hotel management

বিদেশে হোটেল ম্যানেজমেন্ট এ্যান্ড টুরিজম পড়ে সহজেই চাকুরীর সুযোগ!

ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট (Tourism and Hotel Management) এ পড়াশুনা করে অতি অল্প সময়ের মধ্যে দেশে বিদেশে সফল ক্যারিয়ার গড়ুন । আগামী বছরগুলোতে দেশে বিদেশে সবচেয়ে বেশী সম্ভাবনাময় শিল্প হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে পর্যটন ও হোটেল শিল্প। শুধু বাংলাদেশেই খুব শীঘ্রই হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটন শিল্পে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে । ইতোমধ্যে হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটন শিল্পের ব্যপক প্রসার শুরু হয়ে গেছে।এখনই যদি পর্যটন শিল্পের জন্য নিজেকে তৈরি করতে পারেন তবে, ভবিষ্যতে আপনার জন্য থাকছে অভাবনীয় সম্ভাবনা।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর মধ্যে পার্থক্য কি?

অনেকেই প্রশ্ন করে, “What is the difference detween Hotel Management and Hospitality”? যদিও এ দুটি পড়াশোনার একই শাখার মধ্যে অন্তর্ভুক্ত, হোটেল ম্যানেজমেন্ট মূলত আবাসিক হোটেল ও রেস্তোরা সম্পর্কিত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে Hospitality বা আতিথেয়তা একটি বিস্তৃত শব্দ যা হোটেল এবং ইভেন্ট পরিচালনা, বিক্রয়, ব্যবসায়ের বিকাশ, টুরিজম, রিসোর্ট ইত্যাদি বিষয়ে পড়াশোনা করানো হয়।

কোন দেশে ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট পড়বেন?

অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, মালয়েশিয়া, ইন্ডিয়াসহ প্রথিবীর প্রায় সকল দেশে ডিপ্লমা, অনার্স ও মাস্টাস প্রোগ্রামে হোটেল ম্যানেজমেন্ট, টুরিজম ও কালিনারি আর্টস এ ডিগ্রি অর্জন করা যায়।

হোটেল ম্যানেজমেন্ট এ কি কি কোর্স করা যায়?

শিক্ষার্থী স্নাতক ডিগ্রি করতে চান তাহলে কোর্সের মেয়াদ তিন থেকে চার বছর পর্যন্ত হয়। এবং মাস্টার ডিগ্রী জন্য এই সময় ১৮ থেকে ২৪ মাস হবে। এবং সার্টিফিকেশন এবং ডিপ্লোমা কোর্সের জন্য ৬ থেকে ১৮ মাস মেয়াদী হবে। ডিপ্লোমার জন্য দুই থেকে আড়াই বছর সময় লাগে।

মালয়েশিয়ায় ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট:

সিটি বিশ্ববিদ্যালয়, মাসা বিশ্ববিদ্যায়, লিংকন বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট এ পড়ার সুযোগ আছে। এ কোর্সটি সাধারণত আড়াই বছরের হয়ে থাকে।

হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটন বিষয়ে পড়ার জন্য মালয়েশিয়া বিশ্বের অন্যতম দেশ। এখানকার পর্যটন শিল্প যেমন উন্নত এবং লেখা পড়ার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোও তেমন উন্নত। নিচে যে সকল বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা ও ব্যাচেলর ডিগ্রী প্রদান করে তার তালিকা দেওয়া হল:

মালযেশিয়ায় হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটন পড়া লেখার খরচ কেমন?

খরচ নির্ভর করে কোর্স, কলেজ/ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপর। সাধারনত ডিপ্লোমা Tourism and Hotel Management এ ২ থেকে ৩ লাখ টাকা প্লাস মাইনাস টিউশন ফি দিতে হয়। ব্যাচেলর ও মাস্টার্স ৩ থেকে ৫ লাখ টাকা প্লাস মাইনাস প্রতি বছর খরচ হয়। যেমন, Diploma in Hotel Management এ INTI University তে RM 42490, Taylor’s University, RM 47575, Mahsa University, RM 30500 খরচ হয়।
Bachelor Of Hotel Management(Hons) Unitar International University, RM 79980।

মালয়েশিয়ায় সকল বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টের খরচ জানতে ক্লিক করুন এখানে

প্রিয় শিক্ষার্থী, আপনি যে দেশেই পড়তে যান না কেন, আপনার দেশ ও বিশ্ববিদ্যালয় অনুযায়ী প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা, আর্থিক সামর্থ থাকতে হবে।


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *