Shebaru

কনটেন্ট রাইটার চাকুরী

content writer

কনটেন্ট রাইটার চাকুরী

আপনি যদি লেখা লেখির প্রতি আগ্রহী হন। অভিজ্ঞতা থাকে তবে দৈনিক পত্রিকার পাতা, সাপ্তাহিক উদ্যোক্তা ও সেবারু ডট কমের সাথে কাজ করতে পারেন।
অফিসে এসে বা ঘরে বসেও লেখালিখি করতে পারেন। আবার জেলা বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি হিসেবেও কাজ করতে পারেন।
নিচে কন্টেন্ট রাইটারের আবেদনের সকল গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হল। ভালো করে পড়ুন, তার পর নিচে দেওয়া লিংককের মাধ্যমে আবেদন করুন।

পদের নাম: 

১. কন্টেন্ট ক্রিয়েটর

কাজের বিবরণ: (কন্টেন্ট ক্রিয়েটর)

১. ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবের পোস্টের জন্য সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে।

২. কপিরাইট মুক্ত ক্যাপশন লিখতে হবে।

৩.সময় মতো প্রজেক্ট বুঝিয়ে দিতে হবে।

৪. বাংলা এবং ইংরেজি পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: চুক্তি ভিত্তিক

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের সময়: —

আবেদন করতে ফরমটি পূরণ করুন: https://forms.gle/PZHgxsD5gkCR8AUk7

আর্টিকেল লেখকের সুবিধা!

  • আর্টিকেল রাইটিং বিষয়ক ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।
  • রিমোট ওয়ার্ক বা ঘরে বসেই কাজ করার সুবিধা, অফিসে আসার প্রয়োজন নাই।
  • লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার ক্রিয়েটিভিটি পৌঁছে যাবে।
  • ইউনিক লেখার নিয়ম শিখতে পারবেন।
  • বিশ্লেষণধর্মী ও পর্যাপ্ত তথ্যবহুল লেখার কৌশল জানবেন।
  • আর্টিকেল রাইটার কে সকল প্রকার গাইড লাইন এবং রিসোর্স দিয়ে সহায়তা করা হবে।

কন্টেন্ট রাইটার কাকে বলে?

জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করে কাগজে ছাপা বা অনলাইনে প্রকাশ করা বা ভিডিও বানানোর জন্য একটি কন্টেন্ট বা আর্টিকেল লিখেন তখন সেই ব্যাক্তিকে বলা হয় কন্টেন্ট রাইটার। যেমন আমাদের সাইট “shebaru.com” এর জন্য যারা লেখেন তাদের কন্টেন্ট রাইটার বলা হয়।

কেমন আর্টিকেল লিখতে হবে?

প্রথমত: কম পারিশ্রমিকের কাজ :

কম পারিশ্রমিকের কাজের মধ্যে আবার দুটি ভাগ আছে। যথা, রি-রাইটিং ও সিনিপেট বা ছোট প্রবন্ধ লেখা।

১. Rewriting : মূলত Rewriting হলো একটি ৩০০ থেকে ৭০০ শব্দের আর্টিকেল অন্য ওয়েবসাইট থেকে নিয়ে নিজের মত করে লেখা।
এক্ষেত্রে লেখার মূল তথ্য ঠিক রেখে কন্টেন্ট নিজের মনের মতো করে লিখতে হবে। যাতে করে কন্টেন্ট টি প্রথম ওয়েবসাইটের কন্টেন্টের সাথে মিল না পাওয়া যায়।

২. Snippet বা Short Article Writing : উপরে উল্লিখিত বিষয়ের বা যে কোন বিষয়ের উপর ১০০-১৭০ শব্দের একটি ইউনিক আর্টিকেল লেখাকে snippet বলে।
এই ধরনের আর্টিকেল লিখতে অল্প সময় ব্যয় হয়। এজন্য snippet কে কম পারিশ্রমিকের কাজের তালিকায় রাখা হয়েছে। আপনি চাইলে এ ধরনের লেখাও জমা দিতে পারেন।

দ্বিতীয়ত : বেশি পারিশ্রমিকের সাংবাদ

বেশি পারিশ্রমিকের কাজ আবার দু’টি ভাগে বিভক্ত। যেমন: আর্টিকেল রাইটিং ও প্রুফরিডিং ও এডিটিং। যেমন,

১. আর্টিকেল রাইটিং : কোনো বিষয়ে ৫০০-৩০০০ শব্দের তথ্যমিশ্রিত লেখা তৈরি করাকে আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং বলা হয়। যেটি কোনো ভাবেই একজায়গা থেকে নিয়ে অন্য জায়গাই কপি পেস্ট করে দেয়া যাবে না। এর জন্য সম্মানীও বেশি পাবেন।

০২. প্রুফরিডিং ও এডিটিং : Proof reading সহজ একটি কাজ। তবে এসব কাজ অত্যন্ত দক্ষ ব্যাক্তি ছাড়া সম্ভব হয় না। এর জন্য কম পক্ষে দুই বছরে অভিঙ্গতা আবশ্যক।
এ ক্ষেত্রে বাংলার জন্য বাংলা ভাষা এবং গ্রামার সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক। ও ইংরেজির জন্য ইংরেজী ভাষা এবং গ্রামার সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক।

আশা করি উপরের লেখাটি আপনার কাজে আসবে। ভালোভাবে পড়ে আগ্রহী হলে উরের আবেদনের জন্য গুগল ফরমে ক্লিক করে আবেদন করতে পারেন। ধন্যবাদ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top