অনলাইনে কাজের ভিসা ট্রেনিং টি তাদের জন্য যারা বিদেশে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। যারা প্রতারণার হাত থেকে বাঁচতে চান। যারা ওয়ার্ক পারমিট, কাজের ভিসা সংক্রান্ত বিষয়ে দক্ষ হতে চান তাদের জন্যই মূলত এ কোর্সটি। আমাদের মাধ্যমে পরিপূর্ণ তথ্য জেনে নিতে পারেন এবং প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে পারেন।
কেন প্রয়োজন প্রশিক্ষণ?
আপনাকে জানতে হবে কোন দেশে আপনার কর্মসংস্থানের সুযোগ বেশি, সেই দেশ এখন কর্মী নিচ্ছে কিনা। একটু প্রশিক্ষণ নিলেই দক্ষ হয়ে উঠতে পারেন।
আর দক্ষতা বাড়লে বেতনও অনেক বেড়ে যাবে। কাজেই আপনি আগে প্রশিক্ষণ নিন, এরপর বিদেশে যাওয়ার প্রস্তুতি নিন।
প্রশিক্ষণ নিয়ে কেউ বিদেশে গেলে তাঁর দক্ষতা যেমন বাড়বে তেমনি চাহিদাও বাড়বে।
কাজের ভিসা সংক্রান্ত ক্রাশ কোর্সের বিষয়সমূহ
- জব ভিসা কি এবং কেন ?
- ওয়ার্ক পারমিট ভিসা কি এবং কেন?
- কোন দেশে কি কি সুবিধা রয়েছে?
- জব ভিসার জন্য দেশ নির্বাচন করার সঠিক পদ্ধতি।
- কোন দেশে কেমন বেতন পাওয়া যায়?
- কোন দেশে থাকা খাওয়া ও জীবন যাপনের ব্যায় কেমন?
- পাসপোর্ট করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে?
- নারীদের জন্য বিদেশে কাজের সুযোগ কেমন?
- বিমানের টিকেট কখন ও কিভাবে কাটবেন?
- জব ভিসার স্টেপ বাই স্টেপ গাইডলাইন।
- ফেসবুক, ইউটিউব, গুগল থেকে কিভাবে ভিসা বিষয়ক তথ্য নেবেন?
কে প্রশিক্ষণ দেবেন?
সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ইমিগ্রেশন আইনজীবী বা এ পেশায় নিয়জিত অভিজ্ঞ ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ ফি:
ক্রাশ কোর্সটি করার জন্য ফ্রি সুযোগ পাবেন তারাই যারা আমাদেরকে ফাইল জমা দিয়েছেন। অথবা আমাদের একটি ছোট পরিক্ষার যারা পাশ করবেন তারাও ফ্রি করতে পাবেন। অন্যদের সামান্য টাকা প্রদান করা হবে যা শুধুমাত্র রেজিস্ট্রেশন খরচ হিসেবে বিবেচিত হবে।
কোর্স করার মাধ্যম
মোবাইল বা ল্যাপটপ কিংবা কম্পিউটারে জুম আ্যাপের মাধ্যমে অনলাইনে কোর্সটি সম্পন্ন করা হবে।
কোর্সের সময়, তারিখ ও মাধ্যম:
সাধারণত প্রতি মাসে একদিন হয়ে থাকে। তারিখ ও সময় ক্লাশের আগেই মোবাইল ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সেই সাথে জুম লিংকও প্রদান করা হবে।
কেন আমাদের অনলাইন কোর্স করবেন?
