Shebaru

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: বিএ অনার্স এমএ ভর্তি তথ্য- পরীক্ষার রুটিন ও রেজাল্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: বিএ অনার্স এমএ ভর্তি তথ্য- পরীক্ষার রুটিন ও রেজাল্ট

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল তথ্য এক সাথে পাবেন এখানে। যেমন, এস এস সি, বিএ/বিএসস, অনার্স, এমএ ভর্তি তথ্য। এখানে সকল
তথ্য প্রতিনিয়ত আপডেট করা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার রুটিন ও পরীক্ষার রেজাল্টও পাবেন এখানে।

অন-লাইনে ভর্তি সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন – ট্রানজেকশন আইডি, অ্যাকাউন্ট নম্বর, তারিখ ইত্যাদি সংরক্ষন করুন। সাবজেক্ট পছন্দ করার পূর্বে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে যোগাযোগ করে কি কি সাবজেক্ট নিবেন তা জেনে পছন্দ করুন।

এক নজরে

প্রতিষ্ঠা- ১৯৯২
মূল ক্যাম্পাস: বোর্ড বাজার গাজীপুর, বাংলাদেশ
আঞ্চলিক কেন্দ্র: ১২ টি
টিউটোরিয়াল কেন্দ্র: ১০০০+
অনুষদ: ৭ টি

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস

১৯৯২ সালের ২০ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এর জন্ম হয়। এটি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস সিটি ক্যাম্পাস, ধানমন্ডি ঢাকায় অবস্থিত। এ ছাড়াও আউটার ক্যাম্পাস বা স্টাডি সেন্টার রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা পৌঁছে দেয়ার মাধ্যমে একটি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এ বিশ্ববিদ্যালয়টি।
গাজীপুর জেলার বোর্ডবাজারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর মূল ও স্থায়ী কাম্পাস। এছাড়াও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সারা দেশে রয়েছে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি কো অর্ডিনেটিং আফিস এবং ১০০০টিরও বেশি টিউটোরিয়াল কেন্দ্র বা সেন্টার রয়েছে। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে সাতটি একাডেমিক অনুষদক। এগুলোকে স্কুল বলা হয়।

কোর্স সমূহ

এ বিশ্ববিদ্যালয়টি সময়োপযোগি ও সমাজের উন্নয়নে কাজে লাগে এমন সাবজেক্ট সমূহ পড়িয়ে থাকে। যেমন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডিএমআর, এলএলবি অনার্স, বিবিএ, এমবিএ, ইএমবিএ ও এগ্রিকালচারসহ বিভিন্ন বিষয়ের উপর কোর্স চালু করেছে। নিচে বর্ণনা দেওয়া হল।

  • এস এস সি ও এইচ এস সি কোর্স
  • তিন বছর মেয়াদি বিএ/বিএস.এস কোর্স।
  • ব্যাচেলর (ডিগ্রী) অব বিজনেস এডমিনিসট্রেশন (BBA)
  • ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (BBS)
  • মাস্টার অব বিজনেস এডমিনিসট্রেশন (MBA) & evening (EMBA) (দুই বছর মেয়াদি)
  • চার বছর মেয়াদি অনার্স বিএ/বিএসএস কোর্স।
  • ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (B.Sc. in CSE) (চার বছর মেয়াদি)
  • ব্যাচেলর অব ফুড সায়ন্স এন্ড নিউট্রিশন(ডিগ্রী). B.Sc (hons) in food science and nutrition (চার বছর)
  • বিএসসি ইন নার্সি (B.Sc. in Nursing) (চার বছর মেয়াদি)
  • এমএসসি ইন পঙ্গু ব্যবস্থাপনা ও পুর্নবাসন ( Disability Management and Rehabilitation-M.Sc. in DMR ) (এক বছর মেয়াদি)
  • ব্যাচেলর অব এডুকেশন-বিএড (অনার্স)
  • মাস্টার্স অব এডুকেশন-এম.এড
  • এছাড়াও রয়েছে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রোগ্রাম: যেমন LLB, LLM, বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ
    রাষ্ট্রবিজ্ঞান (Political Science), সমাজতত্ত্ব, অর্থনীতি অনার্স কোর্স ও মাস্টার্স করার সুযোগ রয়েছে।

প্রথম অধ্যায়: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি তথ্য ২০২১

ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের বরধতি সময়সুচি এবং কোর্স এ ভর্তির তারিখ শেষ হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে এখানে পাবেন।

দ্বিতীয় অধ্যায়: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি ২০২১

ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের বরধতি সময়সুচি এবং কোর্স এ ভর্তির তারিখ শেষ হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে এখানে পাবেন।

তৃতীয় অধ্যায়: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২১

অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২১
ভর্তি পরীক্ষা: ২ জুলাই ২০২১

তৃতীয় অধ্যায়: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ/বিএসএস ভর্তি তথ্য ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও মানবিক এবং ভাষা স্কুল পরিচালিত তিন বছর মেয়াদী বিএ বিএসএস প্রোগ্রামে ২০২১ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভর্তি শুরু হয়েছে ৩০ ডিসেম্বর ২০২০। এবং চলবে ২৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বিয়ে এবং বিএসএস প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো,

