ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি

ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি ২০২১

শুরু করবেন যেভাবে:

ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি আর অন্যান্য বিষয়ে ভর্তি প্রস্ততি কিন্তু এক নয়। যেহেতু এর ভর্তি পরীক্ষা লিখিত হয় তাই প্রস্তুতিও ভিন্ন।
নিচে কিভাবে প্রস্তুতি নিবেন? কি কি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি নেবেন? ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

ইঞ্জিনিয়ারিং ভর্তি পরিক্ষার জন্য গাইড ও বই কোথায় পাবেন?

  • আর্কিটেকচার ভর্তি সহায়িকা : বুয়েট আর্কিটেকচার
  • প্রাইম ডুয়েট ফুড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গাইড
  • পারফেক্ট ডুয়েট ভর্তি ও প্রকৌশলী নিয়োগ গাইড
  • জয়কলি বুয়েট প্রশ্ন ব্যাংক
  • বুয়েট পদার্থবিজ্ঞান (১ম ও ২য় পত্র) বুয়েট-চুয়েট-কুয়েট-রুয়েট ভর্তি পরীক্ষার সহায়ক টেক্সট বুক
  • বুয়েট গণিত (১ম ও ২য় পত্র) বুয়েট-চুয়েট-কুয়েট-রুয়েট ভর্তি পরীক্ষা সহায়ক টেক্সট বুক
  • বুয়েট রসায়ন : রসায়ন-১ম ও ২য় পত্র বুয়েট-চুয়েট-কুয়েট-রুয়েট ভর্তি পরীক্ষার সহায়ক টেক্সট বুক
  • কেমিস্ট্রি প্লাস (বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এইচএসসি)
  • বুয়েট মডেল টেস্ট (বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট)
  • প্রাইম ডুয়েট ইলেকট্রিক্যাল অ্যাণ্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গাইড
  • প্রযুক্তি ইউনিট ইঞ্জিয়ারিং কলেজ ভর্তি সহায়িকা- জয় কলি পাবলিকেশন্স
  • প্রাইম ডুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গাইড- ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর-রশিদ জিহাদ
  • প্রাইম ডুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গাইড
  • বুয়েট ভর্তি পরীক্ষার জন্য জয়কলি প্রকাশনী ৫ টি বই- রকমারি কালেকশন
  • সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডাইজেস্ট ডিপার্টমেন্টাল পার্ট- জি. মাওলা
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডাইজেস্ট ডিপার্টমেন্টাল পার্ট- জি. মাওলা
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডাইজেস্ট ডিপার্টমেন্টাল পার্ট- জি. মাওলা

কোথায় ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য কোর্স করবেন?

কোচিং ছাড়া ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি নেবেন যেভাবে:

কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দেবেন?

ভর্তি পরীক্ষা ছাড়া ইঞ্জিনিয়ারিং ভর্তি হবেন কোথায়?

বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ভর্তি সম্পর্কে আরও পড়ুন

যারা মেডিকেল, বিশ্ববিদ্যালয় কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি নিতে চান, তারা দরকারী সব গাইড ও বই সংগ্রহ করুন সেবারু ডট কম থেকে।
সেবারু থেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি বই গুলো হাতে পেয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে।

বি:দ্র: লেখাটির আপডেট চলমান…


লেখক: আবু জাফর রাজু, স্টুডেন্ট ভিসা কনসালটেন্ট ( ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর)।
লেখাটি সর্বশেষ আপডেট করা হয়েছে: ১ ফেব্রুয়ারি ২০২১
বিজ্ঞপ্তি: লেখাটি হুবহু কপি না করার জন্য অনুরোধ করছি। সাহায্যের জন্য বা রেফারেন্স হিসেবে অংশ বিশেষ ব্যবহার করতে পারেন। তবে এই পোস্টের লিংক প্রদান করলে তা জায়েজ হবে। লেখকের কষ্টের মূল্য প্রদানে আপনার বিবেকের প্রতি আরজি রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *