Shebaru

IHM College Malaysia

আইএইচএম কলেজ

IHM College Malaysia


যারা পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ চায় তাদের জন্য এটি সবচেয়ে ভালো কলেজ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এ কলেজটি।
প্রতি বছর প্রচুর বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা এখানে লেখা পড়া ও পার্টটাইম কাজ করার জন্য যায়।
নিচে এ কলেজ সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়াস পাওয়া গেল।

অবস্থানঃআইএইচএম কলেজ টি মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালামপুরের টুইন টাওয়ার এর পাশে বুটিক বিনতানে অবস্থিত।

❆❆কেন পড়বেন মালয়েশিয়াতেঃ❆❆
⌗ মালয়েশিয়াতে লেখাপড়ার খরচ অন্যান্য উন্নত বিশ্বের লেখাপড়ার খরচ থেকে অনেক কম।
⌗ ভর্তি এবং ভিসা প্রোসেস খুবই দ্রুত হয়।
⌗ মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে Visa Approval Letter হয়ে গেলে এম্বাসিতে কোন রকম জটিলতা হয় না।
⌗ ভিসা হওয়ার পরে টিউশন ফি দিতে হয়।
⌗ বছরের যেকোন সময় আবেদন করা যাবে।
⌗ নূন্যতম এস এস সি / O level / দাখিল পাশ করেও আবেদন করা যাবে।
⌗ কোন Bank Sponsor / Bank Statement দেখানোর প্রয়োজন হয় না।
⌗ কিছু কিছু প্রোগ্রাম / সাব্জেক্ট ছাড়া IELTS / TOELF বাধ্যতামূলক নয়।
⌗ স্টুডেন্টের সকল কাগজ ঠিক থাকলে মালয়েশিয়ার ভিসা সাধারনত রিজেক্ট হয় না।

IHM College Malaysia এর সাবজেক্ট সমূহ:

আইএইচএম এ পড়ালেখার খরচ কেমন?

IHM College পড়ালেখার খরচ মালয়েশিয়ার কলেজ গুলোর মধ্যে সবচে চেয়ে কম। তাই বাংলাদেশী শিক্ষার্থীদের আইএইচএম কলেজ এ পড়ালেখার আগ্রহ বেশি।
যেমন

  • 1st-year tuition fee RM 7000, EMGS fee (RM 2500, admin fee-RM 3000.
  • 2nd-year tuition fee is RM 7000 (including Visa Review fee is RM 1000)
  • 3rd year tuition fee RM 7000 (including Visa Review fee is RM 1000)

ভর্তির যোগ্যতা

এস এসসি বা এসএসসি ভকেশনাল বা ইকুভেলেন্ট ডিগ্রী। পাস করলেই হবে। তবে গিয়ে এ আইইএলটিএস পরীক্ষা দিতে হবে এবং কমপক্ষে ৫ পেতে হবে। অবশ্য এটি এক বছরের মধ্যে জমা দিলেই হবে। অবশ্য কলেজ এ জন্য ফ্রি ক্লাস করিয়ে থাকে।

আবেদনের জন্য ডকুমেন্টস

যে কোন কোর্সে ভর্তির জন্য সাধারণত তার আগের ক্লাশের সার্টিফিকেট ও মার্কসিট লাগে। সেই সাথে পাসপোর্ট ও ছবি প্রয়োজন হয়।
নিচে একটি ডকুমেন্টস এর তালিকা দেওয়া হল। তবে সময় সময় এগুলো ভেরি করে বা আপডেট হয়।

  • সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট/ট্রান্সক্রিপ্ট।
  • এম.এস. ও পিএইচডি’র এর জন্য সিভি, মোটিভেশনাল লেটার ও রিকমেন্ডেশন লেটার।
  • পাসপোর্টের ইনফরমেশন পেজের ছবি/ কপি ও পাসপোর্ট সাইজের ছবি।
  • IELTS সার্টিফিকেটের কপি/ এম.ও.আই/ডুয়েলিঙ্গ প্রযোজ্য ক্ষেত্রে।

বিশেষ সুবিধা:

এটি মালয়েশিয়ার এডুকেশন মিনিস্ট্রি কর্তৃৃক স্বীকৃত হওয়ায় এর সার্টিফিকেট মালয়েশিয়াসহ পৃথিবীর সকল স্থানে গ্রহণযোগ্য।
এছাড়াও নিচের সুবিধা গুলো উল্লেখ করার মত,

  • সপ্তাহে ৩ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর‌্যন্ত ক্লাস হয়।
  • কুয়ালামপুরের পেট্রনাস টুইন টাওয়ারের খুব কাছে বুকিত বিনটান এ অবস্থিত।
  • পড়ালেখার পাশাপাশি চাকুরী করার জন্য প্রচুর সময় পাওয়া যায়।
  • বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন সকল সাবজেক্ট কম খরচে পড়ার সুযোগ।
  • সুসজ্জিত লাইব্রেরী ও কম্পিউটার ল্যাব।
  • ১০০ ভাগ ভিসা গেরান্টি।

Address: IHM College Malaysia, Bangunan Yee Seng, 15, Jalan Raja Chulan, Bukit Bintang, 50200 Kuala Lumpur, Malaysia

শেষ কথা

যেহেতু এত কম খরচ ও সুবিধার মধ্যে এরকম ভালো মানের কলেজ আর নেই । তাই এ সুযোগ হাতছাড়া না করে IHM College Malaysia এ ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

আমাদের ঠিকানাঃসেবারু,২/৪ তৃতীয় তলা,ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top