Shebaru

kwality tea

kwality tea

Kwality Tea এর প্রতারণায় পড়ছেন না তো?

কোয়ালিটি চা পাতা বা Kwality Tea নামে বাজারে বিভিন্ন কোম্পানির চা পাতা পাওয়া যায়। এ গুলো নামি দামী কোম্পানির চেয়ে তুলনামূলক অনেক কম দামে পাওয়া যায়। বিক্রেতারা মানের ক্ষেত্রে আপোষহীন। অর্থাৎ সবসময় বাজারের সবচেয়ে খারাপ চাপাতা আপনাকে সরবরাহ করবে। পাইকারী বাজারে New Kwality, Black Kwality, Gold Kwality tea ইত্যাদি নামে চা পাতার প্যাকেট পাওয়া যায়। এটি ঢাকার চকবাজার এলাকার প্যাকেটের দোকানে পাওয়া যায়। অনেক পাইকারী বিক্রেতা এখান থেকে খোলা প্যাকেট কিনে নিজস্ব চা পাতা এতে ভরছেন। এতে করে একেক জনের চা পাতার মানও একেক রকম হচ্ছে। দামের ক্ষেত্রেও পার্থক্য হচ্ছে। ফলে ক্রেতারা একেক জায়গায় একেক দাম দেখে বিভ্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন: কীভাবে চা পাতার পাইকারী ব্যবসা করবেন? 

অনলাইনে Kwality Tea বিক্রি করছে কারা?

ইস্পাহানী, তাজা, সিলন চা পাতার সাথে তুলনা করার মত না হলেও কোয়ালিটি চা পাতা অনলাইনে বিক্রি হচ্ছে। এবং অনেকে এ চা পাতার জন্য সহজ শর্তে ডিলার নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এদের কাস্টমার হচ্ছে যারা বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা লেভেলে পাইকারী চা পাতা বিক্রি করেন। নিচে যারা Kwality Tea চা পাতা বিক্রি করছে তাদের লিংক দেওয়া হল-

এছাড়াও বাজারে অনেক রকমের নিম্নমানের কোয়ালিটি টি নামে চা পাতা পাওয়া যায়।

চা পাতা বিক্রির জন্য কি বলা হয়!

যারা এ ধরনের চা পাতা বিক্রি করেন সাধারণত এর বলেন এই বলে যে, ধরুন আপনার এলাকায় ছোট বড় দুই- তিন শত চায়ের দোকান আছে,আপনি প্রতিদিন সকালে একবার করে দোকান গুলি পরিদর্শন করুন। দেখবেন প্রায় দোকানে কমপক্ষে দৈনিক ৫০০ গ্রাম চা পাতা লাগে। আপনি ৫০ টি দোকানে প্রতিদিন একবার করে ১৫ দিন নিয়মিত যান। দেখবেন কমপক্ষে ৩০ টি দোকান আপনার চা পাতা কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে। তারা যদি অন্য চা পাতার তুলনায় আমাদের সরবরাহকৃত চা কম মূল্যে পায় তবে অবশ্যই কেনার জন্য আগ্রহ দেখাবে। আর প্রতিদিন ১০০ দোকানে যদি আপনি ৫০০ গ্রাম করে চা পাতা বিক্রি করেন তবে আপনার বিক্রয় হবে দৈনিক ৫০ কেজি, প্রতি কেজিতে ৪০ টাকা লাভ হলে ৫০ কেজিতে লাভ হয় ২০০০ টাকা,আর প্রতি মাসে ৬০০০০ টাকা। এভাবেই আপনাকে বড়লোক হওয়ার স্বপ্ন দেখাবে এরা।

কিভাবে এ চা পাতা বিক্রি করা হয় ?

সর্বনিম্ন ২০ থেকে ৫০ কেজি চা পাতা বুকিং দিয়ে এসএপরিবহন/সুন্দরবন/অন্যান্য কুরিয়ার থেকে কন্ডিশনে মাল নিতে পারবেন।

আরও পড়ুন: বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি?

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top