Shebaru

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পড়াশোনা

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পড়াশোনা

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজী এ্যান্ড ইনোভেশন মালয়েশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এ বিশ্ববিদ্যালয় কুয়ালালামপুরের টেকনোলজি পার্কে অবস্থিত। বিশ্বের প্রায় ২০০ আন্তর্জাতিক সনদপ্রাপ্ত এ বিশ্ববিদ্যালয় যৌথ সাটিফিকেট প্রাপ্তির সুবিধা।

অবস্থানঃকুয়ালালামপুরের টেকনোলজি পার্কে অবস্থিত।

কেম্পাসঃএশিয়া প্যাসিফিকইউনিভার্সিটি মালয়েশিয়া এর নতুন এই কেম্পাস মালয়েশিয়ার সবচাইতে আধুনিক কেম্পাস গুলোর মধ্যে একটি। এই কেম্পাসে সকল মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক কেন্টিন, সুবিশাল লাইব্রেরি থেকে শুরু করে রয়েছে সকল প্রকার .নতুন এই কেম্পাস মালয়েশিয়ার সবচাইতে আধুনিক কেম্পাস গুলোর মধ্যে একটি। এই কেম্পাসে সকল মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক কেন্টিন, সুবিশাল লাইব্রেরি থেকে শুরু করে রয়েছে সকল প্রকার সুবিধাসমূহ ।

যোগ্যতাঃ অবশ্যই কমপক্ষে এসএসসি/ ও-লেভেল/ দাখিল পাশ হতে হবে।

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পড়াশোনা

এক নজরে Asia Pacific University of Technology & Innovation (APU)

  • কিউ এস এশিয়া র‌্যাঙ্কিং এ ২০২১ এর জন্য ১ নম্বর রেটেড বিশ্ববিদ্যাল হিসেবে স্বীকৃতি পেয়েছে এপিইউ।
  • সারা পৃথিবী থেকে ১৩০০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে।
  • সেতারা র‌্যাঙ্কং এ ৫ তারকা রেটেড বিশ্ববিদ্যালয় এটি
  • কে এল সিটি সেন্টার থেকে ১৫ কি: মি: দক্ষিণে এপিইউ অবস্থীত।
  • এর ইন্জিনিয়াররিং আমেরিকার এ্যাকোরড দ্বারা স্বীকৃত।
  • ইনটেক: এপ্রিল, মে, সেপ্টেম্বর ও নভেম্বর।
  • বিস্তারিত http://www.apu.edu.my/study-apu/intake-calendar

❆❆কেন পড়বেন মালয়েশিয়াতেঃ❆❆
⌗ মালয়েশিয়াতে লেখাপড়ার খরচ অন্যান্য উন্নত বিশ্বের লেখাপড়ার খরচ থেকে অনেক কম।
⌗ ভর্তি এবং ভিসা প্রোসেস খুবই দ্রুত হয়।
⌗ মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে Visa Approval Letter হয়ে গেলে এম্বাসিতে কোন রকম জটিলতা হয় না।
⌗ ভিসা হওয়ার পরে টিউশন ফি দিতে হয়।
⌗ বছরের যেকোন সময় আবেদন করা যাবে।
⌗ নূন্যতম এস এস সি / O level / দাখিল পাশ করেও আবেদন করা যাবে।
⌗ কোন Bank Sponsor / Bank Statement দেখানোর প্রয়োজন হয় না।
⌗ কিছু কিছু প্রোগ্রাম / সাব্জেক্ট ছাড়া IELTS / TOELF বাধ্যতামূলক নয়।
⌗ স্টুডেন্টের সকল কাগজ ঠিক থাকলে মালয়েশিয়ার ভিসা সাধারনত রিজেক্ট হয় না।

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ) মালয়েশিয়ার সর্বাধিক বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি, এটি এশিয়ার অন্যতম প্রাণবন্ত শহর কুয়ালালামপুরে অবস্থিত। বর্তমানে, এর অর্ধেকেরও বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক নাগরিক এবং ১৩০ টি দেশ থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়োগ, নির্বাচন এবং সমর্থন করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে মালয়েশিয়ার ক্যাম্পাসে ১২,০০০ এরও বেশি শিক্ষার্থী রয়েছে।

স্কলারশিপ সুবিধা

এখানে ব্যাচেলর লেভেলে পড়াশোনার ক্ষেতে শত ভাগ শিক্ষা বৃত্তি দেয় না। তবে একাডেমিক রেজাল্টের ভিত্তিতে ৩০% পযন্ত স্কলারশিপ দেওয়া হয়।

