Shebaru

বিদেশে কাজের ভিসা ২০২৪ ও সকল দেশের জব ভিসার খবর

বিদেশে কাজের ভিসা

বিদেশে কাজের ভিসা ২০২৪ ও সকল দেশের জব ভিসার খবর

কাজ করতে বিদেশ যেতে চান? নিরাপদ ও নির্ভরযোগ্য ভিসা দরকার? সকল দেশের কাজের ভিসা পাওয়ার উপায়, মূল্যসহ নানা তথ্য পাবেন এখানে।
আমরা তথ্য গুলি সঠিক ও নির্ভূলভাবে তুলে ধরার চেষ্টা করি। আমরা আপনার পছন্দের দেশগুলোতে কাজের ভিসার ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করি।
আপনি চাইলে সরাসরি নিজে নিজেই কিছু দেশের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন। নিয়ম জানতে পুরো লেখাটি বার বার মনোযোগ দিয়ে পড়ুন।

বিদেশে কাজের ভিসার ব্যাপারে সাবধানতা জরুরি কেন?

অনেক মানুষ বিদেশে জব ভিসার জন্য লোভনীয় অফারে প্রতারকের হাতে নিজের জমানো টাকা দিয়ে নিঃস্ব হয়ে যায়। অনেকে ধার করে টাকা এনে আদম ব্যবসায়ী দালাল কে দিয়ে দেন। অবশেষে বিদেশও যাওয়া হয় না আবার টাকাও ফেরৎ পায় না। আবার কেউ কেউ আছেন ১০০ জনের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা নেন। কিন্তু পাঠাতে পারেন মাত্র ১০ জন। বাকিদের টাকা আস্তে আস্তে ফেরৎ দেন। এসকল সমস্যা সমাধানে আমরা খেটে খাওয়া মানুষের পাশে থেকে কাজ করি। কোন এজেন্সি বা ব্যাক্তি স্বার্থে নয়। কারণ আমরা জানি, একজন খেটে খাওয়া মানুষ কত কষ্ট করে টাকা জমিয়ে নিজে অথবা সন্তানকে বিদেশে পাঠাতে চান।

কোন দেশে কেমন কাজের ভিসা পাওয়া যায়?

দেশ অনুযায়ী ভিসার ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন, মালয়েশিয়ায় জব ভিসাকে কলিং ভিসা বলে। এ ভিসায় মালয়েশিয়ার বিভিন্ন কম্পানিতে শ্রমিক হিসেবে কাজের জন্য লোক নিয়ে থাকে। সৌদি আরবে ফ্রি ভিসা অথবা সরাসরি কোম্পানীতে চাকুরির ভিসা পাওয়া যায়।
আমেরিকায়, ইমিগ্র্যান্ট ভিসা , কানাডার কাজের ভিসা ইত্যাদি। ভিসার ক্ষেত্রে কুয়েতেও রয়েছে অনেক ধরনের সাবধানতা। ভিসার ধরন না বুঝে বিদেশ গিয়ে অনেকেই বিপদে পড়েন। তাই আমরা ভালো ভাবে জেনে বুঝে বিদেশে কাজে যাবার কথা চিন্তা করতে বলি। বাংলায় আজকাল বিদেশে জব ভিসা বিষয়ক অনেক লেখা পাওয়া যায় সেগুলো পড়ুন, জানুন, বুঝুন অতপর সিন্ধান্ত নিন।
সাধারণত যে সকল দেশে কাজের ভিসা পাওয়া যায় তার মোটামুটি একটি তালিকা নিচে দেওয়া হল:

বর্তমানে আমাদের কাছে যে সকল দেশের ভিসা পাওয়া যাবে

নিচের লিস্ট এর সকল দেশে জব ভিসা অর্থাৎ কাজের ভিসা করোনার সময়ও চালু আছে। এখানে সংক্ষিপ্ত নাম দেওয়া হল। লেখা গুলোর উপর ক্লিক করলে বা টাচ মোবাইলের আঙ্গুল যে দেশে যেতে চান সে দেশের উপর আঙ্গুলের চাপ দিলেই সে দেশে ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আবার নিচেও সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। আশা করি বিস্তারিত পড়ে তার পর ফোন দেবেন।

১. সৌদি আরব ভিসা: বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
২. কানাডা কাজের ভিসা: বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
৩. কানাডা বিজনেস ভিসা : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
৪. সার্বিয়ায় কাজের ভিসা : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
৫. রোমানিয়া কাজের ভিসা : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
৬. আলবেনিয়া জব ভিসা : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
৭. দুবাই টুরিস্ট ভিসা : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
৮. ক্রোয়েশিয়া জব ভিসা : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
৯. রাশিয়া কাজের ভিসা : বিস্তারিত এখানে…

আরও পড়ুন: পৃথিবীর কোন কোন দেশে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা যায়?

বিদেশে হোটেল জব ভিসার প্রচুর চাহিদা!

বিদেশে রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।এ পেশার লোককে শেফ বলা হয়।
মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
এ পেশায় জব ভিসা নিতে চাইলে আগে পুষ্টিকর ভালো ভালো রান্নার রেসিপি জানতে হবে।

বিদেশে ফাইভস্টার হোটেল, রেস্টুরেন্ট, বার, কফিশপ, ইত্যাদিতে চাকরির জন্য এখানে ক্লিক করুন

সৌদি আরব ভিসা ও খরচ

সৌদি আরবে কাজের ভিসা পাওয়া তুলনামূলক সহজ। খরচও অন্যান্য দেশের তুলনায় খুব কম। অর্থাৎ মাত্র ২ লক্ষ্য ২০ হাজার টাকা হলেই সৌদি আরব ভিসা পাওয়া যায়।
তবে ভিসার মান ও বেতন অনুসারে কম বেশি হয়ে থাকে। বাংলাদেশ, ভারত ও পাকিস্থান থেকে প্রতি বছর প্রচুর লোক সৌদি আবর এ জব ভিসা নিয়ে যাচ্ছে। নিরাপদে ও কম খরচে আপনিও হতে পারেন একজন সম্মানিত রেমিটেন্স যোদ্ধা।
বর্তমানে যে সকল ভিসা আছে ও এর খরচ এবং বেতন কেমন। সকল তথ্য জানতে নিচে ক্লিক করুন।
সৌদি আরব ভিসা বিস্তারিত…

ইতালি ভিসা খরচ ও ভিসা প্রসেসিং

ইতালিতে বৈধভাবে জনশক্তি নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে ২০২০ সাল থেকে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর এবং
সিজনাল এগ্রিকালচার ভিসায় সর্বমোট ৩০,৮০০(ত্রিশ হাজার আট শত জন) লোক নিয়োগ করবে ইতালি।ইতালি ভিসা খরচ কাজের ধরন
বেতন ও ভিসার সময় ইতাদি বিষয়ে জনতে নিচে রিজিস্ট্রেশন করুন।
ইতালি ভিসা খরচ ও বর্তমান সার্কুলার (তারিখ: ১৫-০৩-২০২১) টি নিচে প্রদান করা হল। আগে আসলে আগে ভিত্তিতে পদ গুলো পূরণ করা হবে।
পদের নাম ও সংখ্যা: 25 electricians, 25 plumbers
ভিসা খরচ: 950000 tk (It\’s senjen visa he can move europe)
এপ্রিল ২০২১ থেকে ভিসা প্রসেসিং শুরু হবে।
Visa processing fee+ india up down+ stay cost all inclusive here.
বিমান টিকেট খরচ: 100000 tk
সর্বমোট খরচ: 1050000 tk
বেতন বাংলাদেশী টাকায়: 100000++ (এক লক্ষ টাকা থেকে শুরু)
To ensure advance 50% and rest 50% after visa and before flight

ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • পাসপোর্ট (মেয়াদ নূন্যতম ২ বছর থাকতে হবে) + ছবি + এন আইডি, ইত্যাদি।
  • বয়স : ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
  • প্রসেসিং সময় লাগবে প্রায় ৬ মাস।

বিঃদ্রঃ বর্তমানে ইতালির ভিসা চালু নেই।

সার্বিয়া কাজের ভিসা ও জব সার্কুলার

সার্বিয়াতে বাংলাদেশীদের জন্য ভালো মানের কাজের সুযোগ আছে। তবে খরচ ও যোগ্যতা দুটাই ভালো লাগে।
বিস্তারিত জেনে নিন সার্বিয়ার জব ভিসা সম্পর্কে।

আলবেনিয়ার জব ভিসা

আলবেনিয়ার চায়না এম্বাসি খোলা। এই মুহুর্তে কাজ চলতেছে। ফ্লাইট চালু হতে হতে ইনশাল্লাহ ভিসা ও হয়ে যাবে।
বসে থেকে লাভ নাই। এই মুহুর্তে আলবেনিয়ার একটি কন্সট্রাকশন ফার্মের জন্য ৫ জন দক্ষ কন্সট্রাকশন ওয়ার্কার
দরকার খরচ কম পরবে। জরুরী যোগাযোগ করুন।

