PhD at Monash University malaysia

পিএইচডিতে ফুল স্কলারশিপ দিচ্ছে মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ফুলস্কলারশিপ নিয়ে পিএইচডি প্রোগ্রামের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। গ্লোবাল এক্সিলেন্স এবং মোবিলিটি স্কলারশিপ বা জিইএমএস নামের তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রাম হবে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে। প্রথম ৩০ মাস মালয়েশিয়া ক্যাম্পাসে এবং পরের ১২ মাস অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে।বাংলাদেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এ স্কলারশিপের সুবিধাগুলো :

  • সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ ।
  • জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রথম ৩০ মাস মালয়েশিয়া থাকার সময়ে প্রতি মাসে ২৮০০ রিঙ্গিত মিলবে
  • পরের ১২ মাস অস্ট্রেলিয়া থাকার সময়ে প্রতি মাসে ৮ হাজার ৫০০ রিঙ্গিত দেওয়া হবে
  • মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় মিলবে আলাদা ভ্রমণ ভাতা।

আবেদনের যোগ্যতা:

  • স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে আবেদনকারীকে
  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (আইএলটিএস/টোফেল ইত্যাদি থাকতে হবে )
  • আইএলটিএসে স্কোর ৬ দশমিক ৫ থাকতে হবে। প্রতিটি সেকশনে অন্তত ৬ করে থাকতে হবে;
  • ভাষা দক্ষতার সনদ
  • দুটি রেফারেন্স লেটার
  • রিসার্চ প্রপোজাল
  • আপনি কেন এ প্রোগ্রামের জন্য উপযুক্ত, তার ব্যক্তিগত বিবৃতি ৩০০ শব্দে লিখতে হবে।

এক নজরে:

কোর্সের ধরন : পিএইচডি
কোর্সের মেয়াদ : ৩ বছর ছয় মাস (মালয়েশিয়ায় ৩০ মাস এবং অস্ট্রেলিয়ায় ১২ মাস পর্যন্ত)
আবেদন পত্র গ্রহনের তারিখ: ২০২8 সালের সেশনের ভর্তির আবেদন পত্র গ্রহনের তারিখ ১ অক্টোবর ২০২৩
আবেদন প্রার্থীর নাগরিকত্ব : মালয়েশিয়ান এবং বাংলাদেশী শিক্ষার্থীরা আবেদন করার যোগ্য
সাধারণ ফি : রেজিস্ট্রেশন (শুধুমাত্র একবার) – RM200, সাধারণ সুযোগ-সুবিধা (প্রতি সেমিস্টার) – আরএম ১00, আন্তর্জাতিক শিক্ষার্থী পাসের আবেদন।
টিউশন ফি- গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড মোবিলিটি স্কলারশিপের (জিইএমএস) আওতায় তিন বছর ছয় মাসের জন্য ১০০% টিউশন ফি মওকুফ।

স্কলারশিপের শর্তাবলী:

গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড মোবিলিটি স্কলারশিপ (জিইএমএস) যারা পাবেন তারা ম্যানেজিং স্কুল কর্তৃক নির্ধারিত একাডেমিক সহায়তা অথবা গবেষণা সহায়তা কার্যক্রমে প্রতি সপ্তাহে সর্বাধিক ১০ ঘন্টা অবদান রাখতে হবে।
জিইএমএস প্রাপকদের অবশ্যই কোর্স শুরুর তারিখ থেকে ১৮ মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় তাদের পরবর্তী চলমান মেয়াদের কোর্সের কাজ শুরু করতে হবে।
জিইএমএস প্রাপকদের অবশ্যই বৃত্তি প্রদানের বছরে কোর্সের কাজ শুরু করতে হবে।উদাহরণস্বরূপ, একজন প্রার্থীকে ২০২8 সালের ইনটেকের জন্য সাক্ষাত্কার নেওয়া হচ্ছে এবং বৃত্তি দেওয়া হচ্ছে, সফল প্রার্থীকে ৩১ ডিসেম্বর ২০২8 এর মধ্যে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।

আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৩

নামমাত্র মূল্যে আমাদের সহযোগীতায় আবেদন করতে আমাদের প্রতিনিধির সঙ্গে এখনই যোগাযোগ করুন।
01897984424
01897984423
01897984422
01897984421
01897984420

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *