বর্তমান বিশ্বায়নের যুগে মানুষ অনেক বেশি ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছে সকল ক্ষেত্রে। আর তারই প্রমান হল
এই সেক্টরে কাজের চাহিদা ও লোক বেড়ে যাওয়া। মানুষ এখন ফ্রিল্যান্সিং এর দিকে বেশি ঝুঁকছে। যার ফলশ্রুতিতে আমাদের
আজকের আলোচনার বিষয় হল \”ফ্রিল্যান্সিং শেখার বই\”। এইখানে আমরা আলোচনা করব সেই সব বই নিয়ে যা মানুষের
কাছে জনপ্রিয় এবং যেখান থেকে আপনি ধারনা পাবেন কিভাবে স্কিল ডেভোলাপ করে ফ্রিল্যান্সার হয়ে উঠা যায়। আর তাই
আমরা অনেক যাচাই বাছাই করে উল্লেখযোগ্য কিছু ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং শেখার বই এর তালিকা আর Pdf download
লিংক তৈরি করেছি।
ফ্রিল্যান্সিং শেখার বইয়ের তালিকা
যেহেতু এটি একটি আন্তর্জাতিক কাজের ক্ষেত্র। তাই এই সম্পর্কিত অধিকাংশ বই রচিত হয়েছে ইংরেজিতে। তবে বাংলাদেশের
অধিকাংশ মানুষ এখন এই সেক্টরের দিকে ঝুঁকছে বিধায় আমাদের সফল ফ্রিল্যান্সাররা তাদের অভিজ্ঞতার আলোকে অনেক বই
রচনা করেছেন। যার থেকে বাছাইকৃত কিছু বই নিয়ে আমাদের রিভিউ বা মতামত জানাব আজ।
- হাবলুদের ফ্রিল্যান্সিং
- ইন্টারনেট থেকে আয়
- ফ্রিল্যান্স ক্যারিয়ার
- মেয়েদের ফ্রিল্যান্সিং
- ইল্যান্স গাইডলাইন
- ফ্রিল্যান্সিং গুরু
- ফ্রিল্যান্সার ডট কম
১। হাবলুদের ফ্রিল্যান্সিং- জয়িতা ব্যানার্জী
জয়িতা ব্যানার্জী একজন সংগ্রামী ফ্রিল্যান্সার। আপনি বইয়ের নাম শুনেই ভাবতে পারেন এ আবার কেমন হেঁয়ালিপূর্ণ নাম।
তবে লিখিকা এখানে নিজেকে হাবলু বলে তুলনা করেছেন। কারন তিনি যখন ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহী হন, তখন এই নিয়ে
তার তেমন কোন ধারনাই ছিল না। যার কারনে অনেক বাঁধার মুখে তাকে পড়তে হয়। কিভাবে সেই বাধা অতিক্রম করে আজ
তিনি একজন সফল ফ্রিল্যান্সার তা তুলে ধরেছেন। এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে বলা হয়েছে।
আপনি যদি ১০ মিনিট স্কুল সম্পর্কে জানেন তবে জয়িতার গল্প নিয়ে আর সফলতা নিয়েও জানবেন। কিভাবে তিনি লক্ষ লক্ষ
টাকা ইনকাম করছেন তা নিয়ে। এছাড়া তিনি এখন কোর্স ও নেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে গড়বেন তা নিয়ে। তাই যারা
নতুন এবং ক্যারিয়ার গড়তে চান এই সেক্টরে তারা অবশ্যই এই বই পড়ে কিছুটা ধারনা পাবেন পরবর্তি পদক্ষেপ নিয়ে। আর
বইটি পেতে চেক করুন রকমারি অনলাইন বুকশপে।
২। ইন্টারনেট থেকে আয়- ফ্রিল্যান্সার নাসিম
আমদের বাংলাদেশে সবচেয়ে আলোচিত ফ্রিল্যান্সার হল নাসিম। যারা এই ক্যারিয়ারে আসতে চান প্রায় সবাই কম বেশি তার