- অভিজ্ঞাতা সম্পন্ন প্রশিক্ষক।
- প্রয়োজনীয় ফ্রি পরামর্শ প্রদান।
- কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
- কোন অবাস্তব প্রমিজ করা হয় না।
কোর্সে জয়েন করার জন্য নিচের ফরমটি পুরণ করুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব
ফেসবুক গ্রুপ:
বিদেশের জব ভিসা সম্পর্কে আপনাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় করতে চালু করেছি “ওয়ার্ক ভিসা হেল্পলাইন” ফেসবুক গ্রুপ।
এই গ্রুপে থাকছে নতুন নতুন দেশের ভিসা আপডেট। সেই সাথে আপনিও এ গ্রুপে যে কোন ধরনের মতামত ও প্রশ্ন করতে পারবেন।
গ্রুপ লিংক www.facebook.com/groups/workvisahelpline
নারীদের বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ
বাংলাদেশ থেকে ১৯৯০ সাল থেকে পুরুষের পাশাপাশি নারীরাও বিদেশে চাকুরি নিয়ে যাচ্ছেন। তবে ভালোভাবে তথ্য না জানার কারণে অনেকে বিপদেও পড়ছেন।
চাকরির চুক্তি ও ওয়ার্ক পারমিট প্রশিক্ষণ
বিদেশি কোনো কোম্পানির সঙ্গে চাকরির শর্তাবলিসংক্রান্ত যে চুক্তি হয় সেই চুক্তিপত্রকেই চাকরির চুক্তি বা জব কন্ট্রাক্ট বলে। চুক্তির শর্তে বেতন-ভাতা, বাসস্থাপন, আহার-ছুটি, চিকিৎসাসহ কোম্পানির সব সুযোগ-সুবধাি ও শর্তের কথা উল্লেখ থাকে। বিদেশে যে কোম্পানি আপনাকে নেবে কিংবা যে নিয়োগকর্তা তিনি এই চুক্তি করেন। বিদেশে যাওয়ার আগে ভালোভাবে চুক্তি এবং চুক্তির শর্ত জেনে যান।
বিমানের টিকিট সংক্রান্ত
বিদেশে যাওয়ার জন্য কেনা টিকিটে প্লেন ছাড়ার সময় ও এয়ারপোর্টে পৌছানোর সময় লেখা থাকে। এই সময়সূচি ঠিকভাবে বুঝে নিন। পথে কোথাও যাত্রাবিরতি বা ট্রানজিট আছে কিনা সেটিও ভালোভালে জেনে নেওয়া জরুরি।
প্রবাসে থাকা অবস্থায় করণীয়
বিদেশে থাকা অবস্থায় একটি বড় সমস্যা রেমিট্যান্স পাঠানো। এবং দেশের নিয়ম ও ভাষা সম্পর্কে ধারণা।
বিদেশে কাজের ভিসা পেতে কি করবেন?
ওয়ার্ক ভিসা ফেসবুক গ্রুপে মেম্বার হোন
আপনাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় করতে চালু হয়েছে Work Visa Helpline Facebook Group.
এই গ্রুপ এ থাকছে নতুন নতুন আপডেট। সেই সাথে আপনিও এ গ্রুপ গুলোতে যে কোন ধরনের মতামত ও প্রশ্ন করতে পারবেন।
গ্রুপ লিংক নিচে দেওয়া হল। আশা করি গ্রুপ থেকে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পুরণ হবে।
কাজের ভিসা গ্রুপ লিংক: https://web.facebook.com/groups/workvisahelpline/
ইউটিউবে বিদেশে কাজের ভিসার খবর জানুন
বাংলা টাইমস নামের এই ইউটিউব চ্যানেলটিতে কানাডা, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশের জব ভিসাসহ
বিদেশে অবস্থিত বাংলাদেশীদের খবর পাওয়া যায়। তাই আপনিও নিয়মিত এসব খবর জানতে বাংলা টাইমস কে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
লিংক: https://www.youtube.com/channel/UC_x6KyLJWSm7OFJN_JSiB6w?sub_confirmation=1
ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ
সেবারু ডটকম বিদেশের সকল তথ্য তাদের নিজস্ব ফেসবুক পেজে আপডেড করে থাকে।
সেবারু ডটকম ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।সেবারু ডটকম পেজ লিংক : https://www.facebook.com/shebarubd
মোবাইল: 01711981051
নমস্কার স্যার আমি রতন দে বলছি যশোর সদর উপজেলা থেকে আমি সোনার কাজ করি রুপার গয়না সোনার গয়না তৈরির কাজ করি এই বিষয়ে কোন ভাল কাজের সন্ধান যদি থাকে আমাকে জানাবেন আপনাদের কোম্পানিতে অসংখ্য ধন্যবাদ
প্রিয় রতন দে, এই মূহুর্তে এরকম ভিসা নেই। আমাদের ওয়ার্ক ভিসা হেল্পলাইন ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে থাকেন আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম স্যার
আমি আব্দুল্লাহ আল মিজান বলতেছি
সিলেট থেকে
স্যার আমি শেফকোর্স আরপিএল কুকিং লেভেল 1 এবং 2 কমপ্লিট করেছি বর্তমানে একটি হোটেলে ইন্টারনিতে আছি
এই পেশায় কোন দেশের কাজের ভিসার জন্য এপ্লাই করলে ভালো হবে।
Dear Sir
Amar nam Liton sarker. Amar bari south Keraniganj Dhaka.
Ami 3 years Singapore ekti aluminum fabricator workshop e kaj koreci ekhon 3 month holo dese asci. Amar aluminum fabricator fitting er obigota ace.jodi aluminum fabricator er kono kajer visa thake tahole amak janaben please.