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়াশোনার খরচ

মালয়েশিয়ায় পড়াশোনা ও জীবনযাত্রার মোট ব্যয় বেশিরভাগ দেশের তুলনায় সাধারণত কম হয়। ধরুন একটি শিক্ষার্থী সিএসইতে অনার্স করতে চায়।
তাহলে তার তিন বছের মোট ৬টি সেমিস্টার মিলে টিউশন ফি লাগবে প্রায় ১৭ লাখ টাকা। এছাড়াও ইএমজিএস ফি ২৪০০ রিঙ্গিত অর্থাৎ ৫০ হাজার টাকা প্রায়।
সেই সাথে প্রায় দুই লাখ টাকা অন্যান্য ফি লাগবে এপিইউতে। অন্যান্য বিষয়ে অনাসের ক্ষেত্রে প্রায় একই রকম ফি নিয়ে থাকে এপিইউ।

প্রযুক্তি এবং মাল্টিমিডিয়া জন্য বিখ্যাত

ইলেক্ট্রনিক সরকার, স্মার্ট স্কুল, টেলিমেডিসিন, গবেষণা ও উন্নয়ন ক্লাস্টারস, মাল্টিপারপাস কার্ড, সীমান্তবিহীন বিপণন এবং বিশ্বব্যাপী অন্তর্ভুক্ত এমন একাধিক উদ্যোগ বা ফ্ল্যাগশিপ অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে দেশকে তথ্যযুগের দিকে চালিত করার জন্য মালয়েশিয়ার সরকারের মাল্টিমিডিয়া সুপার করিডোর (এমএসসি) ১৯৯ 1996 সালে চালু করা হয়েছিল। উত্পাদন ওয়েব।

যে বিষয়গুলোতে ভর্তি হওয়া যায় :

  • বিজনেস,
  • অ্যাকাউন্টিং,
  • ই-বিজনেস,
  • ইন্টারন্যাশনাল বিজনেস,
  • মার্কেটিং,
  • ফিন্যান্স,
  • এইচআর,
  • হোটেল ম্যানেজমেন্ট,
  • ট্যুরিজম, হসপিটালিটি,
  • কমিউনিকেশন,
  • টেলিকমিউনিকেশন,
  • সিএসই,
  • আইটি,
  • সফটওয়্যার,
  • মাল্টিমিডিয়া,
  • ওয়েব মিডিয়া,
  • মিডিয়া মার্কেটিং,
  • মিডিয়া ইনফরমেটিক্স,
  • মেকাট্রনিক্স,
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,
  • ইন্টারনেট টেকনোলজি। ইত্যাদি বিষয় গুলো পড়ার সুযোগ রয়েছে।

APU তে ভর্তির যোগ্যতা:

ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীকে অবশ্যই কমপক্ষে এসএসসি/ও-লেভেল/দাখিল পাস হতে হবে। বিস্তারিত জানুন এখানে,
http://www.apu.edu.my/our-courses/entry-requirements

আবেদনের জন্য ডকুমেন্টস

যে কোন কোর্সে ভর্তির জন্য সাধারণত তার আগের ক্লাশের সার্টিফিকেট ও মার্কসিট লাগে। সেই সাথে পাসপোর্ট ও ছবি প্রয়োজন হয়।
নিচে একটি ডকুমেন্টস এর তালিকা দেওয়া হল। তবে সময় সময় এগুলো ভেরি করে বা আপডেট হয়।

  • সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট/ট্রান্সক্রিপ্ট।
  • এম.এস. ও পিএইচডি’র এর জন্য সিভি, মোটিভেশনাল লেটার ও রিকমেন্ডেশন লেটার।
  • পাসপোর্টের ইনফরমেশন পেজের ছবি/ কপি ও পাসপোর্ট সাইজের ছবি।
  • IELTS সার্টিফিকেটের কপি/ এম.ও.আই/ডুয়েলিঙ্গ প্রযোজ্য ক্ষেত্রে।

APU তে পড়াশোনার কিছু সুবিধাগুলো :

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এর গুরুত্বপূর্ণ লিংক:

  • ওয়েব সাইট: http://www.apu.edu.my/
  • উইকিপিডিয়া: http://bit.ly/2NCHTPp
  • এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন বিশ্ববিদ্যালয়ে ভর্তির হতে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

আমাদের ঠিকানাঃ সেবারু,৩য়-তলা,ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।অথবা কল করুনঃ ০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?