সম্পর্কে জানে। কারন সে অনেক কম সময়ে বেশ ভালো নাম করেছে মার্কেটপ্লেসে আর তার ওয়েব ডিজাইন ও ডেভোলাপমেন্ট
কাজের ক্ষেত্রে। আর তার সেই পথ চলার সব বর্ণনা আর কিভাবে আপনি কাজের ক্ষেত্র বেছে নিবেন তার কর্ম পরিকল্পনা দেয়া
আছে এখানে।
এই বইটি মূলত দিক নির্দেষনা মূলক বই। যেখানে যারা স্কিল ডেভোলাপ করতে চায় তারা একটি সঠিক দিকের নির্দেষনা পাবে। আর
তাই আপনি যদি নতুন হন তবে এটি আপনার জন্য সঠিক বই। আর বইটি পেতে ক্লিক করুন https://courstika.com/freelancing-bangla-book-pdf/#google_vignette এই খানে।
৩। ফ্রিল্যান্স ক্যারিয়ার- আল আমিন কবির
মাত্র ৮৬ পৃষ্ঠার এই বইয়ে আপনি পাবেন একটি পূর্ণাঙ্গ ধারনা ফ্রিল্যান্স ক্যারিয়ার সম্পর্কে। বইটি ছোট হলেও পুরো বই বেশ তথ্য
বহুল। এখানে বিশেষজ্ঞ ফ্রিল্যান্সারদের মতামত ও দেয়া আছে। আর তাই যারা একেবারেই আনাড়ি এই কর্ম যজ্ঞে তারা এর থেকে
বিশেষ সুবিধা পাবেন। কারন কোন কাজে কেমন সুবিধা, কারা কেমন আয় করতে পারবে তা এখানে দেয়া আছে।
আর তাই প্রাথমিক ধারনা লাভের জন্য এই বইটি সময় উপযোগী। যার থেকে আপনি ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি জেনে নিতে পারবেন।
৪। মেয়েদের ফ্রিল্যান্সিং
বাংলাদেশের মোট রেজিস্ট্রার্ড ফ্রিল্যান্সারদের ৯৬ ভাগ ছেলে আর ৪ ভাগ মেয়ে। আর এই থেকেই বুঝা যায় আমদের দেশে নারীরা
কত পিছিয়ে আছে। কেন নারীরা এই কাজে এগিয়ে আসছে না। কাজের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হওয়া শর্তেও কেন তারা ঘরে
বসে ইনকামের এই কাজে পিছিয়ে রয়েছে। অন্যান্য উন্নয়নশীল দেশ নারীরা বেশ এগিয়ে এই ফ্রিল্যান্স জগতে।
মেয়েরা কেন পিছিয়ে আছে তার কারন। এবং এর সাথে তারা কি কি কাজে নিজের ক্যারিয়ার শুরু করতে পারে অনলাইনে তা জানা যাবে।
আর আপনি যদি মেয়ে হন বা আপনার ঘরে মা, মেয়ে বা বোন থাকে তবে বইটি পড়ে আপনি জানতে পারবেন কেন তারা এই কাজে
উৎসাহিত হতে পারে এই বিষয়ে। আরো জানতে ক্লিক করুন এইখানে।
৫। ফ্রিল্যান্সার ডট কম- মাহবুবুর রহমান
মার্কেটপ্লেসে সবচেয়ে পরিচিত মার্কেট এর নাম ফ্রিল্যান্সার ডট কম। এইখানে আছে হাজারো রকমের কাজ। যাতে আপনার দক্ষতা
অনুযায়ী আপনি কাজ খুঁজতে পারবেন। এই বইয়ে আপনি ধারনা পাবেন কিভাবে একাউন্ট খুলতে হয় এই সাইটে। এছাড়াও কিভাবে
নিজের যোগত্যা আর দক্ষতা অনুযায়ী কাজ পেতে পারেন।
তাছাড়া বিড কিভাবে করে। আর গিগ প্রমোশন কিভাবে করা হয় তা নিয়েও ধারনা দেয়া হয়েছে এই বইয়ে। মাহবু্বু্র রহমান খুবই সহজ
ও প্রানবন্ত ভাষায় লিখেছেন এটি। যা পড়ে আপনি অনায়াসে খুলতে পারবেন নিজের একাউন্ট ও খুঁজতে পারবেন কাজ। তাছাড়া টাকা
