Shebaru

চায়না স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা: চীনে পড়াশোনার সকল তথ্য ২০২৪

আরও পড়ুন: চীনে উচ্চশিক্ষা: চীনে এমবিবিএস বা ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ ও পড়াশোনা

বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপসমূহ

চায়নায় পড়াশোনার জন্য বর্তমানে অনেক গুলো স্কলারশিপ পাওয়া যায়। তবে এসকর স্কলারশিপের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে।
নিচে স্কলারশিপ গুলোর একটি তালিকা দেওয়া হল-

  • চায়নিজ স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) আর্থিক দিক দিয়ে ইয়েস চায়না স্কলারশিপ বেশ ভালো।
  • কাস টাওয়াস স্কলারশিপ (কাস টাওয়াস স্কলারশিপ শুধু পিএইচডি স্কলারশিপ দেয়। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্যই মূলত এই স্কলারশিপ।
    কাস টাওয়াস স্কলারশিপ পেতে আগে থেকে শিক্ষকের সম্মতির প্রয়োজন পড়ে।এবং ন্যূনতম যোগ্যতা মাস্টার্স পাস এবং বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর লাগে।
    জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ থাকলে এই স্কলারশিপ পাওয়া সহজ হয়।)
  • ইয়েস চায়না স্কলারশিপ
  • রোড অ্যান্ড বেল্ট স্কলারশিপ
  • মফকম স্কলারশিপ (মফকম স্কলারশিপ দেওয়া হয় অর্থ মন্ত্রণালয় এবং দূতাবাসের মাধ্যমে)
  • কনফুসিয়াস স্কলারশিপ
  • চায়নিজ লোকাল গর্ভনমেন্ট স্কলারশিপ
  • ফরেন গর্ভনমেন্ট স্কলারশিপ
  • এন্টারপ্রাইজ স্কলারশিপ
  • বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ

চায়না স্কলারশিপ এর সুবিধাসমূহ:

  • সকল প্রোগ্রামের ক্ষেতে প্রযোজ্য হতে পারে,
  • টিউশন ফি ফ্রি।
  • হোস্টেল ফি ফ্রি।
  • প্রতি মাসে আমাদের দেশিও টাকায় ৫,০০০-৪৫,০০০/= মাসিক বৃত্তি।

আংশিক স্কলারশিপ এর সুবিধাসমূহ:

  • টিউশন ফি হাফ ।
  • হোস্টেল ফি হাফ ।
  • মাসিক বৃত্তি নির্ভর করবে স্টুডেন্ট এর রেজাল্টের উপর।

প্রোগ্রাম সুমহ ও সময়

  • পিএইচডি প্রোগ্রাম ১-৩ বছর।
  • মাস্টার্স প্রোগ্রাম ১-৩ বছর।
  • এমবিবিএস ৫ বছর।
  • ব্যাচেলর প্রোগ্রাম ৩-৪ বছর।
  • ডিপ্লোমা প্রোগ্রাম ৩-৪ বছর।
  • ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ১-২ বছর।

কেন চায়নায় পড়াশোনা করবেন?

  • আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং ল্যাব সুবিধা এবং অনেক বিষয়ে নিয়ে গবেষণারও সুযোগ রয়েছে এখানে।
  • আই ই এল টি এস অথবা টোফেল এর দরকার পড়ে না।
  • কোনো সেশনজট নেই। শিক্ষার সুন্দর পরিবেশ। আছে সমৃদ্ধ লাইব্রেরি ও খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা।
  • জীবনযাত্রার ব্যয় তেমন বেশি নয়। শহর ভেদে ৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে।
  • চীনের ক্রমবর্ধমান অর্থনীতি পড়াশোনার বাইরেও চোখ খুলে দিবে।
  • অন্যদিকে চীনের অনেকগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তবে অনেকে সঠিক তথ্যের অভাবে হয়রানিরও শিকার হচ্ছেন। তাই আমরা আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে চাই।
  • কিছু স্কলারশিপ শিক্ষার্থীর সম্পূর্ণ খরচ অর্থাৎ টিউশন ফি থেকে শুরু করে বিনা মূল্যে আবাসন প্রদান করে। সঙ্গে দেয় নির্দিষ্ট পরিমাণ মাসিক খরচ।
  • আর কিছু আছে শুধু টিউশন ফি স্কলারশিপ হিসেবে দেয়। আর যদি স্কলারশিপ নাও পান তবে নিজ খরচে পড়ার সুবিধাও রয়েছে এখানে।
  • চীনের স্কলারশিপগুলোর ফান্ড সরকার থেকে আসে সুতরাং আপনি একবার স্কলারশিপ পেলে মোটামুটি ৪ বছর নিশ্চিন্ত।
  • চীনের অধ্যাপকেরা অধিকাংশ খুবই আন্তরিক।
  • প্রত্যেক অধ্যাপকের নিজস্ব প্রজেক্টের ফান্ড থাকে। অনেকেই সেই ফান্ড থেকে তাঁর ছাত্রদের মাসিক বা বার্ষিকভাবে টাকা দিয়ে থাকেন।
  • চীনে মাস্টার্সের স্কলারশিপ পাওয়া বাকি দেশগুলোর তুলনায় অনেক সহজ। চীনে ফান্ডের অভাব নেই, মাস্টার্স এরপর পিএইচডি এর ভালো সুযোগ আছে।
  • প্রায় প্রতিটি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য নিজস্ব আবাসিক এবং খাওয়াদাওয়ার জন্য মুসলিম ক্যানটিনের ব্যবস্থা রয়েছে।

ট্যাগ: চায়না স্টুডেন্ট ভিসা, চায়না স্কলারশিপ

স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া

চায়নিজ স্কলারশিপের জন্য দুইভাবে আবেদন করা যায়।প্রথমত, সংশ্লিষ্ট দেশের শিক্ষা মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আবেদন করা যাবে। দ্বিতীয়ত, সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ দূতাবাসের স্কলারশিপ থাকে নির্দিষ্ট এবং প্রতিযোগিতামূলক।
ভর্তির জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু অনলাইনে আবেদন করলেই হয়, আবার কোথাও অনলাইনের আবেদনের সঙ্গে হার্ডকপিও পাঠাতে জরূরী।
স্কলারশিপের আবেদন সংক্রান্ত সবকিছু সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের ওয়েবপেজে উল্লেখ থাকে। যেমন, সিএসসি স্কলারশিপ এর জন্য www.csc.edu.cn, কাস টাওয়াস স্কলারশিপ এর জন্য www. twas.org ও মফকম স্কলারশিপ এর জন্য cscscholarship.org/mofcon ইত্যাদি।

যে যে ডকুমেন্টস প্রয়োজন

  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র
  • স্কলারশিপের জন্য পূরণকৃত আবেদনপত্র
  • কমপক্ষে ছয় মাসের মেয়াদ আছে এমন পাসপোর্ট
  • নোটারি কর্তৃক সত্যায়িত সব নম্বরপত্র এবং সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আইইএলটিএস সার্টিফিকেট থাকলে ভালো না হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হয়েছে এমন সার্টিফিকেট
  • ফরেন মেডিকেল সার্টিফিকেট
  • স্টাডি প্ল্যান
  • শিক্ষকের/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুটি রিকমেন্ডেশন লেটার

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক যেকোনো প্রয়োজনে-

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top