কাতারে জব ভিসা:

জবের ধরণ: কনস্ট্রাকশন স্কীলড ওয়ার্কার- মেসন, স্টীল ফিক্সার, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান\”
বেতন: ১২০০ দিরহাম,
খাওয়ার জন্য ২০০ দিরহাম, থাকা ফ্রি.
ডিউটি ১০ ঘন্টা
ভিসার খরচ: ২ লাখ ৫০ হাজার ( শেষ)

উজবেকিস্তান কাজের ভিসা:

মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত সম্পদশালী দেশ উজবেকিস্তান । এর রাজধানী হচ্ছে তাশখন্দ। সার্বভৌম রাষ্ট্রটি ১২ টি প্রদেশ ও একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র নিয়ে গঠিত।উজবেকিস্তান ইউরেনিয়াম উৎপাদনে বৈষয়িকভাবে সপ্তম এ থেকেই বোঝা যায় দেশটি কত সম্পদশালী।তাই উজবেকিস্তান কাজের ভিসা পাওয়া বাংলাদেশীদের জন্য স্বপ্ন। নিচে উজবেকিস্তানের কাজের ভিসা খরচ, বেতন ইত্যাদি বিষয়ে একটি আপডেট জব সার্কুলার দেওয়া হল:
ভিসার খরচ: ২ লক্ষ ৫০ হাজার
মাসিক বেতন: ৫০ হাজার থেকে ৭০ হাজার পর্যন্ত
পাইপ ফিটার, পাইপিং ফোরম্যান, ওয়েল্ডার

বিঃদ্রঃ এখন উজবেকিস্তানের ভিসা চালু নেই।

জাপানে জব ভিসা

জাপান সরকারীভাবে বিনা খরচে লোক নেয়া শুরু হওয়ার কথা ছিলো এপ্রিল ২০২০ ইং থেকে। করোনার কারণে তা বন্ধ ছিলো দীর্ঘদিন। ইতোমধ্যে স্টুডেন্ট, ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসার কাজ শুরু হয়েছে এবং প্রায় শতভাগ আবেদন কারী ভিসা পাচ্ছে।
নতুন করে কোনো সমস্যা না হলে ইনশা আল্লাহ স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট এর কাজ চলমান থাকবে।
ওয়ার্ক পারমিট ভিসাধারীদের মাসিক বেতন নূন্যতম ১,৩৫০০০/ টাকা থেকে শুরু।

বিঃদ্রঃ বর্তমানে জাপানের ভিসা চালু নেই।

জাপানিজ ভাষা শিক্ষা ও জাপানে চাকরি

জাপানে চাকরির জন্য জাপানি ভাষা নূন্যতম N4 লেভেল জানতে হবে। কস্ট করে যদি N5 লেভেল টা শিখতে পারেন তাহলে N4 লেভেল টা খুব একটা কঠিন হবে না। কেউ যদি ২ টা কোর্সে একসাথ ভর্তি হয় তাহলে তাকে ডিসকাউন্ট দেয়া হবে। তবে স্টুডেন্ট ভিসার জন্য শুধু N5 লেভেল টা শিখলেই হবে এবং এপ্রিল ২০২১-ইং সেমিস্টারের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর -২০২০-ইং।এই তারিখ শেষ হয়ে গেছে। নতুন বিজ্ঞপ্তি আসলে এখানে জানানো হবে।

কেউ যদি জাপানি ভাষা নূন্যতম N4 লেভেল শিখার পর জাপান যেতে না পারেন তাহলে তার সকল দায়দায়িত্ব আমরা বহন করবো। আগামী ইতোমধ্যে নতুন ব্যাচ শুরু হয়েছে। আপনার বা আপনার শুভাকাঙ্ক্ষীর আসনটি এখনই নিশ্চিত করুন।

জাপানি ভাষা শিক্ষা কোর্স সম্পর্কে বিস্তারিত ধারণা

ঢাকাসহ বিভিন্ন স্থানে বিশেষত জেলা সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) গুলোতে খোঁজ নিতে পারেন। বেসরকারী গুলো নিচের নিয়মে ও
সুযোগ সুবিধা দিয়ে বিদেশী ভাষা শেখায়।

