Shebaru

রাশিয়া কাজের ভিসা: রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার আপডেট তথ্য

বিশ্বের সবচেয়ে বৃহত্তর রাষ্ট্র রাশিয়া কাজের ভিসা দিচ্ছে- এ সংবাদটি বাংলাদেশ ও ইন্ডিয়ার বিদেশে কাজের ভিসা প্রত্যাশিদের জন্য সুখবর। বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে প্রচুর চাকরি দেবে রাশিয়ান কোম্পানী গুলো। কারণ, করোনা ভাইরাসের কারনে তাদের বিভিন্ন সেক্টরে শ্রমিকের ঘাটতি হয়েছে। তাই এই মুহুর্তে ফ্যান আইডি নিয়ে ভিসা ছাড়া রাশিয়া যাওয়ার সুবর্ন সুযোগ রয়েছে। এই মুহুর্তে এর চেয়ে সহজ আর কোন ভিসা নেই। স্বল্প সংখ্যক ফ্যান আইডি ছেড়েছে তাই দেরি না করে দ্রুত সুযোগটি গ্রহন করুন।

কেন রাশিয়ায় যাবে?

জীবনমানের খরচ তুলনামুলকভাবে অনেক কম।
৩-৫ বছরের মাঝে সিটিজেনশিপ পাওয়ার সুযোগ।
ওভারটাইমের জন্য আলাদা পেমেন্ট।
১ বছর পর বৈধভাবে সেঞ্জেন দেশে যাওয়া যাবে।

আরও পড়ুুন: রোমানিয়া কাজের ভিসা

বিঃদ্রঃ আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিয়ে যে কোন প্রশ্ন করতে পারেন এখানে https://web.facebook.com/groups/WorkVisaHelpline

রাশিয়ার ভিসা আবেদন করতে যা প্রয়োজন

  • অরিজিনাল মেয়াদসম্পুর্ন পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজ ছবি
  • একাডেমিক সার্টিফিকেট+মার্কশিট
  • CV ( বায়োডাটা )

আরও পড়ুন: আলবেনিয়া কাজের ভিসা: ভিসার খরচসহ সকল তথ্য

রাশিয়া কাজের ভিসার বিস্তারিত বিবরণ

পদের নাম চিকেন ফ্যাক্টরী অপারেটর, ফ্রুট প্যাকেজিং অপারেটর, সিকিউরিটি ডিভিশন, কার্পেন্টার, অটোমোবাইল, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, এগ্রিকালচার, কন্সট্রাকশন
শিক্ষাগত যোগ্যতা এসএসসি, বয়স ১৮-৫০ বছর
বেতন ৯০০-১২০০ ইউএস ডলার (বেসিক ৮ ঘন্টা , ওভারটাইম আছে)
খাবার ১ বেলা খাবার ফ্রি হতে পারে
কাজের সময় ৮ ঘন্টা/দিনে
সুবিধা সমূহ প্রসেসিং সময়ঃ ১০ দিন
রাশিয়া কাজের ভিসা বিজ্ঞপ্তি নং -১ উপরে চাকরি গুলো এখন নেই।

ট্যাগসমূহ: রাশিয়া কাজের ভিসা, ভিসা চেক করার নিয়ম, টুরিস্ট ভিসা, ভিসা তথ্য, অনলাইনে ভিসা আবেদন, পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক, ওমান ভিসার দাম, ইতালি ভিসা খরচ

বিদেশে হোটেল জব ভিসার প্রচুর চাহিদা!

বিদেশে রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।এ পেশার লোককে শেফ বলা হয়।
মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
এ পেশায় জব ভিসা নিতে চাইলে আগে পুষ্টিকর ভালো ভালো রান্নার রেসিপি জানতে হবে।

বিদেশে ফাইভস্টার হোটেল, রেস্টুরেন্ট, বার, কফিশপ, ইত্যাদিতে চাকরির জন্য তথ্য ও টেনিং নিতে আমাদের সাথেই থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top