এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ) মালয়েশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।
Asia Pacific University of Technology & Innovation (APU) কুয়ালালামপুরের টেকনোলজি পার্কে অবস্থিত।
এটি কুয়ালালামপুর সিটি সেন্টার থেকে ১৫ কিঃ মিঃ দক্ষিণে অবস্থিত। বিশ্বের প্রায় ২০০ আন্তর্জাতিক সনদ অর্জন করেছে এপিইউ।
এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যান্য অনেক দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সার্টিফিকেট প্রাপ্তির সুবিধা আছে।
এক নজরে Asia Pacific University of Technology & Innovation (APU)
- কিউ এস এশিয়া র্যাঙ্কিং এ ২০২১ এর জন্য ১ নম্বর রেটেড বিশ্ববিদ্যাল হিসেবে স্বীকৃতি পেয়েছে এপিইউ।
- সারা পৃথিবী থেকে ১৩০০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে।
- সেতারা র্যাঙ্কং এ ৫ তারকা রেটেড বিশ্ববিদ্যালয় এটি
- কে এল সিটি সেন্টার থেকে ১৫ কি: মি: দক্ষিণে এপিইউ অবস্থীত।
- এর ইন্জিনিয়াররিং আমেরিকার এ্যাকোরড দ্বারা স্বীকৃত।
- ইনটেক: এপ্রিল, মে, সেপ্টেম্বর ও নভেম্বর। বিস্তারিত http://www.apu.edu.my/study-apu/intake-calendar
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ) মালয়েশিয়ার সর্বাধিক বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি, এটি এশিয়ার অন্যতম প্রাণবন্ত শহর কুয়ালালামপুরে অবস্থিত। বর্তমানে, এর অর্ধেকেরও বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক নাগরিক এবং ১৩০ টি দেশ থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়োগ, নির্বাচন এবং সমর্থন করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে মালয়েশিয়ার ক্যাম্পাসে ১২,০০০ এরও বেশি শিক্ষার্থী রয়েছে।
স্কলারশিপ সুবিধা
এখানে ব্যাচেলর লেভেলে পড়াশোনার ক্ষেতে শত ভাগ শিক্ষা বৃত্তি দেয় না। তবে একাডেমিক রেজাল্টের ভিত্তিতে ৩০% পযন্ত স্কলারশিপ দেওয়া হয়।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়াশোনার খরচ
মালয়েশিয়ায় পড়াশোনা ও জীবনযাত্রার মোট ব্যয় বেশিরভাগ দেশের তুলনায় সাধারণত কম হয়। ধরুন একটি শিক্ষার্থী সিএসইতে অনার্স করতে চায়।
তাহলে তার তিন বছের মোট ৬টি সেমিস্টার মিলে টিউশন ফি লাগবে প্রায় ১৭ লাখ টাকা। এছাড়াও ইএমজিএস ফি ২৪০০ রিঙ্গিত অর্থাৎ ৫০ হাজার টাকা প্রায়।
সেই সাথে প্রায় দুই লাখ টাকা অন্যান্য ফি লাগবে এপিইউতে। অন্যান্য বিষয়ে অনাসের ক্ষেত্রে প্রায় একই রকম ফি নিয়ে থাকে এপিইউ।
প্রযুক্তি এবং মাল্টিমিডিয়া জন্য বিখ্যাত
ইলেক্ট্রনিক সরকার, স্মার্ট স্কুল, টেলিমেডিসিন, গবেষণা ও উন্নয়ন ক্লাস্টারস, মাল্টিপারপাস কার্ড, সীমান্তবিহীন বিপণন এবং বিশ্বব্যাপী অন্তর্ভুক্ত এমন একাধিক উদ্যোগ বা ফ্ল্যাগশিপ অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে দেশকে তথ্যযুগের দিকে চালিত করার জন্য মালয়েশিয়ার সরকারের মাল্টিমিডিয়া সুপার করিডোর (এমএসসি) ১৯৯ 1996 সালে চালু করা হয়েছিল। উত্পাদন ওয়েব।
যে বিষয়গুলোতে ভর্তি হওয়া যায় :
এ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্টে পড়াশোনা করার সুযোগ রয়েছে। সকল বিভাগের বিস্তারিত প্রসপেক্টাস দেখুন,
http://www.apu.edu.my/webform/download-e-brochures
- বিজনেস,
- অ্যাকাউন্টিং,
- ই-বিজনেস,
- ইন্টারন্যাশনাল বিজনেস,
- মার্কেটিং,
- ফিন্যান্স,
- এইচআর,
- হোটেল ম্যানেজমেন্ট,
- ট্যুরিজম, হসপিটালিটি,
- কমিউনিকেশন,
- টেলিকমিউনিকেশন,
- সিএসই,
- আইটি,
- সফটওয়্যার,
- মাল্টিমিডিয়া,
- ওয়েব মিডিয়া,
- মিডিয়া মার্কেটিং,
- মিডিয়া ইনফরমেটিক্স,
- মেকাট্রনিক্স,
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,
- ইন্টারনেট টেকনোলজি। ইত্যাদি বিষয় গুলো পড়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সকল খবর
APU তে ভর্তির যোগ্যতা:
ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীকে অবশ্যই কমপক্ষে এসএসসি/ও-লেভেল/দাখিল পাস হতে হবে। বিস্তারিত জানুন এখানে,
http://www.apu.edu.my/our-courses/entry-requirements
APU তে পড়াশোনার কিছু সুবিধাগুলো :
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ) তে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিশ্বমানের কম্পিউটার ল্যাব, পড়াশোনার জন্য মালয়েশিয়ার অন্যতম
বৃহৎ লাইব্রেরি, বিশ্বমানের আবাসন ব্যবস্থা, কোর্স অনুযায়ী ও ব্যক্তিগত কাউন্সিলিংয়ের ব্যবস্থা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সব ধরনের সাপোর্ট, স্টুডেন্ট অ্যারাইভাল গাইড
ও মালয়েশিয়ায় বসবাসের সব ধরনের ইনফরমেশন সাপোর্ট দেওয়া, ক্যারিয়ার সাপোর্ট সেন্টার, পড়াশোনা শেষে জব প্লেসমেন্ট সুবিধা।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এর গুরুত্বপূর্ণ লিংক:
- ওয়েব সাইট: http://www.apu.edu.my/
- উইকিপিডিয়া: http://bit.ly/2NCHTPp