  • কোর্স ফি এককালীন বা কিস্তিতে নিয়ে থাকে।
  • N5 লেভেল ২৫,০০০/ টাকা এবং
  • N5 + N4 লেভেল একসাথে ৪০,০০০/ টাকা।
  • নোটঃ আপনার কমিশন (সাথে সাথে) ১০,০০০/ টাকা।
  • সাপ্তাহিক ক্লাস ৩ দিন, প্রতিদিন ২.০০ ঘন্টা করে ক্লাস।
  • সকাল বা রাতের ব্যাচে ক্লাস করার সুযোগ আছে।
  • অনেকটা প্রাইভেট স্টাইলে সর্বোচ্চ ১০ জনে ব্যাচ।
  • সকল বইপুস্তক ফ্রী প্রদান করা হয়।
  • বয়স ১৮ থেকে ৩৫ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা: Minimum HSC for student Visa & Minimum SSC for work permit Visa.

আয়ারল্যান্ড জব ভিসা

দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ড বৃটেনের রাজা ও রাণী দ্বারে শ্বাসিত হয়ে আসছে। এ দেশটির অর্থনীতি খুব শক্তিশালী হওয়ায়
আয়ারল্যান্ড জব ভিসার গুরুত্ব বাংলাদেশীদের জন্য অনেক বেশি।

পোল্যান্ড কাজের ভিসা ২০২৩

জর্ডান ভিসা

বাংলাদেশ থেকে জর্ডান জব ভিসা নিয়ে যেতে চায় অনেকেই। কারণ অর্থনৈতিক ভাবে উন্নত দেশ। জর্ডানের উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক ও সৌদি আরব, দক্ষিণে সৌদি আরব ও আকাবা উপসাগর এবং পশ্চিমে ইসরায়েল ও পশ্চিম তীর অবস্থিত। আয়তন ৮৯,৫৫৬ বর্গকিলোমিটার। আম্মান জর্দানের রাজধানী।

লিথুনিয়া কাজের ভিসা

লিখুনিয়া বা লিথুয়ানিয়া দেশটি বাংলাদেশী অভিবাসীদের পছন্দের একটি দেশ। উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র লিথুনিয়া। এর উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুয়ানিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম নিথুনিয়া। ভিলনিয়ুস দেশটির রাজধানী।

বেলারুশ ভিসা

মধ্য পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতন্ত্র হল বেলারুশ। বেলারুশের উত্তরে ও পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড, এবং উত্তর-পশ্চিমে লিথুয়ানিয়া ও লাটভিয়া। বেলারুশ মূলত অরণ্য (দেশের এক-তৃতীয়াংশ), হ্রদ ও জলাভূমিতে পূর্ণ একটি সমতল ভূমি। এদেশে প্রায় ৯৯ লক্ষ লোক বাস করে। তাই এখানে কাজের ভিসা ও স্থায়ী বসবাস করা বাংলাদেশীদের স্বপ্ন।

জর্জিয়ার ভিসা

পূর্ব ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানীর নাম তিবি‌লিসি। জর্জিয়া কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত স্থলযোটক দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পশ্চিমে অবস্থিত রাষ্ট্র। দক্ষিণ ককেশাসের অন্য রাষ্ট্রগুলি হল আজারবাইজান ও আর্মেনিয়া।

এছাড়ও যে সকল দেশে ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যায় (বর্তমানে বাংলাদেশ থেকে বন্ধ আছে)

বিঃদ্রঃ বর্তমানে উপরের দেশগুলোর জব ভিসা চালু নেই।

উপরে উল্লিখিত দেশগুলোতে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার বিদেশী কোম্পানীতে সরাসরী চাকুরী নিয়ে অথাবা ফ্রি ভিসা নিয়ে কাজের জন্য গমণ করে। বিদেশে কাজের ভিসার যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন। আপনার নাম, ঠিকানা ও কোন দেশের ভিসা চান, তা আমাদেরকে জানান।
আমরাই আপনাকে সংশ্লিষ্ঠ দেশের ভিসা পেলে মোবাইলে ফোন করে বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ্।

কাজের ভিসা ও টুরিস্ট ভিসার পার্থক্য কি?

