Shebaru

অনলাইন টেইলারিং সেবা নিন সময় ও শ্রম দুটোই বাঁচান

অনলাইন টেইলারিং

অনলাইন টেইলারিং সেবা নিন সময় ও শ্রম দুটোই বাঁচান

আজকাল অনেকেই অনলাইনে পোশাক ক্রয় করছেন। ধরুন, একটি আনস্টিস থ্রি পিছ কিনলেন, সেটি সেলাই করার জন্য আবার জানযট ঠেলে সময় নষ্ট করে দর্জি দোকানে যেতে হয়। কিন্তু সে সমস্যার সমাধান দিচ্ছে সেবারু অনলাইন টেইলারিং হেল্পলাইন। আমাদের টেইলার নিজেই চলে যাবে আপনার বাসায়। মাপ এবং অর্ডার নিয়ে আসবে। অত:পর জামা তৈরি হয়ে গেলে আবার বাসায় পৌঁছে দেবে। শুধু থ্রি পিস নয় বরং নারীদের সেলোয়ার কামিজ, শিশুদের জামা ও পুরষের প্যান্ট, শার্ট, কোর্ট ও পাবেন সেবারু টিইলারিং হেল্পলাইন এ।

আমরা সবসময় গুরুত্ব দেই কাজের ডিজাইন, কাপড়ের সেলাই, গুণগত মান, আধুনিকতা ও ভিন্নধর্মী উপস্থাপনার ওপর। ক্রেতাদের সন্তুষ্টি,  আধুনিক ডিজাইন ও সৃজনশীলতাই আমাদের সম্বল।

অনলাইন টেইলারিং হেল্পলাইন এর বৈশিষ্ঠ্যসমূহ:

  • সরাসরি বা স্যাম্পল থেকে পোশাকের মাপ নেওয়ার ব্যবস্থ রয়েছে।
  • ক্রেতার ইচ্ছা অনুযায়ী সুতা, সুতার কালার, বাটন, জিপার ব্যবহার করা হয়ে থাকে।
  • সুতা, বাটন ও জিপারের কোয়ালিটির ওপর চার্জ নির্ধারিত হয়ে থাকে।

বিস্তারিত যোগাযোগ: +৮৮০১৭১৬৪৭৪৬৭৬

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

× How can we help you?