Hospital, Singapore General Hospital, Tan Tock Seng Hospital ইত্যাদি।
সিঙ্গাপুরের হাসপাতাল সমূহ
সিঙ্গাপুরের কিছু সরকারী বিশেষায়িত সেন্টার রয়েছে যেমন, Johns Hopkins Singapore International Medical Centre, Communicable Disease Centre,
National Dental Centre, National Skin Centre, KK Women’s and Children’s Hospital, National Neuroscience Institute,
Institute of Mental Health, Singapore National Eye Centre, National Cancer Centre ইত্যাদি। শিশুদের ও মহিলাদের জন্য KK Women’s and Children’s Hospital খুব ভালো। ক্যান্সারের ক্ষেত্রে National Cancer Centre প্রথম চয়েস হওয়া উচিত।
কিভাবে ডাক্তারের আ্যাপোয়েনমেন্ট নেবেন?
চিকিৎসার সংক্রান্ত গুরুত্বপুর্ন মেডিক্যাল রিপোর্ট স্কান কপি করে ই-ইমেলে পাঠাতে হবে। এই তথ্য দিয়ে সার্ভিস ডিপার্টমেন্ট হসপিটালের উপযুক্ত চিকিৎসা ডিপার্টমেন্টের সাথে পরামর্শ করে ই-মেইলের উওর দিবে এবং খরচ সম্পর্কে মোটামুটি ধারনা দিবে।
একটি Disease sumarry’র নমুনা প্রদান করা হল
Name: তাহের আলী
Age: ৮ years
Height and weight: ৩৪ inches and ৫৬ kg.
Disease Diagnosed: Hepatoblastoma in middle of the right lobe. The mass is about 79mm/78mm in size.
First detected on: June 20৩৪
Patient background:
(1) Pre-mature baby with low birth weight . Still his body weight is lower than average.
(2) Stomach pain from birth. Had lactose intolerance, upper stomach swelling, lack of appetite.
(3) Recently, he had suffered from 3 episodes of high fever with stomach swelling. After the 3rd episode he was diagnosed with Hepatoblastoma.
Last time the fever continued for 2৪-2৪days.
Current status: Received 3 doses of chemotherapy. His conditions are mentioned as clinically improved. Currently he does not have fever, stomach pain or swelling. His appetite also improved.
সিঙ্গাপুর আই হসপিটাল বা অন্য হাসপাতালে এ ভর্তির জন্য আমাদের সাথেও নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুন:
ভারতে চিকিৎসা ও চিকিৎসার খরচ…
ভারতে ক্যান্সার চিকিৎসা ও খরচ…
চিকিৎসার খরচ কেমন হবে?
রোগের ধরন ও চিকিৎসা কত দিন স্থায়ী হয় তার উপর খরচ নির্ভর করে অনেকখানি। কেমোথেরাপী নিতে হলে বেশ কয়েক সপ্তাহ অবস্থান করতে হয়। এক্ষেত্রে হোটেলের বিল অনেক হতে পারে। তাছাড়া হিডেন কস্ট বা গুপ্ত খরচ রয়েছে অনেক। এজন্য অনেকে এসমস্ত ধারণা না নিয়েই বিদেশে এসে বিপদে পড়ে যান।
দীর্ঘ মেয়াদী ট্রিটমেন্ট নিলে বাংলাদেশী কোন বাসায় সাব-লেট হিসেবে ভাড়া নেয়া যায়। এর জন্য আগে থেকে যোগাযোগ করতে চেষ্টা করা যেতে পারে। অন্যদিকে, সাধারন মানের এপার্টেমেন্টও ভাড়া নেয়া যায়। এ জাতীয় তথ্য অন-লাইন সার্চ করলেও পাওয়া যায়।
সিংগাপুরের পাবলিক ট্রান্সপোর্ট বিশ্বে সবচেয়ে উন্নত ও সহজলভ্য। অতিরিক্ত জ্যাম কমানোর জন্য পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতকে উৎসাহিত করা হয়। যেকোন রেইল স্টেশন (MRT station) থেকে S$১০ ডলারের কার্ড পাওয়া যায়। এটি দিয়ে ট্রেন ও বাস দুটোতেই যাতায়ত করা যায়।
ট্যাগ: মাউন্ট এলিজাবেথ হাসপাতালের খরচ, সিঙ্গাপুর হাসপাতাল, সিঙ্গাপুর চিকিৎসা খরচ, এশিয়ার সেরা হাসপাতাল, সিঙ্গাপুরে ক্যান্সার চিকিৎসা, বিশ্বের সবচেয়ে ভালো হাসপাতাল কোথায়?