জব ভিসাই মূলত কাজের ভিসা। অর্থাৎ বিদেশে যারা চাকুরী করার জন্য যান তাদের ভিসাকে কাজের ভিসা বলে। অন্যদিকে যারা বিদেশে বেড়াতে যান তারা টুরিস্ট ভিসা নেন।

স্টুডেন্ট ভিসা ও জব ভিসার পার্থক্য

স্টুডেন্ট ভিসা পাওয়া জব ভিসার চেয়ে অনেক সহজ। তবে যে দেশে যেতে চান সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির জন্য যে যোগ্যতা চায়
তা থাকতে হবে। বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে অনেকে সহজেই ভিসা হয় বলে স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশে যায়। এবং সেখানে গিয়ে
ছাত্র জীবনে পার্টটাইম জব করে থাকে। অন্য ক্ষেত্রে জব ভিসা পাওয়া তুলনা মূলক কঠিন হয়। শুধু চাকরির জন্য এ ভিসা
পাওয়া যায়।

ভিসা প্রসেসিং প্রক্রিয়া কি?

একেক দেশের জন্য ভিসা প্রসেসিং প্রক্রিয়া একেক রকম। তাই যে দেশের ভিসার আবেদন করবেন সে দেশের সরকারী ওয়েবসাই
বা জব সার্কুলার থেকে জানতে পারবেন। অথবা বিশ্বস্ত ভিসা এজেন্সি থেকেও সংশ্লিষ্ট দেশের ভিসার প্রসেসিং প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন।

অনলাইনে ভিসা আবেদন করা যায় কি?

হাঁ অবশ্যই যায়? তবে আপনাকে আবেদন করার নিয়ম ও যে লিংক এ ভিসার আবেদন করবেন তা জানা থাকতে হবে।

ঘরে বসে ভিসা চেক করার উপায়?

আজকাল ইন্টারনেটের কল্যাণে ঘরে বসে ভিসা চেক করা যায়। এ জন্য যে দেশের ভিসা সম্পর্কে জানতে চান সে দেশের সরকারী ওয়েবসাইট এর ম্যধ্যমে ভিসা চেক করা যায়।

ভিসা প্যাকেজ ও সেলফ্ পেইড কি?

ধরুন আপনি মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা চান। আর এ জন্য কোন ভিসা এজেন্টের কাছে আসলেন। ভিসা এজেন্ট আপনাকে বল্ল, আপনি প্রয়োজনীয় কাগজ গুলি দেন, বাকি টা আমরা সব করে দেব। সে ক্ষেতে আপনাকে আগে কোন টাকা জমা দিতে হবে না। ভিসা হাতে পাওয়ার পর আপনি আমাদেরকে ৩ লক্ষ্য টাকা দেবেন। এটা হচ্ছে ভিসা প্যাকেজ। আবার যদি আপনি অন্য এজেন্সিতে যান তারা বল্ল, মালয়েশিয়ার কলিং ভিসার জন্য যে সকল কাগজ পত্র লাগে তা আমাদেরকে দেন, আমরা আপনার হয়ে অনলাইনে আবেদেন করে দেব। আপনার ঠিকানায় ও ই-মেইলে সকল তথ্য আসবে আর এর জন্য মালয়েশিয়ান এ্যাম্বাসিকে যে টাকা দিতে হবে সেটাই দেবেন। শুরু থেকে শেষ পযর্ন্ত সকল স্টেপে আমরা আপনার হয়ে কাজ করে দেব, শুধু আপনি যেখানে যে টাকা লাগবে তা দেবেন। আর ভিসা হাতে পাওয়ার পর আমাদেরকে সার্ভিস চার্জ বাবদ ৩০০০০ হাজার টাকা দেবেন। এক্ষেত্রে আপনার মোট টাকা খরচ হতে পারে দুই লক্ষ্য ত্রিশ হাজার টাকা। এটাই হল সেলফ্ পেইড।

তবে যে ধরনের ভিসা বা যে কোন দেশের ভিসা হোক না কেন আমরা আপনাকে সঠিক ও নিভূল তথ্য দিয়ে সহযোগিত করতে পারব ইনশাআল্লাহ্। হোকনা কেন সেটা মালয়েশিয়া কলিং ভিসা, দক্ষিণ কোরিয়া, কাতার, মালদ্বীপে কিংবা কানাডায় কাজের ভিসা।

ট্যাগ: ভিসা চেক করার নিয়ম, টুরিস্ট ভিসা, ভিসা তথ্য, অনলাইনে ভিসা আবেদন, পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক, ওমান ভিসার দাম, ইতালি ভিসা খরচ

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top