বিএ/বিএসএস ভর্তির যোগ্যতা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদী বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্যতা হিসেবে যা প্রয়োজন সেটি হচ্ছে এইচএসসি পাস সরকার স্বীকৃত পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে।
ভর্তির তারিখ: 30 ডিসেম্বর 2020 থেকে 27 মার্চ 2021 পর্যন্ত।
ফরম জমাদানের গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
এই আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে এবং অনলাইনে আবেদন ফরম পূরণ করার সাত কার্যদিবসের মধ্যে আবেদনের কপিসহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয় পত্র আর যদি না থাকে তাহলে জন্ম সনদের সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা উপ-আঞ্চলিক কেন্দ্র জমা দিতে হবে।
ক্লাস শুরুর তারিখ: 2 এপ্রিল 2021

ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখান থেকে Download

চতুর্থ অধ্যায়: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমএ ভর্তি ২০২১

অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৮ মার্চ ২০২১
ভর্তি পরীক্ষা: ২ এপ্রিল ২০২১
ক্লাশ শুরু: ৬ মে ২০২১
এমএ ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করুন… এখানে

পঞ্চম অধ্যায়: সকল পরীক্ষার সময়সূচি

বর্তমানে কোন পরীক্ষা চলমান নেই । নতুন খবর এখানে পাবেন।

ষর্ঠ অধ্যায়: নোটিশ বোর্ড

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডিএমআর, এলএলবি অনার্স, বিবিএ, এমবিএ, ইএমবিএ ও এগ্রিকালচারসহ বিভিন্ন বিষয়ে ভর্তির নোটিশ বোর্ড এখানে
এবং সকল পরীক্ষার রেজাল্ট নোটিশ বোর্ড দেখুন এখানে।

সপ্তম অধ্যায়: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট

রেজাল্ট সম্পর্কে সকর খবর এখানে পাবেন…

অষ্টম অধ্যায়: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট

ট্যাগসমূহ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য, অনার্স, বাউবি এইচ এস সি পরীক্ষার রুটিন ২০২০, বাউবি রেজাল্ট, বাউবি ওয়েবসাইট, বাউবি নোটিশ বোর্ড

যোগাযোগ: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বোর্ড বাজার, গাজিপুর, বাংলাদেশ। ফোন: 88-02-9291112, 09666730730 Ex.105
ইমেইল: regi@bou.edu.bd। ফেসবুক, ইউটিউব

স্পন্সর পোস্ট:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালগুলোর মধ্যে অন্যতম। এখানে রয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক ও
শিক্ষা সরঞ্জাম। রয়েছে সমৃদ্ধ ল্যাবসমূহ। বিশাল লাইব্রেরী ও সকল প্রয়োজনীয় সুবিধা। ১৯৯৫ সালে প্রতিষিঠিত এ বিশ্ববিদ্যালয়ে
পড়াশোনার মান যেমন উন্নত সেই তুলনায় খরচও খুব কম। তাই বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের
শিক্ষার্থী অধ্যায়ন করছে। স্থায়ী ক্যাম্পাস ও ইউজিসির সকল নিতীমালা পালন করার কারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ইউজিসি কতৃপক্ষের চোখে অত্যন্ত সুনাম অর্জন করেছে। ভর্তির জন্য আজই কল করুন: ০১৭১৬৪৭৪৬৭৬ (সকল ১০ থেকে রাত ১০ টা )
ঠিকানা: House # 4, Road # 1, Block – F, Banani, Dhaka -1213

প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তির কনসালটেন্সি সেবা:

জেনে নিন সেরা ১৫ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি ও খরচ, সেরা ১৫ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা, বিভাগ ভিত্তিক শীর্ষ সাবজেক্ট।
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা ও খরচ ইত্যাদি বিষয়ে কনসালটেন্সি নিন আজই।
কারণ সেবারু এ্যাডমিশন এইড বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে (ইউজিসির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা)
স্টুডেন্টের যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি সিলেক্ট করতে পরামর্শ প্রদান করে।
এমনকি স্টুডেন্ট ভর্তির পূর্বে বিশ্ববিদ্যালয়ের ব্যায় ও জীবন যাত্রা সম্পর্কে বিস্তারিত ধারনা ও তথ্য দিয়ে থাকে।
লেখা পড়া শেষ হওয়া পযর্ন্ত নানা ধরনের সেবা প্রদান করা হয়, এতে করে ভর্তি হওয়ার পর স্টুডেন্টকে কোনো ভোগান্তিতে পড়তে হয় না।

শেষ কথা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোন আপডেটেড তথ্য জানতে এই পেজটি বুকমার্ক করে রাখুন। আমরা নিয়মিত আপডেট করার চেস্টা করি। নিচের কমেন্ট বক্সেও আপনার প্রশ্ন থাকলে বলতে পারবেন। আমরা খুব গুরুত্বে সাথে সেগুল উত্তর দিয়ে থাকি।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top