গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের (Global Ugrade Program) আওতায় একটি ফুল ফ্রি বৃত্তি যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে । স্নাতক পর্যায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনার সুযোগ মিলবে বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন বাংলাদেশী শিক্ষার্থীরা । এ প্রোগ্রামের লক্ষ্য শুধু বাংলাদেশী শিক্ষার্থীরাই নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় ঘটানো, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় এবং কমিউনিটি ভিত্তিক কাজের অভিজ্ঞতা দেওয়া।
সুবিধা সমূহ:
বরাবরের মত বাংলাদেশী শিক্ষার্থীরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য খুব আগহী । আবার যদি তা হয় ফুল স্কলারশিপ, তবে তো সোনায় সোহাগা। যাই হোক, নিচে এ বৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-
- যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এক সেমিস্টারের জন্য পূর্ণ সময় পড়াশোনা করবেন ।
- শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রফেশনাল দক্ষতা বাড়িয়ে তুলবে ।
- শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভের পর তাঁরা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া :
আমেরিকার সরকারী ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস সহ অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
এ ছাড়া বৃত্তিসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ঢাকার মার্কিন দূতাবাস এর ই-মেইলে যোগাযোগ করা যাবে।
( DhakaUSExchanges@State.gov)।
আবেদন প্রার্থীর যোগ্যতা:
নিচে আবেদনের সঠিক নিয়ম ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বলা হল-
- আবেদন কারীর বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে হতে হবে;
- আবেদন প্রার্থীর নিজ দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্ত করতে হবে;
- আবেদন প্রার্থীরনিজ দেশে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ হবে;
- ইংরেজিতে দক্ষ হতে হবে;
- যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে;
- আবেদন প্রার্থীর প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।
আবেদন পত্র গ্রহনের শেষ তারিখ:
১৫ ডিসেম্বর ২০২৩, পর্যন্ত (বাংলাদেশ সময়)।