উত্তলন কিভাবে করবেন তাও জানা যাবে এই বইয়ে। আরও জানতে ক্লিক করুন রকমারি অনলাইন বুক শপে।
৬।ফ্রিল্যান্সিং গুরু- মোঃ ইকরাম
আপনি যদি ক্যারিয়ার রুপে ফ্রিল্যান্সিং করার কথা ভাবেন তবে তার জন্য অনেক কিছু জানতে হবে। আর তাই মোঃ ইকরাম
খুবই প্রাঞ্জল ভাষায় এই বইটি লিখেছেন। যেখানে তিনি একজন ফ্রিল্যান্সারের জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এছাড়াও কিভাবে আপনি ক্যারিয়ার বাছাই করবেন তাও জানতে পারবেন এখানে। আপনার দক্ষতার উপর নির্ভর করে কাজ
বাছাই করে কাজে নামার নিয়ে ও ধারনা পাবেন।
আর তাই যারা একেবারেই কিছু জানেন না তারা এই বইটি পড়ে দেখতে পারেন আর নিজেকে গড়ে তুলতে পারেন। বিস্তারিত
জানতে ক্লিক করুন এইখানে।
৭। ইল্যান্স গাইডলাইন
আমাদের অনেকেরই হয়ত ফ্রিল্যান্স মার্কেটের ব্রোকার হাউজ সম্পর্কে তেমন ধারনা নেই। আর তাই এসইও বিশেষজ্ঞ আল
আমিন কবির লিখেছেন এই ইল্যান্স গাইডলাইন বইটি। যেখানে ব্যাপক সমাদৃত ব্রোকার হাউজ ইল্যান্স নিয়ে আলোচনা করা
হয়েছে। এই বইটি পড়ে আপনি একটি সঠিক গাইড লাইন পাবেন আউটসোসিং বা ফ্রিল্যান্সিং নিয়ে।
যদি আপনি ক্যারিয়ার রুপে ইল্যান্স এ কাজ করতে চান তবে এই বইটি পড়ে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
আর বইটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন ইল্যান্স গাইডলাইন।
ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স !
২০২৩ সালের নতুন বছর উপলক্ষ্যে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স করে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সযোগ দিচ্ছে সেবারু ডট কম।
নিচের লিংক এ দেওয়া গুগল ফরমটি ক্লিক করুন এবং পুরণ করুন। আমাদের টিমমেম্বাররা আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাশের লিংক দিয়ে দেবে ইনশাআল্লাহ।
এছাড়াও আপনার যদি চাকরির চিন্তা না করে ফ্রিল্যান্সিং এ নিজেকে সফল করতে চান তবে আরো পড়ুন ফ্রিল্যান্সিং বাংলাদেশ ২০২৪।
এবং আউটসোর্সিং কিভাবে শিখব ও তার উপায়সমূহ এই দুটো আর্টিকেল। যেখানে আমরা বিস্তারিত লিখেছি এই সেক্টরে কাজের উপায়
এবং সম্ভাবনার কথা। আর তা থেকে আপনি সুস্পষ্ট ধারনা পাবেন। আর তাই আজই নেমে পড়তে শুরু করুন। আর সঠিক সময়ে সঠিক
সিদ্ধান্ত নিয়ে নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যান। আর্টিকেল নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন আমাদের কমেন্ট বক্সে।
আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।
যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।