Shebaru

Shifting ‍service

shebaru.com এর প্রফেশনাল শিফটিং সার্ভিস কেন নেবেন? এই প্রশ্নটা আপনার মনে আসা খুব সাভাবিক। কারণ সবাই তো বলে আমার সেবাটাই সেরা।
এর উত্তরে শুধু এটাই বলবো অন্তত একবার আমাদের শিফটিং সার্ভিস নিয়ে দেখুন। অথবা আমাদের ফেসবুকে শিফটিং সার্ভিস সম্পর্কে রিভিউ দেখুন।
আশা করি আমাদের উপর আস্থা রাখতে পারবেন। আরও জানতে নিচের মোবাইল নম্বরে কল করুন। অথবা নিচের সুবিধা সমূহ পড়ুন।

ফ্রি হোম শিফটিং কনসালটেন্সি প্রদান করি:

নিচের মোবাইলে যোগাযোগ করলেই আমাদের কনসালটেন্ট কিভাবে আপনার আসবাবপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল নিরাপদে অন্যখানে নিয়ে যাবেন- সেই ব্যাপারে পুরো কনসালটেন্সি সার্ভিসটিই আপনি পাচ্ছেন একদম ফ্রি!

মালামাল প্রপার প্যাকেজিং:

আপনার বাসার যাবতীয় মালামাল নিরাপদে ও যত্নের সাথে প্যাকেজিং করা, সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নতুন বাসায় নিয়ে যাওয়া,
ইলেকট্রিকসামগ্রী খুলে আবার নতুন বাসায় লাগিয়ে দেওয়া- ইত্যাদি কাজগুলো নিখুঁত দক্ষতায় সম্পন্ন করার ক্ষেত্রে আপনি চোখ বুঁজে আমাদের ওপর ভরসা করতে পারবেন।

আসবাব পত্রের নিরাপত্তা:

ফুলের টব থেকে শুরু করে শখের পোষা পাখি পর্যন্ত আপনার প্রত্যেকটি মূল্যবান সম্পদ আমরা লিস্ট করি সর্বোচ্চ সতর্কাতা মেনে।
কোনো কিছু খোয়ানো বা চুরি যাবার আশঙ্কা নেই। ফলে আপনার প্রত্যেকটি মালামাল থাকবে নিরাপদ।

নির্দিষ্ট সময়ে সার্ভিস প্রদান

আপনার সার্ভিস রিকোয়েস্ট কনফার্ম হয়ে গেলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমাদের সার্ভিস প্রোভাইডাররা হাজির হয়ে যাবে আপনার ঠিকানায়।

আসবাব পত্রের ক্ষতিপূরণ:

প্যাকেজিং করার পর আপনার মালামালের দায়িত্ব আমাদের। ফলে শিফটিংয়ের সময় কোনোকিছু হারিয়ে গেলে বা কোনো ফার্নিচারের ক্ষতি হলে
সেটার যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে ।

মাল পত্রের ড্যামেজ কাভারেজ:

আমাদের কমপ্লিট প্যাকেজিং সহ শিফটিং সার্ভিসে অত্যন্ত সতর্কতার সাথে মালামাল শিফটিংয়ের সময় আমাদের গাফলতির জন্য কোন আসবাব পত্র ড্যামেজ হলে
ক্ষতি পূরণ দিয়ে থাকি।

বিশ্বস্ত প্যাকার্স এন্ড মুভার্স:

প্রত্যেকটা মালামাল বহনকারী কর্মীর ব্যাকগ্রাউন্ড চেক করে তবেই আমরা কাজে নিয়োগ দিয়ে থাকি। এছাড়া আমাদের সব কর্মীরা যাতে সঠিক ড্রেস কোড এবং
সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেই ব্যাপারে আমাদের দৃষ্টি থাকে সবসময় সজাগ।

বাসা বা অফিস বদল খরচ:

বাসা বা অফিস পাল্টানোর সার্ভিসের খরচটা নির্দিষ্ট করে বলাটা মুশকিল। কারণ ফার্নিচারের পরিমাণ, বাসা ভেদে ভিন্ন হয়ে থাকে।
তবে ফার্নিচারের পরিমাণ যদি অল্প হয়, তাহলে ফোনেই আপনি সঠিক খরচটা জেনে নিতে পারবেন। তবে আমাদের বাসা বা অফিস বদলানোর খরচ ২০০০ টাকা থেকে শুরু।
কিন্তু ফার্নিচারের পরিমাণ.বেশি হলে আমাদের প্রতিনিধি সরেজমিনে আপনার বাসায় গিয়ে, সবকিছু দেখে শুনে একটা নির্দিষ্ট খরচ নির্ধারন করে দেবেন।
আবার যে বাসা ছেড়ে নতুন বাসায় যাচ্ছেন সেটার দুরত্বও খরচ নির্ধারনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে।
নিচের হোয়াটস আ্যাপ গ্রীণ বাটনে ক্লিক করুন, 01711981051 । খরচের ব্যাপারে নিশ্চিত হতে আমাদের কাস্টমার সার্ভিস নাম্বার 01711981051 এ কল করে কথা বলতে পারেন।

Scroll to Top