Shebaru

ব্যবসায় সফল হওয়ার উপায়

সেবারু

ব্যবসায় সফল হওয়ার উপায়

ব্যবসায় সফল হওয়ার সহজ উপায় মূলত তিনটি। যথা- সততা, কঠোন পরিশ্রম ও ভাগ্য। তবে অসৎ হলেও ব্যবসা করে ধনী হওয়া যায়।
কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না। এক কথায় ব্যবসা হলো ধনী হওয়ার হাতিয়ার। তবে ব্যবসা করলেই যে ধনী হয়ে যাবেন ব্যাপারটা সেরকম না।
ব্যবসায় উন্নতি করতে হলে কিছু বিষয় মেনে চলতে হবে। ব্যবসা করতে গেলে আপনাকে হোঁচট খেতেই হবে। সেক্ষেত্রে হতাশ হলে চলবে না।
প্রয়োজনে শুরু থেকেই শুরু করতে হবে। বিন্দু থেকেই একদিন সৎ ব্যবসায়ীরা বৃত্ত গড়ে তোলেন। যাই হোক নিচে বেশ কিছু টিপস তুলে
ধরা হল যেগুলো একজন ব্যবসায়ীর জন্য খুবই গুরুত্ব পূর্ণ।

ব্যবসার সঠিক পরিকল্পনা গ্রহণ করুন

একটি ব্যবসার সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে সঠিক পরিকল্পনা গ্রহণ। কেননা ব্যবসা এমন একটি প্লাটফর্ম যেখানে প্রতিনিয়ত আপনাকে রিস্ক নিতে হয়। প্রতিটি পদক্ষেপেই আপনাকে রিস্ক অথবা রিস্কি ডিসিশনের সম্মুখীন হতে হবে এবং এটাই বাস্তব। প্রতিটি ব্যবসায়ীরাই রিস্ক নিয়ে থাকেন, কিন্তু সফল ব্যবসায়ীরা রিস্ক নেয়ার সাথে সাথে তার ভবিষ্যৎ ফলাফল ও কষে ফেলে আর সে কারনেই তারা আজ সফল ব্যবসায়ী। তাই ব্যবসায় সফলতা অর্জন করতে হলে আপনাকেও এই কৌশল অবলম্বন করতে হবে। তাই আপনার পরিকল্পনার ‘বাজে দিক কি?’ আপনি যদি এই প্রশ্নটি করেন তবে আপনি আপনার পরিকল্পনার সবচেয়ে খারাপ অবস্থা জানতে পারবেন এবং সেটা পরিমাপ করে সে অনুসারে পরিকল্পনা গ্রহন করুন যেটা আপনাকে চমৎকার সাফল্য দেবে।

ক্রেতা বা সেবাগ্রহীকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করুন

উন্নত মানের সেবা যেমন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে ঠিক তেমনি আপনাকে সাফল্যের করিডোরে পৌঁছানোর জন্যে সাহায্য করতে পারে।
এটা একটি পরিক্ষিত কৌশল। অনেক সফল ব্যবসায়ী আছেন যারা ভুলে যান যে, কাস্টমারকে উন্নত মানের সেবা প্রদান অতিব গুরুত্বপূর্ণ বিষয়।
যদি কাস্টমারদের উন্নত সেবা প্রদান করেন তবে তারা পরেরবার আপনার কাছে আসবে যেটা আপনার পন্যকে ক্রেতাদের মাঝে জনপ্রিয় করে তুলবে।
পক্ষান্তরে আপনি যদি নিম্নমানের সেবা প্রদান করেন তাহলে কাষ্টমারদের আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে বিরূপ ধারনা তৈরি হবে।

ব্যবসায় সৃজনশীলতা দেখান

সময়ের সাথে সাথে মানুষের চাহিদা, চিন্তাভাবনার ধরন ও পরিবর্তীত হয়েছে। প্রতিনিয়তই বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা, আসছে নানা ধরনের নতুন নতুন আইডিয়া।
তৈরী হচ্ছে নানান সৃষ্টিশীলতা। তাই এই ডিজিটাল প্লাটফর্মে নিজের অস্তিত্বকে টিকিয়ে ব্যবসা সফল হতে হলে আপনাকেও সৃজনশীল হতে হবে।
আর তা নাহলে হোচট খেয়ে আপনাকেও ব্যর্থতার তকমা কপালে লাগবেই। তাই আপনার ব্যবসাকে উন্নত করার জন্যে প্রতিনিয়ত নতুন পন্থা
অবলম্বন করুন যাতে করে আপনার এই পন্থা অন্য সবার প্রতিােগিতার বাহিরে থাকে।
নিত্যনতুন আইডিয়া ও পরিকল্পনা এবং নতুন পন্থাকে গ্রহন করার জন্য সবসময় প্রস্তুত থাকুন।

নিয়ম মাফিক ব্যবসা পরিচালনা করুন

একটি অগোছালো মানুষ কখনোই জীবনে উন্নতি সাধন করতে পারে না। তাই একজন ব্যবসায়ী যদি অগোছালো হয় তাহলে তার ব্যবসায় সাফল্য কখনোই আসবে না কেননা ব্যবসা এমন একটি বিষয় যেখানে ফাঁকিবাজি কোনো স্থান নেই। ফাঁকিবাজ আপনাকে ব্যর্থতার রাস্তায় প্রেরণ করবে। অপর দিকে আপনি যদি গোছানো এবং একজন পরিপাটি মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারেন তাহলে এই অভ্যাসটি আপনাকে সফলতার বিশাল সিঁড়ির একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।
তাছাড়া গোছানো থাকলে সময়ের অপচয় কম হয় আর সেই সময়টুকু কাজে ব্যাবহার করলে কাজের উন্নতি সাধন হবে।
প্রতিটি জিনিসের বিস্তারিত বিবরণ রাখুন। সফল ব্যবসায়ীরা তাদের প্রতিটি জিনিসের বিস্তারিত বিবরণ সংরক্ষণ করে।
কেননা ব্যবসা করতে হলে বেহিসাবি হলে একদমই চলবে না। তাহলে ব্যবসায় ধস নামতে পারে।
ব্যবসার ক্ষেত্রে একটি জিনিসের হিসেব না মেলাতে পারলেই বিরাট সমস্যা দেখা দেয়। এভাবে চলতে থাকলে লাভের থেকে ক্ষতির মুখই বেশি দেখতে হবে।
পরিকল্পনা বাস্তবায়নের পথে কি কি বাধা আছে এবং তা রোধ করার জন্যে আপনাকে কি ব্যবস্থা নিতে হবে।

নানাবিধ ব্যবসায়ীক অভিজ্ঞতা লাভ করুন

জীবনের সাফল্যের জন্য বহুমাক্রিক অভিজ্ঞতা প্রয়োজন। আপনার অভিজ্ঞতার ভাণ্ডার যত বড় হবে সাফল্যের সম্ভাবনাও তত ভালো হবে।
এজন্য আপনাকে চেষ্টা করতে হবে নিত্য-নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে। পাশাপাশি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ ও নতুন বিষয় শিখতে থাকুন।

প্রতিযোগিতা বের করুন ও সতর্ক থাকুন

প্রতিযোগিতা আপনার মস্তিষ্ককে সক্রিয় করে তোলবে।ফলে কাজ দ্রুত সম্পূর্ণ হবে এবং অধিক পরিমানে কাজ করতে পারবেন।
ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে হবে।
সাথে সাথে আপনাকে অবশ্যই আপনার প্রতিদ্বন্দ্বিদের ব্যাপারে মনোযোগী হতে হবে।এবং তাদের কর্মপরিকল্পনা সাজিয়ে নিতে হবে।
যার ফলে আপনি প্রতিযোগিদের মোকাবেলা করতে পারবেন।

ব্যবসার দিকে পূর্ণ মনোযোগ রাখুন

আপনি একটি ব্যবসা আরম্ভ করেছেন এর মানে এই নয় যে, আপনি রাতারাতি টাকা উপার্জন শুরু করে বড় লোক হয়ে যাবেন।
আপনার ব্যবসার স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জনে একনিষ্ঠ থাকুন এবং বাকিটা ব্যবসার নিজস্ব গতির উপর ছেড়ে দিন ও ত্যাগের জন্যে প্রস্তুত থাকুন।
একটি ব্যবসা দাড় করানো সহজ কথা নয়। তবে একবার আরম্ভ করলে আপনার কাজ শুরু হয়ে গেলো।
ব্যবসায় মোনোযোগ ঠিক রাখতে পারলে আপনি আপনার ব্যবসায় অবশ্যই সফল হবেন।

আরও পড়ুন: বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা

লিরলস হওয়া ব্যবসায় সফল হওয়ার অন্যতম উপায়

ব্যবসায় সফলতা দীর্ঘায়ু করার ক্ষেত্রে ধারাবাহিতার বিকল্প আর কিছু হতে পারে না। ধারাবাহিকভাবে আপনাকে আপনার কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়ন করে যেতে হবে। যেটা আপনাকে ক্রেতাদের মাঝে বিশ্বস্ত করে তুলবে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাবে।
অন্য দিকে ধারাবাহিকতা বজায় না রাখলে ক্রেতাসাধারণ আপনার প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে আপনার কপালে ব্যর্থতার তিলক লাগিয়ে দেবে।
সুতরাং ব্যবসায় সফল হতে হলে ধারাবাহিতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।

শেষ কথা হল, ব্যবসা একটি লম্ব ভ্রমণ। কষ্টকর ভ্রমণ শেষে গন্তব্যে পৌঁছলে যেমন আনন্দ লাগে, তেমনি কষ্ট করে ব্যবসায়
সফল হলে আনান্দের শেষ থাকে না।ব্যবসায় সফল হওয়ার উপায় জানতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?