আমি পলাশ, আমি লিবাননে প্রায় 10 বছর কাজ করেছি, আমি ক্রোশিয়া, সার্বিয়াতে কাজের ভিসাই যেতে চাই।
Md Lablu mia
Fathar ma babul hosen
Mathar mos Lalbi Begum
Add,, Nilphamari
Dhaka Bangladesh
ভাই আমি হেভি ট্রাক ড্রাইভার বর্তমানে বাংলাদেশের জহির গ্রুপে চাকরি করছি আমি কানাডা যেতে চাই তা হলে কি করতে হবে
স্যার রাশিয়ায় যাইতে কত টাকা লাগবে একটু জানাবেন
বর্তমানে ৩৫০০০০ টাকা লাগবে।
স্যার আসসালামু আলাইকুম, স্যার আমি ইউরোপ আমেরিকার মধ্যে যেতে চাই, আমার কোন আইএলটিস নেই , বা আমি ডিগ্রি পাস ভালো বেতনের কোন দেশে যাওয়ার সুযোগ আছে ০১৭৪৮৪১৫১৪১
আমি পর্তুগাল যেতে চাই।যেতে খরচ লাগবে কেমন?
স্যার আলসালামু আলাইকুম।।স্যার আমি ইউরোপ দেশে যেতে চাই।।কোন সুযোগ সুবিধা থাকলে দয়া করে বলবেন।।মোবাঃ০১৪০২৬৯২৭২৭
আপনারা কি বাংলাদেশ রিক্রুটিং এজেন্সির সদস্য। আপনারা কি। ইউরোপের দেশ গুলোতে চাকরির ব্যবস্তা করে দিতে পারবেন।শুধু চাকরি। কত টাকা নিবেন।
প্রিয় নাজমুল, বিস্তারিত জানতে আমদের সাথে যোগাযোগ করুন।
স্যার বর্তমানে আমি ছাত্র, আমি পর্তুগাল যেতে চাই,,,খরচ কত টাকা লাগবে
প্রিয় আশরাফুজ্জামান, এই মূহুর্তে পর্তুগালে স্টুডেন্ট ভিসা নেই।
সোদি আরবের কোনো ভিসা আছেকি
Sorry, Not Now.
স্যার আমি ওমান ১১ বছর ছিলাম
এখন আমি সৌদি আরব কাজের ভিসায় যেতে চাই,01613239963
yes, ase.
ভাই hon’ student সৌদিআরব এখন যাওয়ার জন্য কোন ভালো স্যালারির ভিসা হবে কি।আর কি কি কাজের ভিসা আছে দয়া করে জানাবেন।
আমি বিদেশে যাওয়ার জন্য খুব আগ্রহী আমার কি কি কাজ করণীয় যে কোন কাজেযেতে চাই
রাশিয়া যেতে কত খরচ হতে পারে ?
কোন কোম্পানিতে সরাসরি যাওয়া যাবে কি?
আসসালামু আলাইকুম স্যার আমি শেখ আমি কানাডায় যেতে চাচ্ছি work permit এ দয়াকরে কেমন খরচ হয় জানাবেন
আসসালামু আলাইকুম স্যার আমি কানাডায় যেতে চাচ্ছি work permit এ দয়াকরে কেমন খরচ হয় জানাবেন। আমি HSC শেষ করেছি।
ইউরোপে গার্মেন্টস অপারেটর ভিসা হবে
স্যার আমি ওমান ১১ বছর ছিলাম
এখন আমি সৌদি আরব কাজের ভিসায় যেতে চাই,01613239963
আসসালামু আলাইকুম। আমি নাহিদ মাহমুদ। ঢাকা থেকে। আমি সার্বিয়া যেতে চাই ভালো কোম্পানি ভিসা থাকলে যানাবেন
আমি পাসপোর্ট করতে চাই,কানাডা যাওয়ার জন্য দয়া করে বলবেন কি কি নিয়ম ফলো করতে হবে
জনাব,আমি মোঃ মাশেদুল হক (অব) বাংলাদেশ সেনাবাহিনী। বয়স ৪০ এইচএস সি পাশ।আমি কি কানাডা/ অন্য যে কোন দেশে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবো?
আমি কানাডায় যেতে চাই। সিকিউরিটি গাড্ কাজ করতে।
Factory practice
Sir আমি ইলেকট্রিক্যাল কাজে বিদেশ যেতে চাই কোন দেশে কি ভবে গেলে ভাল হবে জানাবেন plz.
ফ্যাটরি লেভেলের
সব কাজ জানি
স্যার আমি কানাডা যেতে চাই। কানাডা যাওয়ার জন্য কি কি নিয়ম মানতে হবে দয়া করে বলবেন।
ভাই,
আমি ওয়েলডার কাজ জানা আছে, cotrisa আসতে চাই
আমি যেতে চাই ক্রোশিয়া কি ভাবে কম খরচে যাওয়া যায়
স্যার ইতালিতে যেতে কতো টাকা লাগবে এবং কি কি কোর্স করতে হবে?
আর্সলামুলাইকুম স্যার, আমি কানাডা যাইতে চাই কি ভাবে ওয়ার্কপারমিট পাওয়া যাবে আমাকে একটু হেল্প করেন আমি একজন গার্মেন্টস মেশিন মেকানিক অভিজ্ঞতা ১৫ বছর